05/05/2025
তোমায় নিয়ে হাঁটতে চাই মেঠো পথ ধরে,
কোনো এক শান্ত নিরিবিলি পরিবেশে,
দূরে কুয়াশা ঢাকা মাঠ, গাছেরা চুপচাপ,
হাতের উষ্ণতায় মিলিয়ে যাক সব চাপ।
হালকা বাতাসে উড়ুক চুলের স্পর্শ,
তোমার চোখে চোখ রেখে বলবো না কিছু,
শুধু হেঁটে যাবো ধীরে ধীরে, পাশে তুমি—
এতটুকুই চাই, আর কোনো দাবি রাখি না প্রিয়।
..........................