স্বপ্নের কুমিল্লা

  • Home
  • স্বপ্নের কুমিল্লা

স্বপ্নের কুমিল্লা স্বাগতম আমাদের স্বপ্নের কুমিল্লা স্বাগতম আমাদের কুমিল্লা সন্তানদের পেইজের পক্ষথেকে আপনাকে ধন্যবাদ।

Md Shafiul Bashar  শুভকামনা ভাই 🌻কুমিল্লার সন্তান শফিউল যাচ্ছেন জাপানে,প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে।গুগলের আয়োজনে জাপান...
16/07/2025

Md Shafiul Bashar শুভকামনা ভাই 🌻
কুমিল্লার সন্তান শফিউল যাচ্ছেন জাপানে,
প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে।

গুগলের আয়োজনে জাপানের টোকিওতে আগামী ২৪-২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’। এতে বিশ্বের বিভিন্ন দেশের লোকাল গাইডদের মধ্যে থেকে বাছাই করা অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের পাঁচ তরুণ গুগল লোকাল গাইড। তাদের একজন কুমিল্লার সন্তান মোঃ শফিউল বাশার। তিনি একজন গুগল লোকাল গাইড এবং গুগলের অফিসিয়াল ফোরাম লোকাল গাইডস কানেক্ট-এর মডারেটর (Connect Moderator)। এ ইভেন্টে অংশগ্রহণের সকল খরচ বহন করবে গুগল।

শফিউল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শুশুন্ডা গ্রামের বাসিন্দা। ২০১৬ সালে তিনি গুগল ম্যাপে লোকাল গাইড হিসেবে যাত্রা শুরু করেন। শুরু থেকেই তার বিশ্বাস ছিল, গুগল ম্যাপে সঠিক ও হালনাগাদ তথ্য যোগ করা দেশি-বিদেশি পর্যটকদের জন্য উপকারী এবং প্রয়োজনীয় একটি কাজ। সে লক্ষ্য নিয়েই তিনি ও তার দল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গুগল লোকাল গাইডস প্রোগ্রামে সক্রিয় হন।

স্থানীয় পর্যায়ে গুগল ম্যাপ সংক্রান্ত বিভিন্ন তথ্য হালনাগাদ, রিভিউ এবং ছবি সংযোজনের পাশাপাশি কুমিল্লার বিভিন্ন স্থানে মিটআপসহ নানা কার্যক্রম আয়োজনের মাধ্যমে, একই বছর তারা "কুমিল্লা লোকাল গাইডস" নামে একটি সাপোর্টেড কমিউনিটি গঠনের অনুমোদন লাভ করে। এর মাধ্যমে বিশ্বের অন্যান্য লোকাল গাইডদের কাছে কুমিল্লার নাম পরিচিতি লাভ করে।

পরবর্তীতে ২০১৭ সালে তিনি দেশের অন্যান্য সাপোর্টেড কমিউনিটিকে একত্রিত করে "লোকাল গাইডস বাংলা" নামে একটি বৃহত্তর কমিউনিটি গঠন করেন, যার মাধ্যমে ঢাকাসহ সারা দেশে লোকাল গাইডদের সংগঠিত করা হয়। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা মানসম্পন্ন ম্যাপিং, প্র্যাকটিকাল গাইডিং এবং মিটআপ আয়োজন করে হাজারো নতুন লোকাল গাইড তৈরিতে অবদান রেখেছেন।

২০২০ সালে লোকাল গাইডস কানেক্ট ফোরামে বিশেষ অবদানের জন্য বাংলাদেশে অবস্থিত হাজারো গাইডদের মধ্য থেকে তিনি একমাত্র কানেক্ট মডারেটর হিসেবে নির্বাচিত হন। উল্লেখ্য, কানেক্ট ফোরাম হলো গুগল লোকাল গাইডস প্রোগ্রামের একমাত্র অফিসিয়াল প্ল্যাটফর্ম।

কানেক্ট লাইভ টোকিও ২০২৫ ইভেন্টটি একটি বৃহৎ আঞ্চলিক অনুষ্ঠান, যেখানে ১৯টি দেশ থেকে ৫০ জনের বেশি গুগল লোকাল গাইড অংশগ্রহণ করবেন। ইভেন্টটি অনুষ্ঠিত হবে টোকিওর গুগল অফিসে, যেখানে অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের সংস্কৃতি, অভিজ্ঞতা এবং মতামত শেয়ার করার সুযোগ পাবেন।

