20/08/2024
𝘽𝙖𝙨𝙞𝙘 𝙀𝙣𝙜𝙡𝙞𝙨𝙝 𝙎𝙥𝙤𝙠𝙚𝙣
আপনার সন্তানের ইংরেজি ভীতি দূর করতে, ইংরেজি স্পোকেন শিখে অন্যদের থেকে বহুগুণ এগিয়ে থাকতে, দেশ ও দেশের বাহিরে কমিউনিকেটিভ স্কিল তথা যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করতে, সর্বোপরি IELTS এর পূর্বপ্রস্তুতি নেওয়ার জন্য 𝘽𝙖𝙨𝙞𝙘 𝙀𝙣𝙜𝙡𝙞𝙨𝙝 𝙎𝙥𝙤𝙠𝙚𝙣 কোর্সটি হতে পারে আপনার বা আপনার সন্তানের জন্য খুবই উপযোগী এবং দরকারি।
৫ম শ্রেণির শিক্ষার্থী থেকে যেকোনো স্তরের শিক্ষার্থী এবং শিক্ষক ও বিদেশগামীদের জন্য বিদেশগামীদের জন্য কোর্সটি সাজানো।
𝐒𝐩𝐨𝐤𝐞𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 টি যেভাবে সাজানো হয়েছে 👇
🟢 কোর্সের মেয়াদ: ৪ মাস।
🟢 সপ্তাহে ক্লাস : ৩ দিন। (সকল প্রতিষ্ঠানের সময় বিবেচনা করে ক্লাসের সময় দেওয়া হবে)
🟢 প্রতিটি ক্লাসঃ ১:৩০মিনিট।
🟢 প্রতি ক্লাসে থাকছে প্রচুর অনুশীলনের সুবিধা।
🟢 থাকবে প্রাণ খুলে ইংরেজি চর্চার পরিবেশ।
🟢 ১০ লেকচারের পর থেকে ক্লাসে বাংলা বলা নিষিদ্ধ।
💥
🟢ABCD থেকে শুরু করে Presentation দেয়া পর্যন্ত পূর্ণাঙ্গ সাপোর্ট ।
মেঘনায় (গ্রামে) থেকে আধুনিক মানের কোর্স করে নিজেকে দক্ষ করতে আজই ভর্তি নিশ্চিত করুন Genius Academic Care এ।
যোগাযোগ: লিটল স্টার আইডিয়াল স্কুল, সেননগর, মেঘনা, কুমিল্লা।
মোবাইল: 01754606117, 01834-594498