Allahor bandi

Allahor bandi "ان الله مع الصابرين"

30/07/2025

তোমরা কু-ধারণা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখ,
কারণ কু-ধারণা সবচেয়ে বড় মিথ্যা কথা।

(সহীহ বুখারী-৬০৬৪)

💝সুরাঃআল-ফাজর-১৫,১৬💝মানুষতো এমনই যে, তার রব যখন তাকে পরীক্ষা করেন, পরে তাকে সম্মানিত করেন এবং সুখ-সম্পদ দান করেন, তখন সে...
14/07/2025

💝সুরাঃআল-ফাজর-১৫,১৬💝
মানুষতো এমনই যে, তার রব যখন তাকে পরীক্ষা করেন, পরে তাকে সম্মানিত করেন এবং সুখ-সম্পদ দান করেন, তখন সে বলেঃ আমার রব আমাকে সম্মানিত করেছেন।

এবং আবার যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর তার রিয্ক সংকুচিত করেন, তখন সে বলেঃ আমার রব আমাকে হীন করেছেন।

11/07/2025

অতিবৃষ্টি, ঝড়-বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগ — সবই আল্লাহর কুদরত ও পরীক্ষা। রাসূলুল্লাহ ﷺ এর একটি দোয়া।

রাসূল (সা.) অতিবৃষ্টি হলে এ দোআ পড়তেন:

اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا
"আল্লাহুম্মা হাওআলাইনা ওয়ালা আলাইনা"
অর্থ: হে আল্লাহ! আমাদের চারপাশে বৃষ্টি বর্ষণ করুন, আমাদের উপর নয়।

10/07/2025

জিহ্বা দ্বারা অনেক পাপ হয়, তাই কথা বলার আগে ভাবা উচিত। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, আমিন।

মানুষের ভাগ্য সম্পর্কে পবিত্র কোরআনে যা বলা হয়েছেভাগ্যে বিশ্বাস করা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। আর ভাগ্যে বিশ্ব...
10/07/2025

মানুষের ভাগ্য সম্পর্কে পবিত্র কোরআনে যা বলা হয়েছে

ভাগ্যে বিশ্বাস করা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। আর ভাগ্যে বিশ্বাস করার অর্থ হলো, এটা বিশ্বাস করা যে জীবনের ভালো ও মন্দ, আনন্দ ও দুঃখ, জীবিকা ও সম্পদ, জীবন ও মৃত্যু ইত্যাদি বিষয় আল্লাহ কর্তৃক নির্ধারিত। ভাগ্য আল্লাহর এক রহস্যময় জগৎ। এই জগৎ সম্পর্কে আল্লাহ কাউকে অবগত করেননি।

তাফসিরবিদরা বলেন, ভাগ্য সেসব বিষয়ের একটি যেগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন, অদৃশ্য সম্পর্কে তোমাদেরকে আল্লাহ অবহিত করার নয়; তবে আল্লাহ তাঁর রাসুলদের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন।
(সুরা : আলে ইমরান, আয়াত : ১৭৯)

কোরআনের বর্ণনায় ভাগ্য:

ভাগ্য সম্পর্কে মানুষ ততটুকু জানে, যতটুকু আল্লাহ কোরআন ও তাঁর নবীর মাধ্যমে জানিয়েছেন। নিম্নে ভাগ্য বিষয়ে কোরআনের বর্ণনা তুলে ধরা হলো—

১. আল্লাহ কর্তৃক নির্ধারিত : মানুষের ভাগ্যের ভালো ও মন্দ আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ বলেন, আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে, আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন, চোখের পলকের মতো।
(সুরা : কামার, আয়াত : ৪৯-৫০)

২. ভাগ্য অনিবার্য : আল্লাহ মানুষের জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে। ইরশাদ হয়েছে, আল্লাহ তাঁর ইচ্ছা পূরণ করবেনই; আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা।
(সুরা : তালাক, আয়াত : ৩)

৩. ভাগ্য পূর্বনির্ধারিত : মানুষের ভাগ্যে যা ঘটে তা পূর্ব থেকেই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। ইরশাদ হয়েছে, পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের ওপর যে বিপর্যয় আসে আমি তা সংঘটিত করার আগেই তা লিপিবদ্ধ থাকে। আল্লাহর পক্ষে এটা খুবই সহজ।
(সুরা : হাদিদ, আয়াত : ২২)

৪. ভাগ্য জীবনে সংযম আনে : ভাগ্য মানুষের জীবনকে সংযত করে। আল্লাহ বলেন, এটা (ভাগ্য নির্ধারণ) এ জন্য যে, তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য হর্ষোত্ফুল্ল না হও। আল্লাহ পছন্দ করেন না উদ্ধত ও অহংকারীদের। (সুরা : হাদিদ, আয়াত : ২৩)

৫. ভাগ্য অনুসারেই সব হয় : আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ীই সব কিছু সংঘটিত হয়। আর আল্লাহ তা পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলেন, জলে ও স্থলে যা কিছু আছে তা তিনিই অবগত, তাঁর অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে (ভূগর্ভের অন্ধকার স্তরে) এমন কোনো শস্যকণাও অংকুরিত হয় না অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নাই।
(সুরা : আনআম, আয়াত : ৫৯)

মুমিনের ভাগ্যে বিশ্বাস যেমন হবে:

