18/04/2025
গতকাল রাত আনুমানিক ২:৫০ মিনিটে কুমিল্লা লাকসাম উত্তর বাজার ইক্বরা মহিলা মাদ্রাসার ৫ তালার ভবন থেকে নিজাম উদ্দীন প্রবাসীর কন্যা সামিয়া আক্তার বয়স (১২) লাফ দিয়ে নিচে বৈদ্যুতিক তারের সাথে লেগে নিচে পড়ে যায়। মারাত্মক যখম হয়, পরে তাৎক্ষণিক আমেনা মেডিকেল নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পপুলার হাসপাতালে রেফার্ড করে উন্নত চিকিৎসার জন্য। পরবর্তী চিকিৎসা চলাকালীন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সার্কেল অফিসার ও লাকসাম থানার চৌকস অফিসার আব্দল্লাহ আল মাসুদ, হারুণ মন্ডল, এবং আলমগীর অনিক স্যার জানান এটি একটি অস্বাভাবিক মৃত্যু, এই মৃত্যুর বিষয়ে আমরা ধানমন্ডি থানা থেকে অবগত হই এবং অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জামাল উদ্দিন মৃত্যুর পর অবগত করেন। আমরা লাশ ময়না তদন্তের জন্য ধানমন্ডি থানায় বলি। পরবর্তীতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো, এবং বিষয়টি তদন্ত সাফক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা গ্রহণ করবো।এছাড়াও এই মাদ্রাসায় বেশ কিছু দিন আগে গরম রান্নার বড় পাতিলে পড়ে এক শিশু ঝলসে যায় মৃত্যু বরণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।