18/09/2025
আডলফ হিটলার-এর কোনও আনুষ্ঠানিক কবর নেই।
ঐতিহাসিকভাবে জানা যায়:
৩০ এপ্রিল ১৯৪৫ সালে, বার্লিনে নিজের বাঙ্কারে হিটলার আত্মহত্যা করেন।
তারপরে তার দেহকে তার স্ত্রী ইভা ব্রাউন-এর দেহের সঙ্গে দ্রুত দাহ (পোড়ানো) করা হয়।
সোভিয়েত সেনারা সেই অবশিষ্টাংশ উদ্ধার করে বহুবার গোপনে এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে নিয়ে যায়।
পরবর্তীতে সোভিয়েত কেজিবি হিটলারের দেহাবশেষের বেশিরভাগ অংশ ধ্বংস করে ফেলে এবং ছাই নদীতে ফেলে দেয়।
👉 বর্তমানে রাশিয়ার রাষ্ট্রীয় আর্কাইভে হিটলারের খুলি ও দাঁতের কিছু টুকরো সংরক্ষিত আছে, কিন্তু পৃথিবীতে কোনও সমাধিস্থল বা কবর নেই।