26/02/2025
বিয়ের পরে, তোমরা যখন মা-বাবা হবে, তারপরেই বুঝতে পারবে— স্বামী মানে মূলত প্রচুর টাকাপয়সা বা সিক্স-প্যাক নয়। হ্যাঁ, সুন্দর চেহারা ও সচ্ছল ব্যাঙ্ক-অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ, কিন্তু দিনশেষে স্বামীর কাছে তোমার প্রত্যাশা এসবের চেয়েও গুরুত্বপূর্ণ কিছু।
ভোর ৩-টায় তোমাদের শিশুসন্তানটি কাঁদছে, তোমার চোখ খুলতেই কষ্ট হচ্ছে, অনিদ্রায় আর প্রসব-পরবর্তী শরীর-মনে তুমি কাহিল, ওসময় স্বামীর চেহারা বা তার পকেটের চেয়েও গুরুত্বপূর্ণ হলো তার দায়িত্ববোধ ও স্নেহকাতরতা। তোমার প্রতি তার ভালোবাসা— চুমুতে বা সে'ক্সের চেয়ে— তোমাকে বিশ্রাম দিয়ে সন্তানটিকে কাঁধে নিয়ে ঘুম পাড়াচ্ছে কিনা, তার মাধ্যমেই প্রকাশিত হয় প্রকৃতপক্ষে। "তুমি ঘুমাও। বাবুকে আমি দেখছি ki প্রিয়তমা।"... এই বাক্যের চেয়ে সুন্দরতর "তোমাকে ভালোবাসি"-ও নয়।
আমার কাছে যদি কোনো তরুণী জিজ্ঞেস করতো— "স্বামী বেছে নিতে তার কোন্ বৈশিষ্ট্যটি বিবেচনা করবো?" আমি অবশ্যই জানাতাম— "তাকেই বিয়ে করো, যে তোমার সন্তানের শ্রেষ্ঠতম পিতা হওয়ার যোগ্যতা রাখে; যে তোমাকে তার পরিবারে সম্মানিত করে, পরিবারের বাইরের যেকোনোকিছুর চেয়ে বেশি গুরুত্ব দেবে; যে তোমার সন্তানকে তোমার মতোই দায়িত্বশীলতায় শ্রমে-আন্তরিকতায় বড়ো করবে। এককথায়, তাকেই বিয়ে করো, যে তোমার সন্তানদের আদর্শ পুরুষ হবে। স্বামী তো সে-ই, যার দিকে তাকালে স্ত্রীর প্রত্যেকবার মনে হয় 'আমাদের সন্তান এই মানুষটির কাছে কী যে সুখী, কী যে নিশ্চিত!' স্বামী তো সে-ই, যার দিকে তাকালে স্ত্রী প্রত্যেকবার প্রেমে পড়ে যায়।"