15/11/2025
মুজাহিদ কমিটি জন্য ছাত্র আন্দোলনের মাধ্যমে অনেক সাওয়াব কামানোর সুযোগ আছে।
কলেজ, ভার্সিটি, আলিয়ার অধিকাংশ ছাত্ররা দ্বীন ভুলা, তাদের কে দ্বীনে ফিরিয়ে দিতে পারে আমাদের প্রিয় মুজাহিদ ভাইয়েরা। নভেম্বরের ২৬ তারিখ থেকে চরমোনাইয়ের মাহফিল, ঐ মাহফিলে আল্লাহ তায়ালার অশেষ রহমত রয়েছে, ঐ মাহফিলে গেলে আল্লাহ তায়ালা দ্বীন ভুলা মানুষ কে হেদায়েত দেন, এমন লাখ নজির রয়েছে। মুজাহিদ কমিটি ছাত্র আন্দোলনের সাথে সমন্বয় করে পুরো বাংলাদেশের কলেজ, ভার্সিটি, আলিয়ার দ্বীন ভুলা ৫০ হাজার ছাত্র কে চরমোনাই মাহফিলে নিজস্ব খরছে নেওয়ার ক্যাম্পেইন গ্রহন করতে পারে।
এই ক্যাম্পেইনের সকল খরছ দিবে মুজাহিদ কমিটি, আর ছাত্র আন্দোলনের কাজ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সকল ছাত্র কে মাহফিলের দাওয়াত দেওয়া। এমন ভাবে দাওয়াত দিতে হবে যাতে করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে চরমোনাই মাহফিলের রব উঠে। দাওয়াতের ক্ষেত্রে প্রত্যেক ছাত্র কে ব্যক্তি বিশেষ দাওয়াত দিবে, লিফলেট দিবে, প্রয়োজনে সকল শিক্ষা প্রতিষ্ঠানে চরমোনাই মাহফিলের দাওয়াতি ক্যাম্প বসাবে। এবং সকলকে সম্পূর্ন ফ্রি খরছে মাহফিলে নিবে এটাও ভালো মত এলান করবে। এই ক্ষেত্রে ও মুজাহিদ কমিটির ভাইদের থেকে পরামর্শ এবং সহযোগিতা নিবে।
আমাদের রাজনীতি ইবাদতের রাজনীতি এটাই আমাদের দ্বারা হবে, বর্তমান এই আধুনিক রাজনীতি, চমকপ্রদ রাজনীতি কখনো আমাদের দ্বারা হবেনা। আমরা যেত চেষ্টায় করি। এই চমকপ্রদ রাজনীতি, অর্থের ছড়াছড়ির রাজনীতি, আধুনিক রাজনীতি অন্যদের জন্য এসেছে, এই রাজনীতি থাকলে ছাত্র আন্দোলন বিলীন হয়ে যাবে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে। এই জন্য এই রাজনীতির মোকাবিলায় আমাদের কে ইবাদাতের রাজনীতি দাঁড় করাতে হবে। এবং এটিই আমাদের টিকে থাকার একমাত্র পথ। এই জন্য ইবাদতকারী আল্লাহওয়ালা ছাত্র দরকার, চরমোনাই মাহফিলের মাধ্যমে ছাত্ররা ইবাদতে মনযোগী হয় এবং আল্লাহ ওয়ালা হয়। এই জন্য ছাত্রদের কে চরমোনাই মাহফিলে নিতে হবে। ইসলাম কে যুগ উপযোগী না করে যুগকে ইসলাম উপযোগী করতে হবে। ঠিক তেমনি ভাবে ছাত্রদের আধুনিক না বানিয়ে আল্লাহর ওলি বানাতে হবে। তাহলে আমাদের দুনিয়া, রাজনীতি এবং পরকাল উভয় টি হয়ে যাবে।
৫০ হাজার ছাত্রের খরছ পুরো বাংলাদেশের মুজাহিদ কমিটি চাইলে এটি উনাদের জন্য তেমন কষ্টের বিষয় হবেনা। তারপরও উনাদের কষ্ট হলে মুজাহিদ কমিটির মাহফিল দখল করে রাখা বক্তাদের থেকে লাখ খানিক করে চাঁদা উঠাইলে হয়ে যায়। ছাত্রদের কে ফ্রিতে নিলেও অধিকাংশ ছাত্র মুজাহিদ কমিটির ফান্ডে টাকা দান করে দিবে। অনেকে আছে খরছের চাইতেও বেশি দান করে দিবে। এতে দেখা যাবে, সব হিসাব নিকাশের পর মুজাহিদ কমিটির ফান্ড থেকে তেমন টাকা যাই নায়, সামান্য টাকা গিয়েছে। এই জন্য মুজাহিদ কমিটি দ্বীন ভুলা ছাত্রদের কে দ্বীনে ফিরানোর এই ক্যাম্পেন আল্লাহর উপর তাওয়াককুল করে শুরু করতে পারে।
ফলো করুন.👉👉 হাদিয়াতুল ইসলামシ゚