Life with Nusu

Life with Nusu সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই।

কদবেল এর নাম কদবেল হলো কেন??
20/10/2025

কদবেল এর নাম কদবেল হলো কেন??

13/10/2025

Gd morning

07/10/2025

Gd afternoon everyone.

07/10/2025

অন্যের ভাল চাইলে নিজের ভাল হয়।

07/10/2025

Gd morning. ☘️

06/10/2025

আজকের দিনটা ভীষণ সুন্দর হোক সবার। ❤️❤️

06/10/2025
30/09/2025

শুভ সন্ধ্যা

30/09/2025

💔💔💔💔

30/09/2025

একটি বিশ্বস্ত হাত সবাই পায় না।
বেশির ভাগ ই চরিত্র*হীন।

30/09/2025

শুভ বিকেল।☘️

30/09/2025

আলহামদুলিল্লাহ। এখন থেকে প্রতিদিন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা প্রাইমারি পিসিআই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে হবে। শুধু তা-ই না, সরকারি টাকায় রিং দেওয়া হচ্ছে।

প্রাইমারি পিসিআই হলো হার্ট অ্যাটাকের (Acute STEMI) ১২ ঘন্টার মধ্যে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে ব্লক হয়ে যাওয়া রক্তনালীর ব্লক খুলে দেওয়ার চিকিৎসা। সাধারণত রিং স্থাপনের মাধ্যমে এটি করা হয়।

শুধু হৃদরোগ চিকিৎসায় নয়, সামগ্রিকভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে এটি একটি চোখে পড়ার মতো পরিবর্তন।

অন্য সুপার স্পেশালিটির ব্যাপারে বলতে পারব না, তবে কার্ডিওলজির কথা বলতে পারব। হার্টের প্রায় সকল চিকিৎসা বাংলাদেশে হয়। বেশ মানসম্পন্নই হয়। অন্তত ইন্ডিয়ার সঙ্গে অবশ্যই তুলনীয়।

আমার অনুরোধ থাকবে, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের এই চমৎকার যুগোপযোগী কাজটি আপনারা সবাই প্রচার করবেন। অনেক মানুষজন শুধু না জানার কারণে এই আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হবে। এবং কেউ কেউ মারা যাবে। যারা অসম্পূর্ণ চিকিৎসা পাবে তারা আজীবন ধুঁকবে নানা জটিলতায়। সবাই যেন জানে তাদের জন্য একটি ভরসার জায়গা রয়েছে। হার্ট অ্যাটাকের ১২ ঘন্টার মধ্যে যেন তারা আসতে পারে। ক্ষেত্রবিশেষে প্রাইমারি পিসিআই ২৪ ঘন্টার মধ্যে করা যায়।

সবচেয়ে বড়ো রিলিফ, টাকা পয়সার কোনো চিন্তা করতে হচ্ছে না। সবকিছুই বিনামূল্যে। প্রাইভেটে এই সার্ভিস নিতে ২-৪ লাখ টাকা খুব হরহামেশাই লাগে।
সংগৃহীত।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life with Nusu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category