ATIQ BRO

ATIQ BRO প্রতিদিন এই পেইজে নতুন নতুন টেক ভিডিও আপলোড করে থাকি, যা থেকে আপনারা প্রতিদিনই কিছু না কিছু শিখতে বা জানতে পারবেন। তাই ATIQ BRO এই পেইজ টি ফলো দিয়ে রাখুন।

09/07/2025

নতুন Fb পেইজ খুলে যেই কাজ গুলা একেবারেই করবেন না




06/07/2025

ফেসবুক প্রোফাইল বা পেজ হ্যা'ক হওয়া থেকে রক্ষা করতে নিচের পরামর্শগুলো মেনে চলা খুব গুরুত্বপূর্ণ:

🔐 ১. দুই ধাপের ভেরি'ফিকেশন (Two-Factor Authentication - 2FA) চালু করুন

এটি হ্যা'কারদের জন্য অতিরিক্ত একটি বাধা সৃষ্টি করে।

চালু করতে:

Settings → Security and login → Two-factor authentication-এ যান।

মোবাইল নাম্বার বা অ্যাপ (যেমন Google Authenticator, Duo Mobile) ব্যবহার করে চালু করুন।

🔑 ২. মজবুত ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন

সহজ পাসওয়ার্ড (যেমন 123456, password) ব্যবহার করবেন না।

পাসওয়ার্ডে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও প্রতীক ব্যবহার করুন। যেমন: T!m3T0Ch@ng3

📧 ৩. ইমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন

ফেসবুকে যে ইমেইল ব্যবহার করেছেন সেটিও দুই ধাপের সুরক্ষা দিয়ে সুরক্ষিত করুন।

কারণ ইমেইলের মাধ্যমে ফেসবুক রিসেট করা যায়।

🕵️‍♂️ ৪. অচেনা লিংকে ক্লিক করবেন না

ফি'শিং লিং'ক (ভু'য়া সাইট) থেকে সাবধান থাকুন, যা দেখতে আসল ফেসবুকের মতো হলেও আসলে হ্যা'কারদের তৈরি।

সন্দে'হজনক মেসেজে পাওয়া লিং'ক বা ফাইল ওপেন করবেন না।

👁️‍🗨️ ৫. লগইন লোকেশন মনিটর করুন

Settings → Security and login → Where you're logged in অংশে গিয়ে আপনার অ্যাকাউন্ট কোথা থেকে অ্যা'ক্সেস করা হচ্ছে তা দেখতে পারবেন।

অপরিচিত ডিভাইস বা লোকেশন দেখলে সাথে সাথে "Log out" করে পাসওয়ার্ড পরিবর্তন করুন।

🛑 ৬. অপ্রয়োজনীয় অ্যাপ ও গে'ম পারমিশন বাতিল করুন

ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অচেনা অ্যাপ বা গে'ম হ্যা'কারদের গে'টওয়ে হতে পারে।

Settings → Apps and Websites-এ গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলো সরিয়ে দিন।

👨‍💼 ৭. পেজ অ্যাডমিন নিয়ন্ত্রণে রাখুন (ফেসবুক পেজের ক্ষেত্রে)

পেজে কাকে অ্যাডমিন দিয়েছেন সেটা নিয়মিত চেক করুন।

কাউকে অ্যাডমিন করলে তার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করুন।

👉খুব গুরুত্বপূর্ণ পোস্ট তাই সচেতন করতে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন প্রয়োজনীয় টিপস পেতে পেজটি ফ'লো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।

ব্যান হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন যেভাবে .আপনি জানেন কি ব্যান হওয়া হোয়াটসঅ্যাপও ফিরে পাওয়া সম্ভব? ভাবছেন কী...
01/07/2025

ব্যান হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন যেভাবে .

আপনি জানেন কি ব্যান হওয়া হোয়াটসঅ্যাপও ফিরে পাওয়া সম্ভব? ভাবছেন কীভাবে? চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়গুলো।

প্রথমে আপনাকে দেখতে হবে কেন আপনার অ্যাকাউন্টটি ব্যান করা হয়েছে। তার জন্য হোয়াটসঅ্যাপ ওপেন করে প্রথমে সেটিংসে যেতে হবে।
সেখান থেকে হেল্প ও টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি নির্বাচন করুন। যদি বিশ্বাস করেন যে নিয়ম ভাঙা হয়নি এবং ভুলবশত আপনার হোয়াটসঅ্যাপ ব্যান হয়েছে, তাহলে কয়েকটি ধাপ অনুসরণ করুন।

১. হোয়াটসঅ্যাপ খুলুন। দেখতে পাবেন অ্যাকাউন্ট ব্যানের নোটিফিকেশন।
২. ‘Request a Review’ অপশনটি ট্যাপ করুন।
৩. আপনার ফোনে যে ওটিপি যাবে, সেটি দিন।
৪. ভেরিফিকেশনের পর রিভিউয়ের রিকোয়েস্ট করুন।
৫. এরপর লিখুন নিজের বক্তব্য।

