অনলাইন খেদমত সেন্টার

অনলাইন খেদমত সেন্টার Dear Brother & Sister
এই পেজে লাইক দিয়ে একটিভ থাকুন.. We love man & My beloved Every humanity.

আস-সালামুয়ালাইকুম
"অনলাইন খেদমত সেন্টার" পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
দ্বীন প্রচার ও ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারনা দিতে আমি আপনাদের মাঝে ইসলামিক গুরুত্বপূর্ন সকল বিষয় তুলে ধরব।
এর পাশাপাশি ,
🔰-ওয়াজ ,
🔰-মাহফিল ,
🔰- কুরআন তেলাওয়াত ,
🔰- সুরা ,
🔰- কেরাত ,
🔰-ইসলামিক গান ,
🔰-গজল ,
🔰-হামদ
🔰-নাথ
🔰- সহ নানার ধরনের ইসলামিক সচেতনতামূলক পোষ্ট করব।

দ্বীন ইসলাম সম্পর্কে ভালোভাবে জানতে " অনলাইন খেদমত সেন্টার " পেজ টি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।
ধন্যবাদ।

আডলফ হিটলার-এর কোনও আনুষ্ঠানিক কবর নেই।ঐতিহাসিকভাবে জানা যায়:৩০ এপ্রিল ১৯৪৫ সালে, বার্লিনে নিজের বাঙ্কারে হিটলার আত্মহত...
18/09/2025

আডলফ হিটলার-এর কোনও আনুষ্ঠানিক কবর নেই।

ঐতিহাসিকভাবে জানা যায়:

৩০ এপ্রিল ১৯৪৫ সালে, বার্লিনে নিজের বাঙ্কারে হিটলার আত্মহত্যা করেন।

তারপরে তার দেহকে তার স্ত্রী ইভা ব্রাউন-এর দেহের সঙ্গে দ্রুত দাহ (পোড়ানো) করা হয়।

সোভিয়েত সেনারা সেই অবশিষ্টাংশ উদ্ধার করে বহুবার গোপনে এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে নিয়ে যায়।

পরবর্তীতে সোভিয়েত কেজিবি হিটলারের দেহাবশেষের বেশিরভাগ অংশ ধ্বংস করে ফেলে এবং ছাই নদীতে ফেলে দেয়।

👉 বর্তমানে রাশিয়ার রাষ্ট্রীয় আর্কাইভে হিটলারের খুলি ও দাঁতের কিছু টুকরো সংরক্ষিত আছে, কিন্তু পৃথিবীতে কোনও সমাধিস্থল বা কবর নেই।

17/09/2025

লাকসাম মনোহরগঞ্জের ভিতরে কোনো মাদ্রাসায় জিম্মাদার শিক্ষক লাগলে যোগাযোগ করুন 01626949293

17/09/2025

একজন হাফেজ সাহেবের জন্য খেদমত প্রয়োজন
যোগ্যতা হাফেজ +মাওলানা। যোগাযোগ 01806597546

11/09/2025

একটি ফ্ল্যাট বিক্রয় করা হবে
তাহফিজ টাওয়ার গিরিধারা আবাসিক এলাকা,
কদমতলী থানা ঢাকা ।
লিফটের ৫,সাইজ, ১৩০৬ স্কয়ার ফিট, ভবনের সাইজ ২২ কাটাতে একটি বিল্ডিং তিন টি লিফট তিন টি সিঁড়ি ।
যোগাযোগ 01733045721
মুল্য আলোচনা সাপেক্ষ
কাগজ পত্র সব আপডেট।
কোন ঝামেলা নাই ।

31/08/2025

একজন নূরানী শিক্ষক এর জন্য খেদমত প্রয়োজন মোবাইল নং 01819839097 WhatsApp
শিক্ষাগত যোগ্যতাঃ দাওরা হাদিস ৷
নূরানী আরবি এবং ইংরেজি বাংলা প্রশিক্ষণ প্রাপ্ত ।
অভিজ্ঞতাঃ 12 বৎসর ৷
হাতের লিখা সব বিষয়ে সুন্দর আছে আলহামদুলিল্লাহ ৷
কোরআন তেলাওয়াত সহিহ আছে আলহামদুলিল্লাহ।
বিঃ দ্রঃ ফেনী,নোয়াখালী, কুমিল্লা,মধ্যে হলে ভাল হয় ৷যদি কোন মাদ্রাসায় নুরানী শিক্ষক প্রয়োজন হয় তাহলে সরাসরি কল দিয়ে যোগাযোগ করুন।
কেউ বাজে মন্তব্য করবেন না ।
যদি কোন মাদ্রাসায় প্রয়োজন হয় নাম্বারে কল দিন।

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশ...
19/08/2025

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।
এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশে এখন ডিজিটাল ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে।
দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার✌️, নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনীয় সেবা নিন।

★ নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application

★ জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction

★ জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search

★ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status

★ জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print

★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint৥

#জন্ম #জন্মনিবন্দন
#মতলব

19/08/2025

একজন হাফেজা মেয়ের জন্য মহিলা মাদ্রাসায় হিফজ বিভাগে খেদমত প্রয়োজন।
যোগাযোগঃ 01308651981
হাফেজা ফাতেমা জান্নাত
বাসা চৌহালী, সিরাজগঞ্জ
ঢাকার মধ্যে হতে হবে বেতন 10K যারা দিতে পারবেন তারা ই একমাত্র যোগাযোগ করবেন

15/08/2025

বউয়ের জ্বা'লায় ভণ্ডামি টাও করতে পারলো না রে!🤣
এইভাবে প্রকাশ্যে জামাইয়ের লুঙ্গি খোলা ঠিক হয় নাই 😆

পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আকাশে উড়েছিলেন একজন মুসলিম বিজ্ঞানী !আজ থেকে প্রায় ১২০০ বছর পূর্বে, স্পেনে জন্ম নিয়েছিলেন এ...
15/08/2025

পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আকাশে উড়েছিলেন একজন মুসলিম বিজ্ঞানী !

আজ থেকে প্রায় ১২০০ বছর পূর্বে, স্পেনে জন্ম নিয়েছিলেন এক অসাধারণ চিন্তাবিদ ও বিজ্ঞানী – আব্বাস ইবনে ফিরনাস!

তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন, যা সে যুগে কেউ কল্পনাও করতে পারত না—যদি পাখিরা আকাশে উড়তে পারে, তবে মানুষ কেন পারবে না?"

এই প্রশ্নই তাকে উদ্ভাবনের পথে নিয়ে যায়। তার এই অভিনব পরিকল্পনার কথা যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখন অনেকেই তাকে উপহাস ও বিদ্রূপ করে। কিন্তু তারপরেও অসংখ্য জনতা কর্ডোভা শহরের টাওয়ারে আসে দেখার জন্যে !

অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো! আব্বাস ইবনে ফিরনাস নিজের বানানো গ্লাইডার নিয়ে ঝাঁপ দিলেন…

লোকজন অবাক হয়ে দেখলো – তিনি সত্যিই পাখির মতো উড়ছেন!

তিনি প্রায় ১০ মিনিট ধরে গ্লাইডারের মাধ্যমে আকাশে ভেসে বেড়ান, যা ছিল মানুষের আকাশে ওড়ার ইতিহাসে প্রথম সাফল্য।

তবে তার এই আবিষ্কার একদম নিখুঁত ছিল না। অবতরণের সময় তিনি বুঝতে পারেন, তার পরিকল্পনায় ল্যান্ডিংয়ের জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা ছিল না, যার ফলে তিনি আহত হন।

পরবর্তীতে বিজ্ঞানীরা এই ভুল থেকে শিক্ষা নিয়ে আধুনিক গ্লাইডার ও বিমানের ধারণা উন্নত করেন। আর তাই আজকের আধুনিক এভিয়েশন প্রযুক্তির পেছনে তার এই দুঃসাহসিক প্রচেষ্টার অবদান অসীম।

15/08/2025

একজন মহিলার জন্য চাকরি প্রয়োজন।
যোগাযোগ রেহানা আক্তার
+8801343090548
বাসা বরিশাল
ঢাকা তে থাকতে চান ।
উনি খুব কষ্টে আছেন
উনার স্বামী সন্তান আপন বলতে কেউ ই নেই
যদি কেউ উনাকে একটি চাকরি দিয়ে সাহায্য করতে পারেন উনার অনেক বড় উপকার হবে।

14/08/2025

একজন মহিলা এর জন্য খাদেমা/ মহিলা বাবুর্চি হিসেবে খেদমত-চাকুরী প্রয়োজন।
যোগাযোগ 01850850477
মোসাম্মাৎ রিনা খাতুন।
উনি অনেক কষ্টে আছেন যদি কেউ একটা চাকরি দিয়ে সাহায্য করতে পারেন মহিলার অনেক উপকার হবে।

01/08/2025

একজন অসহায় স্বামী পরিত্যক্তা মহিলার জন্য কোন বাসা বাড়িতে অথবা কোন প্রতিষ্ঠানে খাদেমা পোস্টে‌ চাকরী‌ প্রয়োজন।
যোগাযোগ,রিনা খাতুন,01850850477
ঢাকা /নারায়ণগঞ্জের মধ্যে হতে হবে।
অন্য জেলা থেকে কল দিয়ে মূল্যবান সময় ও অর্থ নষ্ট করবেন না।
কেউ ফান করবেন না অযথা বিরক্ত করবেন না উনি অনেক অসহায় একজন মহিলা ।

Address

পদুয়ার বাজার বিশ্বরোড আশ্রাপপুর কুমিল্লা
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when অনলাইন খেদমত সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share