MAYEN UDDIN Officials

MAYEN UDDIN Officials "ধংস তার জন্য,যার আজকের দিনটি গতকালের চেয়ে উত্তম হলনা"

02/05/2025

থাক সরকারি কাজ।

01/05/2025
28/04/2025

এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো - 🙂

১. মাইর খাবার পরে কাঁদলে।
২. মাইর খাবার পর না কাঁদলে।
৩. না-মারা সত্ত্বেও কান্নাকাটি করলে।
৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে।
৫. খেলতে গিয়ে মাইর খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে।
৬. বড়দের আড্ডায় ঢুকলে।
৭. বড়দের কথার উত্তর না-দিলে।
৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে।
৯. অনেকদিন মাইর না-খেয়ে থাকলে।
১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে।
১১. বাড়িতে অতিথি এলে বা কারও বাড়ি গিয়ে সালাম না করলে।
১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে।
১৩. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে।
১৪. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে।
১৫. খেতে না-চাইলে।
১৬. সন্ধ্যা নামার আগে বাড়ি না-ফিরলে।
১৭. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে।
১৮. জেদ দেখালে।
১৯. কারও সাথে মারামারি করে হেরে এলে।
২০. কাউকে বেশ করে পিটিয়ে এলে।
২১. স্লো মোশনে খেলে।
২২. ফাস্ট ফরোয়ার্ড স্কেলে খেলে।
২৩. সকালে ঘুম থেকে উঠতে না চাইলে।
২৪. রাতে ঘুমোতে না-চাইলে।
২৫. শীতকালে গোসল করতে না চাইলে।
২৬. গ্রীষ্মকালে বেশিক্ষন গোসল করলে।
২৭. অন্যের গাছ থেকে আম, পেয়ারা পেড়ে খেলে।
২৮. স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে।
২৯. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে।
৩০. পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ছি ধরা পড়ে গেলে।
৩১. পরীক্ষার আগে টিভি দেখলে।
৩২. দুধ খেতে না চাইলে।
৩৩. আচার চুরি করে খেলে।
৩৪. উষ্ঠা খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো।
৩৫. কারও বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডভন্ড করলে।
৩৬. স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে।
৩৭. দুপুরে না ঘুমালে।
৩৮. পাশের বাসার কেউ পরীক্ষায় বেশি নাম্বার পাইলে।
৩৯. খাতার পৃষ্ঠা নষ্ট করলে।
৪০. বই দাগাদাগি করলে।
৪১. শোকেস থেকে নতুন প্লেট, গ্লাস বের করলে।
৪২. পুকুরে ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে ফেললে।

28/04/2025

ধরুন আমি একটা মেয়েকে পছন্দ করলাম, আর মেয়েটাও আমাকে পছন্দ করল,
এখানে ভুল কোথায়?

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না। কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন ...
27/04/2025

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না।

কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে তার ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।

এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন যায়গায় অবস্থান করছেন—সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়।

তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।

যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের (নেয়ামত) বাড়িয়ে দেবো, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আজাব বড় কঠ...
29/11/2023

যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের (নেয়ামত) বাড়িয়ে দেবো, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন।’ (সুরা ইবরাহিম : আয়াত ০৭)

13/09/2023

ঘরে আমারে কেউ দাম দেয় না, অতছো আমার কথায় ট্রেনও থামি যায়।

08/09/2023

এমন উন্নয়ন আমার প্রয়োজন ছিলো না।

04/08/2023

পোস্টটি সংগ্রহ করে রাখুন।

🌀 *সকল সিম এর প্রয়োজনীয় কোড সমূহঃ-* 🌀

🔵 *গ্রামীণফোন*
☞ Balance Check : *566 #
☞ Data (MB) Check : *121*1*4 #
☞ Internet Pack : *121*3 #
☞ Minute Check : *121*1*2 #
☞ PPU Off : None
☞ Show SIM Number : *2 #
☞ SMS Check : *121*1*2 #
☞ Top Offer : *777 #
☞ Tracking Check : * #62 #
☞ Tracking Off : # #002 #
☞ VAS Off : *121*6*1 #

🔴 *বাংলালিংক*
☞ Balance Check : *124 #
☞ Data (MB) Check : *124*5 #
☞ Internet Pack : *5000 #
☞ Minute Check : *124*2 #
☞ PPU Off : None
☞ Show SIM Number : *511 #
☞ SMS Check : *124*3 #
☞ Top Offer : *888 #
☞ Tracking Check : * #62 #
☞ Tracking Off : # #002 #
☞ VAS Off : *121*5*1*2*1 #

🔴 *রবি*
☞ Balance Check : *222 #
☞ Data (MB) Check : *8444*88 #
☞ Internet Pack : *8444 # & *4 #
☞ Minute Check : *222*3 #
☞ PPU Off : None
☞ Show SIM Number : *140*2*4 #
☞ SMS Check : *222*11 #
☞ Top Offer : *999 #
☞ Tracking Check : * #62 #
☞ Tracking Off : # #002 #
☞ VAS Off : *123*6*13 #

🔴 *এয়ারটেল*
☞ Balance Check : *778 #
☞ Data (MB) Check : *8444*88 #
☞ Internet Pack : *8444 # & *4 #
☞ Minute Check : *778*22 #
☞ PPU Off : *8444*9999 #
☞ Show SIM Number : *121*7*3 #
☞ SMS Check : *778*6 #
☞ Top Offer : *999 #
☞ Tracking Check : * #62 #
☞ Tracking Off : # #002 #
☞ VAS Off : *121*4*3 #

⚪ *টেলিটক*
☞own Number check : *551 #
☞Balance Check : *152 #
☞Internet Balance Check : *152 #
☞Minute Balance Check : *152 #
☞SMS Check : *152 #
☞MMS Check : *152 #
☞Show Mobile Number: Type “Tar” & send to 222

Address

Cumillas

Telephone

+8801827542862

Website

Alerts

Be the first to know and let us send you an email when MAYEN UDDIN Officials posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MAYEN UDDIN Officials:

Share

Category