দাগনভূঞা সংবাদ- Dagonbhuiyan News

দাগনভূঞা সংবাদ- Dagonbhuiyan News ফেনী ও নোয়াখালীর নির্ভরযোগ্য সংবাদ পেতে সঙ্গে থাকুন
(2)

03/08/2025

ফেনীতে পাসপোর্টের আবেদন, ডেলিভারি স্লিপ, জম্মস্থান ফেনী লেখা জাতীয় পরিচয়পত্রসহ ২ জন রোহিঙ্গা নাগরিক আটক

03/08/2025

ফিরে দেখা : ৪ আগস্ট, ২০২৪

মহিপাল রক্তে ভেসেছিল ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ, আপনার কাছে ৪ আগস্ট কোন ভিডিও থাকলে আমাদের সাথে শেয়ার করুন দোষীদের সনাক্ত করতে।।

বৃষ্টি বলয় আর বৃষ্টি বলয়। ধেঁয়ে আসছে নতুন বৃষ্টি বলয় "ঈষান"। প্রচুর বৃষ্টির  সম্ভাবনা। বাংলাদেশের আকাশে ভারী বৃষ্টি বাহী...
02/08/2025

বৃষ্টি বলয় আর বৃষ্টি বলয়। ধেঁয়ে আসছে নতুন বৃষ্টি বলয় "ঈষান"। প্রচুর বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের আকাশে ভারী বৃষ্টি বাহী মেঘের আস্তরন। ছবিটি স্যাটেলাইট থেকে নেওয়।

02/08/2025

দাগনভূঞা আতাতুর্ক স্কুল মার্কেটঃ ভব ঘুরে আর বখাটে দের আড্ডা যেন কেউ থামাতে পারছেই না।৩য়,৪র্থ তলায় আড্ডা,ধূমপ্রান/মাদকসেবনও করে

বাংলাদেশের একমাত্র বিষাক্ত ও বিষধর ঢোড়া সাপ: ‘লাল গলা ঢোড়া’ থেকে সাবধান!সাধারণত ঢোড়া প্রজাতির সাপকে বিষহীন ও নিরীহ হিসেব...
02/08/2025

বাংলাদেশের একমাত্র বিষাক্ত ও বিষধর ঢোড়া সাপ: ‘লাল গলা ঢোড়া’ থেকে সাবধান!

সাধারণত ঢোড়া প্রজাতির সাপকে বিষহীন ও নিরীহ হিসেবেই চেনেন সবাই। কিন্তু চমকে দেওয়ার মতো তথ্য হলো—বাংলাদেশে একটিমাত্র ঢোড়া সাপ রয়েছে যেটি বিষাক্ত এবং বিষধর, যার নাম Heller’s Redneck Keelback। বাংলায় যাকে ডাকা হয় লাল গলা ঢোড়া নামে।

এই সাপের বিশেষ বৈশিষ্ট্য হলো এর গলার অংশে লালচে রঙের ছোপ এবং চোখার মতো আচরণ। এটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি বিপজ্জনক। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো—এই সাপের বিষ এতটাই মারাত্মক যে এর এন্টিভেনাম (বিষ প্রতিষেধক) বাংলাদেশে নেই। বর্তমানে এর এন্টিভেনাম পাওয়া যায় শুধুমাত্র জাপানে, যা বাংলাদেশি নাগরিকদের জন্য এক চরম উদ্বেগের কারণ।

কোথায় দেখা যায়?

এই সাপ মূলত পাহাড়ি অঞ্চল, বনাঞ্চল এবং কিছু কিছু জলাভূমিতে দেখা যায়। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি অঞ্চলে এই প্রজাতির অস্তিত্ব পাওয়া গেছে।

কেন ভয়ংকর?

বন্যপ্রাণী গবেষকদের মতে, Heller’s Redneck Keelback সাপের বিষ নিউরোটক্সিক ও হেমোটক্সিক, যা মানুষের স্নায়ুতন্ত্র ও রক্ত কোষে ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞদের মতে,

> “যেহেতু এই সাপকে অনেকেই ঢোড়া ভেবে অবহেলা করেন, তাই কামড়ের পর প্রয়োজনীয় চিকিৎসা নিতে দেরি হয়। এর ফলে ঝুঁকি আরও বাড়ে।”

জনসচেতনতা জরুরি

বাংলাদেশে বিষধর সাপগুলোর মধ্যে গোখরা ও চিতালাইয়ের নাম জানা থাকলেও লাল গলা ঢোড়া সম্পর্কে সচেতনতা তুলনামূলক কম। অথচ এই সাপের কামড় জীবনঘাতী হতে পারে।

প্রাণিবিজ্ঞানীদের সুপারিশ:

সাপ দেখলে নিজে ধরার চেষ্টা করবেন না

বন বা ঝোপঝাড়ে চলাচলে সতর্ক থাকুন

বিষাক্ত সাপ কামড়ালে দ্রুত চিকিৎসা নিন, এবং প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা চাওয়া জরুরি

করণীয়:

সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থাগুলোর প্রতি অনুরোধ—এই সাপের এন্টিভেনাম বাংলাদেশে আনার ব্যবস্থা করা হোক, এবং এলাকাভিত্তিক সচেতনতা তৈরি করা হোক।

‘লাল গলা ঢোড়া’ নিঃসন্দেহে প্রাকৃতিক বৈচিত্র্যের এক অংশ, তবে সচেতন না থাকলে এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। সাপ থেকে নয়, অজ্ঞতা থেকে সাবধান হওয়া জরুরি।
©

01/08/2025

ফেনীতে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

01/08/2025

পরশুরাম উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদারকে (৪০) বুধবার রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকা গ্রেপ্তার করেছে পুলিশ।

01/08/2025

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

01/08/2025

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঝটিকা মিছিল

31/07/2025

ফেনীতে শিক্ষার্থী হত্যা: শেখ হাসিনাসহ ২২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

31/07/2025

খালেদা জিয়া ফেনী থেকে নির্বাচন করবেন: আবদুল আউয়াল মিন্টু

30/07/2025

বরিশালের উজিরপুর থানায় মাদকাসক্ত ছেলেকে মা বাবা অতিষ্ট হয়ে পিটানোর পর মৃত। 🥲ছেলের লাশ সহ মা বাবার থানায় হাজির

Address

Feni
Daganbhuiyan
3920

Alerts

Be the first to know and let us send you an email when দাগনভূঞা সংবাদ- Dagonbhuiyan News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share