13/07/2025
ভাগ্যক্রমে যা পাই, দুর্ভাগ্যের তীব্রতায় তা হামেশা হারিয়ে ফেলি! পেয়ে আবার হারিয়ে ফেলার ব্যাপার টা কি নিদারুণ অসহায়ত্বের সংকেত। হারাতে হারাতে এত হারিয়েছি, এখন কিছু চাইতে গিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে যাই। অতীত মনে করিয়ে দেয়, আমার পাওয়ার সংখ্যা থেকে হারানোর সংখ্যাটাই বেশি। ইদানীং নিজের জন্য কেমন করুণা হয়; ভাবি আমার জন্য হয়তো কিছু না চাওয়াটাই হবে চমৎকার সিদ্ধান্ত। অন্তত কোনো অপেক্ষা থাকবেনা; না পাওয়ার, না হারানোর 🖤