লাকসাম সাইবার জেলা বাস্তবায়ন পরিষদ

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • লাকসাম সাইবার জেলা বাস্তবায়ন পরিষদ

লাকসাম সাইবার জেলা বাস্তবায়ন পরিষদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from লাকসাম সাইবার জেলা বাস্তবায়ন পরিষদ, Social Media Agency, Cumilla.

বৃহত্তর লাকসামের ইতিহাস-ঐতিহ্য ঘুষ দুর্নীতি বঞ্চিত মানুষের পক্ষে কথা বলা।
বাংলাদেশের ঐতিহ্যবাহী লাকসাম জংশন ও নবাব ফয়জুন্নেসার লাকসাম এর ইতিহাস তুলে ধরা।কিন্তু আমাদের প্রধান লক্ষ্য লাকসাম জেলা হিসেবে যে দাবি এত বছরের সেটা বাস্তবায়ন করতে কাজ করে যাওয়া

18/04/2025

গতকাল রাত আনুমানিক ২:৫০ মিনিটে কুমিল্লা লাকসাম উত্তর বাজার ইক্বরা মহিলা মাদ্রাসার ৫ তালার ভবন থেকে নিজাম উদ্দীন প্রবাসীর কন্যা সামিয়া আক্তার বয়স (১২) লাফ দিয়ে নিচে বৈদ্যুতিক তারের সাথে লেগে নিচে পড়ে যায়। মারাত্মক যখম হয়, পরে তাৎক্ষণিক আমেনা মেডিকেল নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পপুলার হাসপাতালে রেফার্ড করে উন্নত চিকিৎসার জন্য। পরবর্তী চিকিৎসা চলাকালীন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সার্কেল অফিসার ও লাকসাম থানার চৌকস অফিসার আব্দল্লাহ আল মাসুদ, হারুণ মন্ডল, এবং আলমগীর অনিক স্যার জানান এটি একটি অস্বাভাবিক মৃত্যু, এই মৃত্যুর বিষয়ে আমরা ধানমন্ডি থানা থেকে অবগত হই এবং অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জামাল উদ্দিন মৃত্যুর পর অবগত করেন। আমরা লাশ ময়না তদন্তের জন্য ধানমন্ডি থানায় বলি। পরবর্তীতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো, এবং বিষয়টি তদন্ত সাফক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা গ্রহণ করবো।এছাড়াও এই মাদ্রাসায় বেশ কিছু দিন আগে গরম রান্নার বড় পাতিলে পড়ে এক শিশু ঝলসে যায় মৃত্যু বরণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

31/03/2025

শিশুদের রাস্তা পারাপারে অভিভাবকদের সতর্ক থাকা প্রয়োজন,
ফেসবুক থেকে সংগ্রহ সিসি টিভি ফুটেজ, আল্লাহ এই শিশুটিকে সুস্থতার শহিত হেফাজত করুক।

(সাইবার পৃথিবী ইন্টারনেট হাতিয়ারতারুণ্যর জোয়ারে ভেসে যাবে  অন্যায় রুখবো দুর্নীতি গড়বো দেশ প্রকাশ হবে বেশ বেশহয়ে যাই ...
26/03/2025

(সাইবার পৃথিবী ইন্টারনেট হাতিয়ার
তারুণ্যর জোয়ারে ভেসে যাবে অন্যায়
রুখবো দুর্নীতি গড়বো দেশ
প্রকাশ হবে বেশ বেশ
হয়ে যাই সাবধান দেশ গড়তে রাখি অবদান
তারুণ্যই শক্তি তারুণ্যই বল
দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণরা সব একছায়াতল)
©©©©©©©©©©©©©©©©

লাকসাম সাইবার জেলা বাস্তবায়ন পরিষদ আমাদের এই দীর্ঘদিনের দাবি আদায় করতে প্রতিজ্ঞাবদ্ধ।

দেশ কে কয়েকটি প্রদেশ হিসেবে ভাগ করার চিন্তাভাবনা করছে সরকার।
অনেক সরকার আসছে গেছে,
আমাদের লাকসাম জেলা হওয়ার যুক্তিক দাবি কেউ রাখেনি,
বি এন পি সরকারের আমলে অই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্টেডিয়ামে এক জনসভার কথা ছিল,
ওই সময় লাকসাম কে জেলা করার একটা জোর দাবিও প্রচেষ্টা ছিল,
রাজনৈতিক প্রতিহিংসার কারণে জনসভা পন্ড হয় এবং আমাদের লাকসাম জেলা হওয়ার সুবর্ণ সুযোগ ও বৃহত্তর লাকসামের গণমানুষের প্রাণের দাবী হাতছাড়া হয়ে যায়,
এখনই এই দাবী অনলাইন এ শেয়ার করে ছড়িয়ে দিন,উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত, শিক্ষা ক্ষেত্রে যার অবদান ইতিহাস এ আছে নবাব ফয়জুন্নেসার শহর লাকসাম কে জেলা চাই।

আলোর শহর লাকসাম, প্রাণের শহর লাকসাম,
বৃহত্তর লাকসাম কে জেলা চাই

আমরা আবারো ফিরে এসেছি নতুনভাবে, নতুন আঙ্গিকে নিয়মিত লাকসামের খবরাখবর পেতে
আমাদের পাশে থাকবেন সাপোর্ট ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।

20/09/2024

◆১. ১৮ সেপ্টেম্বর বন্যায় ত্রাণ অভিযান শেষ হওয়ায়, আমাদের ইউনিট আবারও লাকসাম, মনোহরগঞ্জ এবং নাঙ্গোলকোট উপজেলায় বেসামরিক প্রশাসন, পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করবে।

◆২. আমাদের জড়িত থাকা প্রয়োজন এমন কোনও বড় ঘটনা রিপোর্ট করার জন্য, আপনাকে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে: 01769332133

◆৩. আপনাকে প্রথমে পুলিশের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং শুধুমাত্র প্রয়োজন হলেই আমাদের সাথে যোগাযোগ করুন। জমি সংক্রান্ত বিরোধ, এ সংক্রান্ত যে কোনও সমস্যা, ভুক্তভোগীদের এসিল‍্যান্ড (ভূমি) বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

◆ লোকেদের কাছে নম্বরটি ছড়িয়ে দিন যাতে তারা সেই অনুযায়ী রিপোর্ট করতে পারে।

শুভেচ্ছান্তে-
ক্যাপ্টেন মাহদী

08/08/2024

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when লাকসাম সাইবার জেলা বাস্তবায়ন পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share