NEROB bangla Tv

NEROB bangla Tv আমাদের নিত্যনতুন নাটক সিনেমা গান কৌতুক ইসলামিক গজল সহ আরো মজার মাজার ভিডিও দেখতে চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো।

17/08/2025

মজিদের ভিতরে কি চলছে,,,আলেম গেছে জালেম হইয়া
সুদ গেছে হালাল লইয়া।

16/08/2025

চল শেষ বারের মত কক্সবাজার থেকে ঘুরে আসি,শুনলাম পাথর খাওয়া শেষ, এখন নাকি বালু খাবে

14/08/2025

বাচ্চারা রেললাইন পাহারা দিচ্ছে, জদি এই পাথর ও চুরি হয়ে যায়।

14/08/2025

কি বলবো, তালের সাথে তাল মিলিয়ে চলে

10/08/2025

পরকীয়া যে হারে বাড়াতেছে,কি বলবো,হয়তো সবাই এই নিউজ টা দেখছেন,হাইরে ওর ২মাসের একটা বাচ্চা, আরেকজনের বয়স মনে হয় ৩বছর ওদের কি হবে।

09/08/2025

পাগলে বলে কি।কাকে বিশ্বাস করবেন,কার কথায় নিজেকে পরিবর্তন করবেন,

06/08/2025

ভাবছে আমি কিছু বুঝিনা।

04/08/2025

কঠিন ছ্যাকা খাইলো রাসেল টাইগার ডন ও ঈশিতা, হাসতে হাসতে লুঙ্গি খুলে যাবে। বাংলা নতুন মুভি করতে চলেছে তারা,কেমন হলো জানাবেন।

02/08/2025

বাংলাদেশ সাংবাদিকের বর্তমান অবস্থা।

01/08/2025

এই হুজুরের বউ নিয়ে একি গজল গাইলো,শুনলে অবাক হয়ে যাবেন।চরম হাসির ভিডিও।

জার্মানি লতা/ জারমনি পাতা / রিফুজি লতাপাতা  বলে  কিছু কথাসোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ। এদেশের আনাচে কানাচে, ঝোপ জঙ্গল...
16/08/2023

জার্মানি লতা/ জারমনি পাতা / রিফুজি লতাপাতা বলে
কিছু কথা

সোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ। এদেশের আনাচে কানাচে, ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তো মানিক। কিন্তু অতিব দুঃখের বিষয় এই যে আমারা আজও সেই মুক্তো মানিক চিনতেই পারিনি। আমরা এগুলোকে পা দিয়ে মাড়িয়ে চলে যাই,তারপরও ভেবে দেখিনি, জেনেও দেখিনি কোন উপকারে আসবে কিনা। রাস্তার ধারে, পুকুরের পাড়ে,বনে বাগানে হাজারো উপকারী গাছপালা, লতাপাতা আছে যা আমাদের প্রাকৃতিক সুরক্ষার দেয় , পাশাপাশি অনেক সুবিধাও দিয়ে থাকে। আজ আপনাদের জানাবো এমনই এক উপকারী গাছের কথা।

■ রিফুজি লতা'র পরিচয়
বাংলা নাম রিফুজি লতা বা আসামি লতা। বৈজ্ঞানিক নাম Mikania micantha । আসামলতা, কইয়া লতা, বুচিলতা, তরুলতা, রিফুজি লতা, শঙ্খুনি লতা, ইত্যাদি নামে এটাকে ডাকা হয়। এই লতা অতি বৃদ্ধিপ্রবল, একবার বেড়ে উঠবার সুযোগ পেলে বিপুলভাবে ছড়িয়ে পড়ে, জড়িয়ে ধরে অন্য গাছের শাখা-প্রশাখা।

রিফুজি লতা বনে-জঙ্গলে, পতিত জমিতে বা পথের পাশে যেখানে ফোটে সে স্বমহিমায় উদ্ভাসিত হতেই থাকে। রিফুজি লতার কোন ধরনের যত্ন না নিলেও চলে,এটি একবার বেয়ে গেলে আর সহজে মরে না।

■ রিফুজি লতা'র ঔষধী গুনাগুন
* প্রসাবে জ্বলাপোড়ায় নিয়মিত পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
* লিভারের যে কোন সমস্যায় এই পাতার রস অনেক উপকার করে।
* চোখ লা ল হয়ে গেলে এই পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
* পাকস্থলীর প্রদাহ হলে আদার সাথে তিনটি পাতা চিবিয়ে খেয়ে নিন।

* এই পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

* শরীরের কাটা ছেঁড়ায় এ লতার পাতা পিষে ক্ষতস্থানে লাগিয়ে তিন থেকে চার ঘন্টা বেধে রাখুন, জোড়া লেগে যাবে।
* বসন্ত বা হাম হয়েছে যাদের, তারা রিফুজি পাতা পিষে রস পানির সাথে মিশিয়ে পু্রো শরীর ধুয়ে ফেলুন।
* র ক্ত দূষিত হলে ৭দিন প্রতি সকালে খালি পেটে আধা-কাপ পাতার রস এক চা চামচ মধুর সাথে মিশিয়ে খাবেন।
* পেটে গ্যাস, এসিডিটি হলেই আধা-কাপ রিফুজি পাতার রস খেয়ে নিন, সেরে যাবে।
* বিষাক্ত পোকা-মাকড় কাঁমড় দিলেই রিফুজি পাতার রস দিয়ে ধুয়ে ফেলুন, সেই সাথে পাতা পিষে লাগিয়ে রাখুন।
* চুলকানী, একজিমা, দাদ হলে এই পাতার রস দিয়ে ধুয়ে রস লাগাতে থাকেন দেখবেন সেরে যাবে।
* এই পাতার রস কাচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং শরীরে দাগ দুর হয়।
* মূখে মেসতা হলে হলুদের সাথে লেবুর রস ও এই পাতার রস মিশিয়ে লাগান সেরে

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when NEROB bangla Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category