
18/08/2024
"মুগ্ধ" নামে পানির কোম্পানি খোলার প্রতিযোগিতায় নেমে আপনারা কি তাঁর সম্মান বাড়াচ্ছেন নাকি মানুষের ইমোশনকে পুঁজি করার পায়তারা করছেন। এতটা ভালোবাসা দেখাতে ইচ্ছে হলে প্রতিটি জেলায় ভিবিন্ন মোড়ে মোড়ে "মুগ্ধ" নামে বিশুদ্ধ পানিয় পানির ব্যবস্থা করুন মানুষ যেন ফ্রি'তে পানি পান করতে পারে। মুগ্ধ সবাইকে ফ্রী পানি পান করিয়েছিলেন। তার নাম ব্যবহার করে ব্যবসার পরিকল্পনা অসুস্থ মানসিকতা ছাড়া আর কিছু না।