বাংলাদেশি প্রতিনিধি হিসেবে অংশগ্রহন করছেন- মো. শফিউল বাশার (Connect Moderator), শাহ মো. সুলতান, শাকিল আখতার খান, মাহাবুব হাসান, বিশ্বজিৎ চক্রবর্তী। এছাড়া পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী মালয়েশিয়া থেকে এবং তৃষা ত্রিসু জাপান থেকে এই ইভেন্টে অংশগ্রহণ করবেন।
পেশাগত জীবনে শফিউল ঢাকায় একজন ট্রাভেল এজেন্ট হিসেবে কাজ করেন। অবসর সময়কে অর্থবহ করে তোলার লক্ষ্যে তিনি গুগল ম্যাপে স্বেচ্ছায় কাজ করাকে একটি সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন এবং সম্মানের চোখে দেখেন। তিনি লোকাল গাইডস কমিউনিটিতে নিজ নামে এবং কুমিল্লার প্রতিনিধিত্বকারী হিসেবে পরিচিত।

তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি Guiding Star 2022 এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ার ও অন্যান্য এক্সেসিবিলিটি সুবিধার ম্যাপিংয়ে বিশেষ অবদানের জন্য Accessibility Champion উপাধিতে ভূষিত হয়েছেন।

২০২৩ সালে তাকে "Connect Moderator Conversation Tokyo" ইভেন্টে আমন্ত্রণ জানানো হলেও ভিসা জটিলতার কারণে তিনি অংশ নিতে পারেননি। এর আগেও ২০১৯ সালে Connect Live San Francisco-তে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু একই কারণে অংশগ্রহণ সম্ভব হয়নি।

কুমিল্লা মুক্তি দিবস আজ...
08/12/2024

কুমিল্লা মুক্তি দিবস আজ...

13/09/2024

বিটিবিতে কুমিল্লা

10/09/2024

WWE চুলাচুলি Championship.
ধর্মসাগর শিশুপার্ক, কুমিল্লা।

ভিডিওঃ মেহরাজ হোসেন রিভান

কুমিল্লা কোন প্রকার ইডিট ব্যাতিত...
02/09/2024

কুমিল্লা কোন প্রকার ইডিট ব্যাতিত...

22/08/2024

সকাল ১০টার আপডেট

কামাড়াখাড়ার গেইট খুলে গেছে 😢😭

বন্ধ করার কাজ চলছে

আপডেট।গোমতীর কামারখাড়া অংশে বাঁধে ফাটল দেখা দিয়েছে। পানি প্রবাহিত হওয়ার  স্থানীয়রা বস্তা দিয়ে আটকানোর চেষ্টা করছে।আতংকিত...
22/08/2024

আপডেট।

গোমতীর কামারখাড়া অংশে বাঁধে ফাটল দেখা দিয়েছে। পানি প্রবাহিত হওয়ার স্থানীয়রা বস্তা দিয়ে আটকানোর চেষ্টা করছে।আতংকিত হওয়ার কিছু নেই।
পানি উন্নয়ন বোর্ড বলছে আজ গোমতীর বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সবাই সাবধান থাকুন।

21/08/2024

★গোমতী নদীর পানি (রাত ১২ টা পর্যন্ত) বিপদসীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।-নির্বাহী প্রকৌশলী পাউবি,কুমিল্লা।

★আপডেট:
রাত ৩টা , এখন পর্যন্ত গোমতী নদীর কোথাও বাঁধ ভাঙেনি। তবে কয়েকটি স্থান খুব ঝুঁকিপূর্ণ; মেরামত চলছে।

21/08/2024

আপডেট:
রাত ০১:১০ কুমিল্লা টিক্কারচর ব্রিজ। রাস্তা থেকে ৪/৫ ফিট নিচে পানির আবস্থান। আজ রাত্রটা সবাই সতর্ক থাকবেন। দোয়া করেন যাতে রাত্রে বৃষ্টি না হয়।

আপডেট:রাত ১২:০৫ কুমিল্লা টিক্কারচর ব্রিজ। রাস্তা থেকে ৭/৮ ফিট নিচে পানির আবস্থান। আজ রাত্রটা সবাই সতর্ক থাকবেন। দোয়া করে...
21/08/2024

আপডেট:
রাত ১২:০৫ কুমিল্লা টিক্কারচর ব্রিজ। রাস্তা থেকে ৭/৮ ফিট নিচে পানির আবস্থান। আজ রাত্রটা সবাই সতর্ক থাকবেন। দোয়া করেন যাতে রাত্রে বৃষ্টি না হয়।

Address


Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নের কুমিল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বপ্নের কুমিল্লা:

  • Want your business to be the top-listed Media Company?

Share