Alauddin Ibna Taher

Alauddin Ibna Taher আসসালামু আলাইকুম

23/03/2025

“যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে আমি অবশ্যই তোমাদের আরও দান করব।”
(সূরা ইব্রাহিম: ৭)

কত পথ হেঁটে গেছি একা নিঃসঙ্গ হয়ে।🖤
23/03/2025

কত পথ হেঁটে গেছি একা
নিঃসঙ্গ হয়ে।🖤

Red card 🟥
20/03/2025

Red card 🟥

13/03/2025

বট গাছের মতো বাবা টা বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ, না বেঁচে থাকলে আমীন।

13/03/2025

মাওলানা জালাল উদ্দিন রুমিকে প্রশ্ন করা হলো.হুজুর বিষ কি?
জবাবে মাওলানা রুমি বলেন-

প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে সবই বিষ।এটি হতে পারে ক্ষমতা,ধন-সম্পদ, ক্ষুধা,অহংকার, লোভ, ভালবাসা, ঘৃণা সহ যেকোনো কিছু

অনেক হতাশা নিরাশার মধ্যে লাস্ট তিন-চারদিনের কয়েকটা সুখবর আপনাদের শুনাই। দেশের ভালো শুনাইতে এবং শুনতে ভালোই তো লাগে। ✅- ই...
12/03/2025

অনেক হতাশা নিরাশার মধ্যে লাস্ট তিন-চারদিনের কয়েকটা সুখবর আপনাদের শুনাই। দেশের ভালো শুনাইতে এবং শুনতে ভালোই তো লাগে।

✅- ইন্টেরিম লাস্ট ৬ মাসে দেশী বিদেশী ঋণ পরিশোধ করেছে ৬২ হাজার কোটি টাকা।

✅- দেশের রেমিট্যান্স প্রবাহ বেড়ে ১৮.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা গতবছরের এই সময়ের তুলনায় ৪ বিলিয়ন বেশি।

✅- দেশের রিজার্ভ বেড়ে হয়েছে ২ হাজার ১৪০ কোটি টাকা।

✅- হাসিনা ও তার পরিবারের একাউন্ট থেকেই উদ্ধার করেছে ৬৩৫ কোটি টাকা।

✅- দেশের খাদ্যপণ্যে ভর্তুকি বেড়েছে প্রায় ১২ শতাংশ।

✅- রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশংকাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছে ইন্টেরিম।

✅- গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে।

✅- ধর্ষণের তদন্ত ১৫ দিন এবং বিচার ৯০ দিনের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে।

✅- আওয়ামী আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিলো৷ বাফুফের উপর সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।

✅- জাতিসংঘের মহাসচিব ৪ দিনের জন্য বাংলাদেশ সফরে আসতেছে। ইমাজিন! যেটা কেউ পারে নাই, সেটা ইউনুস পারতেছে। গুতেরেসের সফর এই সরকারের ওয়ার্ল্ডওয়াইড রিকগনিশন বাড়াবে৷

অনেক কিছু বলা সহজ। গাইলানো সহজ৷ নির্বাচন দ্রুত চাওয়াও সহজ৷ বিএনপি সবসময় নির্বাচন চাইতেছে জাস্ট একটু চাপে রাখার জন্য এবং পলিটিক্যাল এক্টিভিজম হিসেবে৷ বিএনপির হাই-কমান্ড জানে যে, হাসিনার রেখে যাওয়া ধ্বজভঙ্গ অর্থনীতিকে বিএনপি আইসা সোজা করতে ঘাম ছুইটা যাবে। উপরন্তু, অর্থনীতি, দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি ঠিক রাখতে না পারলে বিএনপির ক্ষমতায় আসলেও যে টিকতে মুশকিল হবে, এটা ভালো করেই জানে।

ইউনুস সাব হিমশিম খাইতেছে অনেক কিছু করতে। ধ্বজভঙ্গ একটা দেশ এবং চুতিয়া একটা জাতিকে ঠিক করতে। তারপরও, অনেক কিছু করতেছে এবং করবে। একটু ক্ল্যাপ দেন লোকটারে। ইন্টেরিমকে একটু সাহস দেন।

© Mustafa Al hossain Akil

12/03/2025

ফজর হলো নিজেকে সারাদিনের জন্য প্রস্তুত করার সবচেয়ে উত্তম মাধ্যম। 💚🌿

12/03/2025

গোপন মোনাজাতে যা কিছু চেয়েছিলেন, সবকিছু আপনার হোক!
দোয়া কবুলের আনন্দে হৃদয় ভরে উঠুক! ❤️

11/03/2025

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি🌼💙

11/03/2025

রিজিকে থাকলে তুমি ঘুরে আাসবে, আর না থাকলে তুমি এসেও ঘুরে যাবে!🖤

10/03/2025

আমি সবসময় সেক্রিফাইস জিনিসটা বেশি গুরুত্ব দেই,
নিজে হেরে গিয়ে অন্যকে জিতিয়ে দিয়ে আসি তবুও আমার জন্য কারও ক্ষতি বা মনে কষ্ট না হোক।

10/03/2025

হে আল্লাহ!
রমজানকে আমাদের জন্য শান্তিময় করে দিন..
আল্লাহ রমজান মাসে যাদেরকে আপনি ক্ষমা করবেন যাদের দোয়া নেক আমল কবুল করবেন তাদের সাথে আমাদেরকে কবুল করুন!

Address

Cumilla

Telephone

+8801842825366

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alauddin Ibna Taher posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alauddin Ibna Taher:

Share

Category