গুরুত্বপূর্ণ হাদিস ও মাসয়ালা

গুরুত্বপূর্ণ হাদিস ও মাসয়ালা দ্বীনের জ্ঞান অর্জন করা

প্রত্যেকের উপর ফরজ।❤️

মানবতার মুক্তির লক্ষ্যে সর্বত্র ইসলামের আলো ছড়িয়ে দিন।
ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলাম প্রচারই আমাদের একমাত্র লক্ষ্য।
√√ ইসলামের বানী প্রচার করাই এই পেজের মুল উদ্দ্যেশ্য √√

11/02/2024

রাসুল (সা.) নারী সাহাবি সালামা (রা.)-কে বলেছেন,

তোমাদের কেউ কি এতে খুশি নয় যে সে যখন স্বামী কর্তৃক অন্তঃসত্ত্বা হয় এবং স্বামী তার প্রতি সন্তুষ্টও থাকে? তখন (এই গর্ভকালীন) সে আল্লাহর পথে সর্বদা রোজা পালনকারী ও সারা রাত নফল ইবাদতকারীর মতো সওয়াব পাবে।

তার যখন প্রসব ব্যথা শুরু হয়, তখন তার জন্য নয়ন শীতলকারী কী কী নিয়ামত লুকিয়ে রাখা হয়, তা আসমান-জমিনের কোনো অধিবাসী জানে না। সে যখন সন্তান প্রসব করে তখন তার দুধের প্রতিটি ফোঁটার পরিবর্তে একটি করে নেকি দেওয়া হয়।

এই সন্তান যদি কোনো রাতে তাকে জাগিয়ে রাখে (অসুখ ইত্যাদির কারণে বিরক্ত করে মাকে ঘুমাতে না দেয়) তাহলে সে আল্লাহর পথে নিখুঁত ৭০টি দাস আজাদ করার সওয়াব পাবে।

(তাবরানি, হাদিস : ৬৯০৮, আবু নুআইম, হাদিস : ৭০৮৯)

বলেন তো?
09/02/2024

বলেন তো?

08/02/2024

আলিফুন বা💞

#ইসলামিক
#আরবীহরফ
#কপি

07/02/2024
06/11/2023

কুল্লু নাফসি জা ইকাতুল মাউত🥺

হিজাবের উদ্দেশ্য ছিল নারীর সৌন্দর্য আড়াল করা, কিন্তু এটাই এখন নারীর সৌন্দর্য প্রকাশের বড় ফাঁদ
29/10/2023

হিজাবের উদ্দেশ্য ছিল নারীর সৌন্দর্য আড়াল করা, কিন্তু এটাই এখন নারীর সৌন্দর্য প্রকাশের বড় ফাঁদ

19/10/2023

সহশিক্ষার সবচেয়ে বিপজ্জনক দিক হলো-

বেগানার প্রতি আচরণ ও মনোভাবে আড় ভেঙে যাওয়া। পুরুষের গাইরত দুর্বল হয়ে যায় আর নারীর দুর্বল হয় হায়া!

গাইরতহীন পুরুষ আর হায়াহীন নারী কায়ামাত্র... 💔

17/10/2023

অনুগ্রহপ্রাপ্তরা চার শ্রেণিভুক্ত-
১.নবি : তাদের কাছে ওহি আসত,তারা ধরার বুকে আল্লাহর বার্তাবাহক,তারা সবাই মাসুম ও নিষ্পাপ।
২. সিদ্দিকিন : তারা সত্যের ব্যাপারে আপসহীন, তাদের নেতা আবু বকর আস-সিদ্দিকি।
৩. শুহাদা : যারা আল্লাহর জমিনে তার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য শহীদ হয়েছেন। তাঁদের নেতা হলেন হামজা।
৪. সালেহিন : নেক আমালকারী ব্যাক্তিবর্গ।

17/10/2023

আল্লাহ তায়ালা বলেন!
যদি পৃথিবীর সব গাছ কলম হয়,আর সমুদ্র তার কালি হয় এবং সমুদ্রের সাথে যদি আরও সাত সমুদ্র যোগ হয়!(তা দিয়ে আল্লাহর কথা লেখা হয়),তবুও আল্লাহর কথা ফুরাবে না। নিশ্চয়ই আল্লাহ পরক্রমশালী,প্রজ্ঞাময়।"(সূরা লুকমান:২৭)

17/10/2023

আল্লাহ তায়ালা বলেন!
"তোমরা আমায় ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো।" (সূরা মুমিন: ৬০)

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when গুরুত্বপূর্ণ হাদিস ও মাসয়ালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গুরুত্বপূর্ণ হাদিস ও মাসয়ালা:

Share

Category