এছাড়া আপনি নিজের বক্তব্য মেইল মারফতও জানাতে পারেন। আবেদন করতে পারেন ব্যানের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য। অবশ্যই সেখানে নিজের ফোন নম্বর
(দেশের কোড-সহ) এবং অ্যাকাউন্ট ব্যান হওয়ার কারণ লিখবেন। এই আবেদন পাওয়ার পরই বিষয়টি খতিয়ে দেখবে সংস্থা। যদি সেখানে প্রমাণিত হয় যে নিয়ম ভাঙার কারণেই অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে,
তাহলে ফেরত পাওয়ার কোনও আশা নেই। যদি সবকিছু স্বাভাবিক থাকে, তাহলে ফের চালু হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ

27/06/2025

কথা বলুন মাত্র ০.৩৫ পয়সা মিনিটে যেই কোন নাম্বারে।





খালতো ভাই এর সাথে সিলেট ❤️ NILOY BRO
22/06/2025

খালতো ভাই এর সাথে সিলেট ❤️ NILOY BRO

বাংলাদেশে তৈরি এক মাত্র পারমাণবিক বোমা👍 যা শত্রুর উপর নয় নিজেই নিজের উপর এপ্লাই করা হয়! 😁
20/06/2025

বাংলাদেশে তৈরি এক মাত্র পারমাণবিক বোমা👍 যা শত্রুর উপর নয় নিজেই নিজের উপর এপ্লাই করা হয়! 😁

ভিডিও শুট এর সময়❤️❤️
20/06/2025

ভিডিও শুট এর সময়❤️❤️

AIG Hospital Haydrabad, India (17-07-2023)
19/06/2025

AIG Hospital Haydrabad, India (17-07-2023)

17/06/2025

Ai দিয়ে প্রফেশনাল ভাবে ভয়েজ ওভার করে নিন.।






মুসলিম দের সবার জীবনের ১ টা ইচ্ছা।
09/06/2025

মুসলিম দের সবার জীবনের ১ টা ইচ্ছা।

07/06/2025

ঈদের নামাজ পড়ার নিয়ম

ঈদের নামাজ জামাতের সঙ্গে পড়তে হয়। জামাত ছাড়া ঈদের নামাজ হবে না। জুমার নামাজের জন্য যেসব শর্ত প্রয়োজন, ঈদের নামাজ আদায় করার জন্যও একই শর্ত প্রযোজ্য। সুতরাং জামাত ছাড়া ঈদের নামাজ আদায় করা যাবে না। এ নামাজের জন্য কোনো আজান ও ইকামত নেই। তবে জুমার নামাজের মতোই উচ্চ আওয়াজে কোরআন তিলাওয়াতের মাধ্যমে ঈদের নামাজ আদায় করতে হয়। তবে ঈদের নামাজের পার্থক্য হলো অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হবে। প্রথম রাকাতে ‘আল্লাহু আকবার’ বলে হাত বেঁধে অতিরিক্ত তিন তাকবির দিয়ে সুরা ফাতিহা পড়া। দ্বিতীয় রাকাতে সুরা মেলানোর পর অতিরিক্ত তিন তাকবির দিয়ে রুকুতে যাওয়া।

ঈদের নামাজের নিয়ত

এ নামাজ আদায়ের জন্য এভাবে নিয়ত করবেন- ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবিরের সঙ্গে এই ইমামের পেছনে কিবলামুখী হয়ে মহান আল্লাহর জন্য আদায় করছি...আল্লাহু আকবার।

প্রথম রাকাত

ইমামের সঙ্গে তাকবিরে তাহরিমা ‘আল্লাহু আকবার’ বলে উভয় হাত বাঁধা। তাকবিরে তাহরিমার পর ছানা পড়া- ‘সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতাআলা যাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুকা।’

এরপর অতিরিক্ত ৩ তাকবির দেয়া। এক তাকবির থেকে আরেক তাকবিরের মধ্যে তিন তাসবিহ পরিমাণ সময় বিরত থাকা। প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেয়া। তৃতীয় তাকবির দিয়ে উভয় হাত তাকবিরে তাহরিমার মতো বেঁধে নিতে হয়। আউজুবিল্লাহ-বিসমিল্লাহ পড়া। সুরা ফাতেহা পড়া। সুরা মিলানো। এরপর নিয়মিত নামাজের মতো রুকু ও সেজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করা।

দ্বিতীয় রাকাত

দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহ পড়া। সুরা ফাতেহা পড়া। সুরা মিলানো। সুরা মিলানোর পর অতিরিক্ত ৩ তাকবির দেয়া। প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেয়া। তৃতীয় তাকবির দিয়ে উভয় হাত তাকবিরে তাহরিমার মতো বেঁধে নিতে হয়। এরপর রুকুর তাকবির দিয়ে রুকুতে যাওয়া। সেজদা আদায় করা। বৈঠকে বসা, তাশাহহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করা।

নামাজের সালাম ফেরানোর পর তাকবির পড়া-

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ উচ্চারণ: আল্লাহু আকবার আল্লাহু আকবার লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।অর্থ: আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; আল্লাহ মহান, আল্লাহ মহান; সব প্রশংসা মহান আল্লাহ জন্য।

নামাজের পর ইমাম সাহেবের দুইটি খুতবা দেয়া। ঈদের নামাজ পড়ার পর ইমাম খুতবা দেবে আর মুসল্লিরা খুতবা মনোযোগের সঙ্গে শুনবে।

06/06/2025

ঈদ মোবারক ❤️

Address

Noabgonj, Fatehabad, Debidwer
Cumilla
3530

Alerts

Be the first to know and let us send you an email when ATIQ BRO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share