আবু আবদুল্লাহ ইবনে দায়লামি (রহ.) বলেন, আমি উবাই বিন কাব (রা.)-এর কাছে এসে তাকে বললাম, তাকদির সম্পর্কে আমার মনে একটা দ্বিধার উদ্রেক হয়েছে। তাই আপনি আমাকে এমন কিছু বলুন যাতে মহান আল্লাহ আমার মনের দ্বিধা-দ্বন্দ্ব দূর করবেন।

তিনি বললেন, মহান আল্লাহ তার আসমান ও পৃথিবীবাসী সবাইকে শাস্তি দিতে পারেন। তার পরও তিনি তাদের প্রতি অন্যায়কারী হবেন না। পক্ষান্তরে তিনি যদি তাদের সবাইকে দয়া করেন তাহলে তার এই দয়া তাদের জন্য তাদের নেক আমল হতে উত্তম হবে। সুতরাং যদি তুমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও আল্লাহর পথে দান করো আর তাকদিরে বিশ্বাস না রাখো, তবে তা গ্রহণ করা হবে না যতক্ষণ না তুমি পুনরায় তাকদিরে বিশ্বাস করবে এবং উপলব্ধি করবে যে, যা তোমার ঘটেছে তা ভুলেও তোমাকে এড়িয়ে যাওয়ার ছিল না। আর যা এড়িয়ে গেছে তা কখনো ভুলেও তোমার বেলায় ঘটার ছিল না। আর এ বিশ্বাস ছাড়া তুমি মারা গেলে জাহান্নামে যাবে।
(সুনানে আবি দাউদ, হাদিস : ৪৬৯৯)

মুমিন ভাগ্যে সন্তুষ্ট থাকে:

ভাগ্যের ভালো ও মন্দের ব্যাপারে মুমিন সন্তুষ্ট থাকে। কখনো তাকে অপছন্দের কোনো বিষয় স্পর্শ করলেও সে তা নিয়ে প্রশ্ন উত্থাপন করে না। কেননা আল্লাহর নির্দেশ হলো, ‘তিনি (আল্লাহ) যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা হবে।’
(সুরা : আম্বিয়া, আয়াত : ২৩)

রাসূলুল্লাহ (সা.) বলেন— জান্নাতের সব নিয়ামত, সুখ-সুবিধা, শান্তি-সমৃদ্ধির মধ্যেও এমন একটি পুরস্কার রয়েছে যা সব কিছুর চেয়ে...
10/07/2025

রাসূলুল্লাহ (সা.) বলেন— জান্নাতের সব নিয়ামত, সুখ-সুবিধা, শান্তি-সমৃদ্ধির মধ্যেও এমন একটি পুরস্কার রয়েছে যা সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ ও অধিক প্রিয়। আর সেটা হলো আল্লাহর দর্শন।
আল্লাহ নিজেকে যেদিন জান্নাতীদের সামনে প্রকাশ করবেন, সেদিনের আনন্দ, প্রশান্তি আর ভালোলাগা—জান্নাতের আর কোনো নিয়ামতের সাথে তুলনাই চলে না।
আল্লাহর সাক্ষাৎ পাওয়া একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা এবং চূড়ান্ত পুরস্কার।

তেরো দিন আগে শাইখ স্বপ্নে রাসূলুল্লাহ ﷺ'কে দেখতে পান। রাসূলুল্লাহ ﷺ তাকে বলেন: "তুমি আমাদের সঙ্গে  রমাদ্বানের প্রথম দিন ...
10/07/2025

তেরো দিন আগে শাইখ স্বপ্নে রাসূলুল্লাহ ﷺ'কে দেখতে পান। রাসূলুল্লাহ ﷺ তাকে বলেন: "তুমি আমাদের সঙ্গে রমাদ্বানের প্রথম দিন ইফতার করবে।"

শাইখ সৈয়দ আহমাদ আল-আওয়াদ আল-কাইয়াল رَحِمَهُ ٱللَّٰهُ রমাদ্বানের প্রথম দিন মদিনা মুনাওয়ারায় ইন্তেকাল করেন এবং জান্নাতুল বাকিতে চিরনিদ্রায় শায়িত হন।

তার পবিত্র আত্মার মাগফিরাতের জন্য আল-ফাতিহা।

সংগৃহীত

হে আমার রব নিশ্চয় আমি আমার নফসের প্রতি যুলম করেছি।সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন আল কাসাস || ১৬
09/07/2025

হে আমার রব
নিশ্চয় আমি আমার নফসের প্রতি যুলম করেছি।
সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন
আল কাসাস || ১৬

09/07/2025
জারীর ইবনে আব্দুল্লাহ (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বিদায় হজ্জ্বে আমাকে বললে...
09/07/2025

জারীর ইবনে আব্দুল্লাহ (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বিদায় হজ্জ্বে আমাকে বললেন, ‘‘সমবেত জনগণকে চুপ করতে বলো।" তারপর বললেন, ‘‘আমার পর তোমরা কা*ফের হয়ে ফিরো না যে, একে অন্যের গ*র্দান ক*র্তনে প্রবৃত্ত হবে।’’
(অর্থাৎ নিজেদের মধ্যে খু*নাখু*নি ও হা*নাহা*নিতে জড়িয়ে পড়ো না)

[রিয়াদুস সলেহিন, হাদিস নং: ৭০৩]

Address

Mirpur 2
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Allahor bandi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share