Zohan er Ammu

Zohan er Ammu This page contains everything I do all day with my son Johan.

01/06/2025

শুভ সকাল 🥰🥰

শুধু লিচুর বিচি নয়, খালি পেটে লিচু খেয়েও শিশু মারা যেতে পারে। ১৯৯৪ থেকে ২০১৪ সালের মধ্যে লিচু খেয়ে রহস্যজনকভাবে অসুস্থ হ...
31/05/2025

শুধু লিচুর বিচি নয়, খালি পেটে লিচু খেয়েও শিশু মারা যেতে পারে। ১৯৯৪ থেকে ২০১৪ সালের মধ্যে লিচু খেয়ে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে মারা যায় কমপক্ষে এক হাজার শিশু। দিনাজপুরে ২০১২ সালে ১৩ শিশুর মৃত্যু হয়েছিল সাতসকালে বাগানে গিয়ে লিচু খাওয়ার পর। ২০১৫ সালে একই কারণে ওই জেলাতেই ১১ শিশুর মৃত্যু ঘটে। বছর কয়েক আগে ঢাকার কাছে ধামরাইয়ে একই ঘটনা ঘটে।
খালি পেটে লিচু খাওয়া কিছু ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে, বিশেষ করে অতিরিক্ত পরিমাণে খাওয়া হলে। নিচে কিছু সম্ভাব্য ক্ষতির বিষয় তুলে ধরা হলো:

1. হাইপোগ্লাইসেমিয়া (রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া):
লিচুতে প্রাকৃতিকভাবে কিছু রাসায়নিক থাকে (যেমন হাইপোগ্লাইসিন A এবং MCPG), যা খালি পেটে খাওয়া হলে রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ কমিয়ে দিতে পারে। এতে মাথা ঘোরা, দুর্বলতা, এমনকি অজ্ঞান হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।

2. পেটের সমস্যা:
খালি পেটে অতিরিক্ত লিচু খেলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে।

3. শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ:
ভারতে এবং বাংলাদেশের কিছু এলাকায় শিশুরা খালি পেটে অনেক লিচু খাওয়ার কারণে "লিচু টক্সিসিটি" বা "লিচু বিষক্রিয়া" আক্রান্ত হয়েছে, যার ফলে কিছু মৃত্যুর ঘটনাও ঘটেছে।
সতর্কতা:
খালি পেটে লিচু না খাওয়াই ভালো।

পরিমাণমতো খেতে হবে, বিশেষ করে শিশুদের।

ভালোভাবে ধুয়ে খাওয়া উচিত।


সংগৃহীত

29/05/2025

আমরা অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না।

বড় হয়েছি এখন আর এসব ইচ্ছে মানায় না, লোকে কি ভাববে,সমাজের চোখে ছোট হবো, এগুলো এখন বাচ্চামি আমাদের সাজে না। এইসব কিছু ভেবে আমরা প্রতিনিয়ত নিজের ইচ্ছে শখ স্বপ্ন নিজের হাতে মে 'রে ফেলছি।

আপনার যদি ৪৫ বছরেও গিয়ে বৃষ্টিতে ভিজে গোসল করতে মন চায়, কিছু না ভেবে উঠোনে নেমে পড়ুন।

আপনারা স্বামী স্ত্রী একসাথে যদি একান্ত সময় কাটাতে মন চায় দূরে কোথাও চলে যান। ইশ ছেলে মেয়ে বড় হয়েছে কি ভাববে, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।

বুড়ো বয়সে যদি আপনার ভালোবাসার অর্ধাঙ্গিনীর চুলে বেণী করতে মন চায় তাও করেন। নাতি পুতি হয়েছে তো কি হয়েছে আনন্দ নিয়ে জীবন কাটান।

কারন ম্যাচুরিটি দিয়ে কখনো ভালোবাসা হয় না। একটু পা'গলামি থাকতেই হয় তবেই না ভালোবাসা টা সুন্দরময় হয়।

লাল টুকটুকে শাড়ি পড়তে মন চেয়েছে, বয়স বেড়েছে মানুষ বলবে বুড়ি বয়সে শখ কতো। ভাবুক না আপনি শাড়ি পড়ে ফেলুন, দরকার পড়লে হাত ভর্তি চুড়িও পড়ুন। একটা টিপ ও পড়েন। নিজের ইচ্ছাটাকে মা'টি চা'পা দিতে নেয়।

জীবন তো ছোট। লোকে এমনিতেও আপনাকে ভালো চোখে দেখবে না। তাদের কথা ভেবে অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে অসুন্দর করে তুলবেন না। নিজের ভালো থাকার জন্য হলেও একটু পা'গলামি করুন। সুন্দর করে জীবনকে উপভোগ করতে পারবেন।

তাদের ৫০ বছর হলো একসাথে থাকার।🥰

সংগৃহীত

29/05/2025

Good morning
🥰

28/05/2025

শুভ সকাল সবাইকে🌺🌺

22/05/2025

মানুষ যা চায় তা পায় না
যা পায় তা চায় না😅

এটা আসলে ভুল কথা যখন যেটা উত্তম আর দরকার আল্লাহ তখনই তাকে তা দেয়।
আলহামদুলিল্লাহ ❤️❤️

Address

Sadar Dakkhin, Cumilla, Chattogram
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zohan er Ammu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share