06/06/2025
ঈদের একটা সন্ধ্যা অনেক অনুভূতির মিশেল। নিচে আমি একটি সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি, যা আপনি গল্প, কবিতা বা স্মৃতিচারণ হিসেবে ব্যবহার করতে পারেন:
---
ঈদের একটা সন্ধ্যা
ঈদের সন্ধ্যাটা যেন এক গভীর প্রশান্তির নাম। সারাদিনের আনন্দ-উচ্ছ্বাস, নতুন জামাকাপড়, মিষ্টির গন্ধ আর আত্মীয়স্বজনের হাসিমুখ — সবকিছু মিলিয়ে একটা পরিপূর্ণতা এসে ধরা দেয় সন্ধ্যার আলো-ছায়ায়। মসজিদের মিনার থেকে ভেসে আসে মাগরিবের আজান, বাতাসে মিশে থাকে আতরের মৃদু ঘ্রাণ। শিশুরা তখনো হাতভর্তি ঈদি নিয়ে খেলে বেড়ায়, আর বড়রা চা হাতে ছাদে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে মৃদু হেসে ওঠেন। সেই মুহূর্তে মনে হয় — জীবনের যত জটিলতা, ক্লান্তি, ব্যস্ততা — সবকিছু থেমে গেছে ঈদের এই পবিত্র সন্ধ্যার জন্