মুহাম্মাদ ইমরান হোসেন হৃদয়

মুহাম্মাদ ইমরান হোসেন হৃদয় When you're crazy about food - come to our Restaurant. We serves you food as well as your Dreams.

19/07/2024

ঢাকা মেডিকেল আপডেটঃ

সারা রাত ধরেই শত শত গু/লিবিদ্ধ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে এসেছে। এদের মধ্যে অনেক শহীদকে মেডিকেলে আসার পরে মৃ-ত ঘোষণা করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থাতেও শাহাদাত বরণ করেছেন অনেকে। মৃতের সংখ্যা নিশ্চিত ভাবে জানা না গেলেও শতাধিক বলে জানিয়েছেন মেডিকেলের কয়েকজন ইন্টার্নি চিকিৎসক।

-cp

18/02/2024
26/10/2023

রাতের প্রশান্তি🙂

23/10/2023

উসমানীয় সাম্রাজ্য শেষ হওয়ার পর ইহুদি ফিলিস্তিনে ঢুকা শুরু করে। উসমানীয় সাম্রাজ্য যতদিন পর্যন্ত ছিলো ইহুদি ফিলিস্তিনে ঢুকার সাহসও পর্যন্ত করে নাই।

৮০ লক্ষ ইয়াহুদীর জন্য দুইশো কোটি মুসলমান আজ আবাবিলের অপেক্ষা করছে। যদি আবাবিল আসেও তাহলে ইয়াহুদীদের উপর নয়, আগে মুসলমানদ...
22/10/2023

৮০ লক্ষ ইয়াহুদীর জন্য দুইশো কোটি মুসলমান আজ আবাবিলের অপেক্ষা করছে। যদি আবাবিল আসেও তাহলে ইয়াহুদীদের উপর নয়, আগে মুসলমানদের উপর পাথর নিক্ষেপ করবে।

Description:
বলে গিয়েছেন।
প্রফেসর ড. নাজমুদ্দিন এরবাকান।
তিনি তুরষ্কের রাজনীতিবিদ, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি ছিলেন আধুনিক তুরস্ককে স্বয়ম্ভর রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনাকারী। যিনি মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ উম্মাহর স্বপ্নদ্রষ্টা। তিনি ছিলেন একাধারে গণিতবিদ, বিজ্ঞানী, দক্ষ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কুরআনের হাফেজ। তুরস্কের সব মতের মানুষের কাছে এরবাকান হোজা বা এরবাকান উস্তাদ নামে পরিচিত। মৃত্যুর পরও যিনি তুরস্ক ও মুসলিম বিশ্বে যথেষ্ট আলোচিত।

#বি:দ্র:
উনার লেখা বইগুলোর মধ্যে "দাওয়াম" উল্লেখযোগ্য।

#দোয়া মহান প্রভূ উনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক, আমীন।

21/10/2023

হে আল্লাহ রক্ষা করুন🤲🤲😭😭

Address

Daganbhuiyan

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুহাম্মাদ ইমরান হোসেন হৃদয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share