22/10/2023
৮০ লক্ষ ইয়াহুদীর জন্য দুইশো কোটি মুসলমান আজ আবাবিলের অপেক্ষা করছে। যদি আবাবিল আসেও তাহলে ইয়াহুদীদের উপর নয়, আগে মুসলমানদের উপর পাথর নিক্ষেপ করবে।
Description:
বলে গিয়েছেন।
প্রফেসর ড. নাজমুদ্দিন এরবাকান।
তিনি তুরষ্কের রাজনীতিবিদ, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি ছিলেন আধুনিক তুরস্ককে স্বয়ম্ভর রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনাকারী। যিনি মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ উম্মাহর স্বপ্নদ্রষ্টা। তিনি ছিলেন একাধারে গণিতবিদ, বিজ্ঞানী, দক্ষ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কুরআনের হাফেজ। তুরস্কের সব মতের মানুষের কাছে এরবাকান হোজা বা এরবাকান উস্তাদ নামে পরিচিত। মৃত্যুর পরও যিনি তুরস্ক ও মুসলিম বিশ্বে যথেষ্ট আলোচিত।
#বি:দ্র:
উনার লেখা বইগুলোর মধ্যে "দাওয়াম" উল্লেখযোগ্য।
#দোয়া মহান প্রভূ উনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক, আমীন।