Hazi It

Hazi It "Exploring the world of IT and everyday life—tech tips, daily hacks, digital trends, and more. Follow for a smart mix of innovation and inspiration!"

22/10/2025

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

21/10/2025

মহান শিক্ষকদের (জাতি গড়ার কারিগর) দাবি কেন আটকে থাকবে?

20/10/2025

√সমর্থন নিয়ে কিছু কথা√

৫০+ বছর পেরিয়ে গেলেও আল্লাহর কালাম কুরআনের আইন কেন চলে না? এটা এজন্য যে আমরা এখনো স্বাধীন হতে পারি নি। অদৃশ্য শক্তি এটা হতে দিচ্ছে না।

যদিও আমরা নিজেদের মুসলমান বলি কিন্তু প্রথম যুগের মুসলমানদের সাথে আমাদের অনেক পার্থক্য। আমি নিজের দিকে একটু তাকাই, দেখিতো আমার মধ্যে কতটুকু ইসলাম আছে!

যুবক ভাই জীবনটা যে পরিচালনা করছেন ইসলামী জিন্দেগী তো? কাকে সমর্থক দিচ্ছেন, এরা কি আখেরাতে আপনার কাজে লাগবে? কোন সুপারিশ করতে পারবে?

يَوْمَ نَدْعُوا كُلَّ أُنَاسٍۢ بِإِمَامِهِمْ ۖ
“যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাদের ইমামসহ (নেতাসহ) ডেকে আনব।”
— (সূরা আল-ইসরা, আয়াত ৭১)

এই আয়াতের মানে হলো — কিয়ামতের দিনে আল্লাহ মানুষকে তাদের অনুসৃত নেতা বা পথপ্রদর্শকের সাথে উঠাবেন।
‌‌☞যারা সৎ নেতাদের অনুসরণ করেছে, তারা তাদের সঙ্গে থাকবে;
☞আর যারা পথভ্রষ্টদের অনুসরণ করেছে, তারা তাদের সাথেই ডাকা হবে।

“ইমাম” শব্দের অর্থ:
এখানে “ইমাম” অর্থ হলো “নেতা”, “পথপ্রদর্শক”, বা “যার অনুসরণ মানুষ করে”।
ইমাম হতে পারে:
নবী ও রাসূল (যাদের অনুসরণ করা সঠিক)
ন্যায়পরায়ণ নেতা বা আলেম
অথবা পথভ্রষ্ট নেতা, যার অনুসরণে মানুষ বিভ্রান্ত হয়েছে

কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে তাদের সেই নেতার সাথে উঠাবেন, যাকে তারা দুনিয়ায় অনুসরণ করত।
📍যারা সৎ ও সত্যের পথে থাকা নেতাদের অনুসরণ করেছে, তারা তাদের সঙ্গে জান্নাতের দিকে যাবে।
📍আর যারা মিথ্যা, অন্যায় ও কুফর নেতাদের অনুসরণ করেছে, তারা তাদের সঙ্গে জাহান্নামের দিকে যাবে।

কিয়ামতের দিনে কাকে অনুসরণ করেছি — সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
☞সৎ, আল্লাহভীরু ও সত্যের পথে থাকা নেতাদের অনুসরণই আমাদের রক্ষা করবে।
☞ভুল পথের অনুসরণ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।

➤নিজে বদলাই, দেশকে বদলাই আল্লাহর কালেমাকে বুলন্দ করি।

উজানী উত্তরপাড়া মাহফিল
19/10/2025

উজানী উত্তরপাড়া মাহফিল

13/10/2025
আল্লাহ করিম জামে মসজিদ -মোহাম্মদপুর ঢাকা
19/09/2025

আল্লাহ করিম জামে মসজিদ -মোহাম্মদপুর ঢাকা

নেতা যায় নেতা আসে কিন্তু দেশ আগের জায়গায়ই থাকে। এবার পরিবর্তন চাই। শুভকামনা রইলো প্রিয় ভাইদের জন্য।
19/09/2025

নেতা যায় নেতা আসে কিন্তু দেশ আগের জায়গায়ই থাকে।
এবার পরিবর্তন চাই। শুভকামনা রইলো প্রিয় ভাইদের জন্য।

19/09/2025

মোহাম্মদপুর আল-মানার হসপিটাল

কলম দিয়ে চশমা! আরো কত কি দেখাইবা তোমরা।
09/09/2025

কলম দিয়ে চশমা! আরো কত কি দেখাইবা তোমরা।

নবীর জমানায়ও কি ঈদে মিলাদুন্নবী নাম ছিল?
07/09/2025

নবীর জমানায়ও কি ঈদে মিলাদুন্নবী নাম ছিল?

Address

Oraine
Cumilla
3510

Alerts

Be the first to know and let us send you an email when Hazi It posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share