Rimir Ammu

Rimir Ammu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rimir Ammu, Digital creator, Cumilla.

01/03/2025

🥀✨

বিয়ের পরে, তোমরা যখন মা-বাবা হবে, তারপরেই বুঝতে পারবে— স্বামী মানে মূলত প্রচুর টাকাপয়সা বা সিক্স-প্যাক নয়। হ্যাঁ, সুন্দর...
26/02/2025

বিয়ের পরে, তোমরা যখন মা-বাবা হবে, তারপরেই বুঝতে পারবে— স্বামী মানে মূলত প্রচুর টাকাপয়সা বা সিক্স-প্যাক নয়। হ্যাঁ, সুন্দর চেহারা ও সচ্ছল ব্যাঙ্ক-অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ, কিন্তু দিনশেষে স্বামীর কাছে তোমার প্রত্যাশা এসবের চেয়েও গুরুত্বপূর্ণ কিছু।

ভোর ৩-টায় তোমাদের শিশুসন্তানটি কাঁদছে, তোমার চোখ খুলতেই কষ্ট হচ্ছে, অনিদ্রায় আর প্রসব-পরবর্তী শরীর-মনে তুমি কাহিল, ওসময় স্বামীর চেহারা বা তার পকেটের চেয়েও গুরুত্বপূর্ণ হলো তার দায়িত্ববোধ ও স্নেহকাতরতা। তোমার প্রতি তার ভালোবাসা— চুমুতে বা সে'ক্সের চেয়ে— তোমাকে বিশ্রাম দিয়ে সন্তানটিকে কাঁধে নিয়ে ঘুম পাড়াচ্ছে কিনা, তার মাধ্যমেই প্রকাশিত হয় প্রকৃতপক্ষে। "তুমি ঘুমাও। বাবুকে আমি দেখছি ki প্রিয়তমা।"... এই বাক্যের চেয়ে সুন্দরতর "তোমাকে ভালোবাসি"-ও নয়।

আমার কাছে যদি কোনো তরুণী জিজ্ঞেস করতো— "স্বামী বেছে নিতে তার কোন্‌ বৈশিষ্ট্যটি বিবেচনা করবো?" আমি অবশ্যই জানাতাম— "তাকেই বিয়ে করো, যে তোমার সন্তানের শ্রেষ্ঠতম পিতা হওয়ার যোগ্যতা রাখে; যে তোমাকে তার পরিবারে সম্মানিত করে, পরিবারের বাইরের যেকোনোকিছুর চেয়ে বেশি গুরুত্ব দেবে; যে তোমার সন্তানকে তোমার মতোই দায়িত্বশীলতায় শ্রমে-আন্তরিকতায় বড়ো করবে। এককথায়, তাকেই বিয়ে করো, যে তোমার সন্তানদের আদর্শ পুরুষ হবে। স্বামী তো সে-ই, যার দিকে তাকালে স্ত্রীর প্রত্যেকবার মনে হয় 'আমাদের সন্তান এই মানুষটির কাছে কী যে সুখী, কী যে নিশ্চিত!' স্বামী তো সে-ই, যার দিকে তাকালে স্ত্রী প্রত্যেকবার প্রেমে পড়ে যায়।"

👀👀
26/02/2025

👀👀

"জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা।"এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প...
25/02/2025

"জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা।"
এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো—এই লড়াই আমাদের আরও শক্তিশালী করে।

মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা রয়েছে, তা জয় করার জন্য প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হয়। জীবনের পথে হাজারো বাধা আসবেই, কিন্তু সেগুলোর মোকাবিলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবিচল মনোভাব।

যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায়, যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে, তারাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আর এই মানসিক শক্তি ও ইতিবাচকতার ফলেই আসে সত্যিকারের সফলতা।

তাই, যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন, যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠছে—তখন নিজেকে স্মরণ করিয়ে দিন, "আমি পারব। আমার ভেতরের শক্তি অদম্য।"

সফলতা কেবল তাদেরই ধরা দেয়, যারা সাহস নিয়ে সবকিছু মোকাবিলা করতে প্রস্তুত। আজ লড়াই করুন, কাল জয়ের গল্প লিখুন।
বাঁচুন বিশ্বাস নিয়ে, এগিয়ে চলুন সাহস নিয়ে।
#জীবন_চক্র

🕊️🕊️🕊️🕊️🕊️
25/02/2025

🕊️🕊️🕊️🕊️🕊️

🦋🦋🦋
25/02/2025

🦋🦋🦋

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rimir Ammu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share