
20/04/2025
আমাদের জীবনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর। আমাদের বলতে কোন শব্দ নেই। আল্লাহ আমাদের দিয়েছেন শুধু এই দুনিয়ায় যতো দিন থাকবো ততো দিন ব্যবহারের জন্য। আর আমরা এই সবকে নিজের মনে করে হানাহানি, রক্তারক্তি, হিংসা, হিংস্রতা, অহংকার ছড়াই । আমাদের মতো নিরক্ষর জাতি আর কে হতে পারে ! আমরা ভুলেই গেছি আমাদের থেকেও অনেক স্মার্ট জাতিকে আল্লাহ তায়ালা ধ্বংস করে দিয়েছেন তাদের সীমাবদ্ধতা না বুঝার কারনে । বুঝতে হবে & বুঝার চেষ্টা করতে হবে আমাদের। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️