Comedy Factory

Comedy Factory পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন.. ধন্যবাদ!!

29/03/2025

প্রবাসী ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা!

প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, দূর দেশে থেকেও আপনাদের হৃদয়ে বাংলাদেশ, পরিবার ও আপনজনদের ভালোবাসা অটুট থাকে। ঈদের আনন্দ হয়তো পরিবার-পরিজন ছাড়া কিছুটা ফিকে লাগে, কিন্তু আপনাদের কঠোর পরিশ্রম ও ত্যাগ আমাদের গর্বিত করে।

এই পবিত্র দিনে আল্লাহ আপনাদের জীবন সুখ-শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন। দূরত্ব যতই থাকুক, ভালোবাসার বাঁধন কখনো কমবে না। ঈদ মোবারক!

#প্রবাসীদের_ঈদ োবারক #ভালোবাসা_অটুট

𝘽𝙖𝙨𝙞𝙘 𝙀𝙣𝙜𝙡𝙞𝙨𝙝 𝙎𝙥𝙤𝙠𝙚𝙣 আপনার সন্তানের ইংরেজি ভীতি দূর করতে, ইংরেজি স্পোকেন শিখে অন্যদের থেকে বহুগুণ এগিয়ে থাকতে, দেশ ও দে...
20/08/2024

𝘽𝙖𝙨𝙞𝙘 𝙀𝙣𝙜𝙡𝙞𝙨𝙝 𝙎𝙥𝙤𝙠𝙚𝙣

আপনার সন্তানের ইংরেজি ভীতি দূর করতে, ইংরেজি স্পোকেন শিখে অন্যদের থেকে বহুগুণ এগিয়ে থাকতে, দেশ ও দেশের বাহিরে কমিউনিকেটিভ স্কিল তথা যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করতে, সর্বোপরি IELTS এর পূর্বপ্রস্তুতি নেওয়ার জন্য 𝘽𝙖𝙨𝙞𝙘 𝙀𝙣𝙜𝙡𝙞𝙨𝙝 𝙎𝙥𝙤𝙠𝙚𝙣 কোর্সটি হতে পারে আপনার বা আপনার সন্তানের জন্য খুবই উপযোগী এবং দরকারি।

৫ম শ্রেণির শিক্ষার্থী থেকে যেকোনো স্তরের শিক্ষার্থী এবং শিক্ষক ও বিদেশগামীদের জন্য বিদেশগামীদের জন্য কোর্সটি সাজানো।

𝐒𝐩𝐨𝐤𝐞𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 টি যেভাবে সাজানো হয়েছে 👇
🟢 কোর্সের মেয়াদ: ৪ মাস।
🟢 সপ্তাহে ক্লাস : ৩ দিন। (সকল প্রতিষ্ঠানের সময় বিবেচনা করে ক্লাসের সময় দেওয়া হবে)
🟢 প্রতিটি ক্লাসঃ ১:৩০মিনিট।
🟢 প্রতি ক্লাসে থাকছে প্রচুর অনুশীলনের সুবিধা।
🟢 থাকবে প্রাণ খুলে ইংরেজি চর্চার পরিবেশ।
🟢 ১০ লেকচারের পর থেকে ক্লাসে বাংলা বলা নিষিদ্ধ।
💥
🟢ABCD থেকে শুরু করে Presentation দেয়া পর্যন্ত পূর্ণাঙ্গ সাপোর্ট ।
মেঘনায় (গ্রামে) থেকে আধুনিক মানের কোর্স করে নিজেকে দক্ষ করতে আজই ভর্তি নিশ্চিত করুন Genius Academic Care এ।
যোগাযোগ: লিটল স্টার আইডিয়াল স্কুল, সেননগর, মেঘনা, কুমিল্লা।
মোবাইল: 01754606117, 01834-594498

14/07/2024

Brazil 7up song

গ্রাম বাংলার অপরুপ দৃশ্য
19/06/2024

গ্রাম বাংলার অপরুপ দৃশ্য

07/06/2024

✍️ স্ক্রিপ্ট লিখুন, পুরষ্কার জিতুন 🏆
৫-৭ মিনিট দৈর্ঘ্যের কমেডি অথবা শিক্ষামূলক ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখে জিতে নিন আকর্ষণীয় পুরষ্কার।

নিয়মাবলী-
১। প্রতি সপ্তাহে বাছাইকৃত ২ জনের স্ক্রিপ্ট এর উপর ভিডিও নির্মাণ হবে। এভাবে মাসে ৮ জনের মধ্য থেকে যার ভিডিওতে বেশি ভিউ আসবে তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। পুরষ্কার হিসেবে থাকছে নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা।

বিশেষ দ্রষ্টব্য- ভিডিওতে অবশ্যই স্ক্রিপ্ট রাইটারের ক্রেডিট দেয়া হবে।

সবাইকে অগ্রিম ইদুল ফিতরের শুভেচ্ছাইদ মোবারক
26/03/2024

সবাইকে অগ্রিম ইদুল ফিতরের শুভেচ্ছা
ইদ মোবারক

24/02/2024

জসিমের গানের কন্ঠ আপনাদের কাছে কেমন লাগে?

21/02/2024
04/02/2024

অন্ধ ভাই
অসাধারণ প্রতিভা

04/02/2024

অসাধারণ প্রতিভা

01/02/2024

জসিম জামাই হিসেবে যেমন....

27/01/2024

আপনার একটি শেয়ারে হয়তো অপর ভাই জানতে পারবে।

আলহামদুলিল্লাহ। সকল প্রস্তুতি সম্পন্ন।
ইনশাআল্লাহ, সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ জানুয়ারি-২০২৪খ্রি:, রোজ- সোমবার Abu Taw Haa Muhammad Adnan মেঘনায় আসছেন। চেঙ্গাকান্দি গ্রামবাসীর পক্ষ থেকে সকলের প্রতি দ্বীনি দাওয়াত রহিলো।

যোগাযোগ ব্যাবস্থা :
★বড় নয়াগাঁও সংলগ্ন আলগি রাস্তা হয়ে চেংগাকান্দি।

★বৈদ্যনাথপুর গ্রামের ভিতরের রাস্তা দিয়ে আলগি রাস্তা হয়ে চেংগাকান্দি।

Address

Cumilla
3515

Telephone

+8801832211551

Website

Alerts

Be the first to know and let us send you an email when Comedy Factory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Comedy Factory:

Share

Category