Hafiz Maulana Faizullah Tamim

Hafiz Maulana Faizullah Tamim ---Islamic Lecture __
Imam and Khatib- Baitul Jannah Jame Masjid Gazipur City
Contact if necessary ( whats up 01308925872 )

16/11/2025

দ্বিনী মজলিস যে কত দামী না শুনলে বোঝা বড় মুশকিল।
হাফেজ মাওঃ ফয়জুল্লাহ তামিম
#ওয়াজ_২০২৫

২ মাস ধরে ছেলেটার বুকে হালকা ব্যথা ছিল।মাকে বলেছিল — “দেশে গিয়ে চিকিৎসা করাবো…”কিন্তু মা বললেন — “ঘরের কাজ শেষ করে তারপর...
26/10/2025

২ মাস ধরে ছেলেটার বুকে হালকা ব্যথা ছিল।
মাকে বলেছিল — “দেশে গিয়ে চিকিৎসা করাবো…”
কিন্তু মা বললেন — “ঘরের কাজ শেষ করে তারপর না হয় যাস…”

😢 সেই “তারপর” আর কখনো আসেনি…
ঘুমের মধ্যেই চিরবিদায় নিলো সে।
ঘরের কাজ শেষ করতে গিয়ে নিজের জীবনটাই শেষ করে ফেললো। 💔

প্রবাসীরা মানুষ, যন্ত্র নয়!
তারা কষ্ট করে রোজগার করে —
রোদে, বৃষ্টিতে, ধুলায়, মাটিতে, ঘাম ঝরিয়ে পরিবারকে সুখ দিতে চায়।
তাদের ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ — এগুলোর কোনো বিকল্প নেই।

তাই অনুরোধ,
👉 প্রবাসীদের ওপর জমি কেনা, বিল্ডিং করা, স্বর্ণ কেনার চাপ দেবেন না।
👉 বলবেন না — “আরো কিছু টাকা পাঠাও”, “এই কাজটা শেষ করে তারপর বিশ্রাম নাও।”
👉 বরং জিজ্ঞেস করুন — “তোমার শরীর ভালো আছে তো?”, “ডাক্তার দেখিয়েছো?”
👉 মনে রাখুন, একটা ফোনের সান্ত্বনা অনেক বড় ওষুধ। ❤️

✅ পরিবার সব সময় প্রবাসীর মানসিক ও শারীরিক অবস্থার খোঁজ নিন।
✅ “চাপ” নয়, “ভালোবাসা” দিন — এটাই জীবনের আসল সহায়।
✅ সন্তান, স্বামী বা ভাই— প্রবাসে থাকলেও, তারা আপনারই অংশ।
তাদের কষ্ট, আপনার দায়িত্ব।

আল্লাহ ভাইটিকে জান্নাত নসিব করুন। 🤲
আমিন।

#প্রবাসী #ওমানপ্রবাসী #সৌদীপ্রবাসী #দুবাইপ্রবাসী #প্রবাসজীবন #বিদেশজীবন #পরিবারেরভালোবাসা #চাপদিয়েনা #মানবিকতা

23/10/2025

যারা এদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকার বেতন খেয়ে ইসকনের দালালি করে এদের চেয়ে বড় নিমকহারাম আর কেউ হতে পারে না !!

23/10/2025

ইস্কন নামের এই সংগঠন বন্ধ করতে হবে #ওয়াজ_২০২৫

انا لله গাজীপুরে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে অ*গ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
21/10/2025

انا لله গাজীপুরে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে অ*গ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

20/10/2025

সত্য উন্মোচন করলেন জামাতের

20/10/2025
19/10/2025

চকবাজার থানার সামনে আগুন দাউদাউ করে জ্বলছে
এগুলো কি ভারতের রয়ের কাজ কি ?? #ওয়াজ_২০২৫

19/10/2025

দাঁতভাঙ্গা জবাব দিলেন হুজুর
#ওয়াজ_২০২৫

19/10/2025

সকাল মানে শুধু সূর্যের আলো নয়,
বরং নামাজের নূর। 🌅

উনাদের সামলান -------বয়ানের মাঠ এটা ভুল তথ্য দেয়ার জায়গা না  অবাঞ্চিত কথা পরিহার করা অতীব জরুরী। وَلَا تَقْفُ مَا لَي...
18/10/2025

উনাদের সামলান
-------
বয়ানের মাঠ এটা ভুল তথ্য দেয়ার জায়গা না
অবাঞ্চিত কথা পরিহার করা অতীব জরুরী।
وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ۚ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَٰئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا ( সূরা আল ইসরা ৩৬)

مَن دَلَّ عَلَى ضَلَالَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الإِثْمِ مِثْلُ آثَامِ مَن
تَبِعَهُ
(رواه مسلم)

*ইসলাম ও নবীর শানে কিভাবে কথা বলতে হবে এগুলো ভালোভাবে আরো জানা প্রয়োজন।
*ওলামায়ে দেওবন্দকে নিয়ে কি কথা বলার পূর্বে কমপক্ষে ১০০ বার ভাবতে হবে।
*একমাত্র উলামায়ে দেওবন্দের মাধ্যমেই ইসলামী ইমারত প্রতিষ্ঠা হয়েছে।
যার জ্বলন্ত উদাহরণ তালেবান সরকার।
তাদের ৩০ জন মন্ত্রীর মধ্যে ২৮ জনেই দেওবন্দের ফারেগ।
দেওবন্দর ইতিহাস পড়ুন আর আপনারা আপনাদের ইতিহাস পড়ুন , কারা ইতিহাস গড়ে আর কারা ইতিহাস বিকৃত করে।
** যারা বলেন জেলখানায় কারেন্টের শট খেয়ে মাথার তার গেছে তাদের উদ্দেশ্যে বলবো জেলখানায় শুধু তিনি একাই ছিলেন না আরো অনেক উলামায়ে কেরাম অনেক নেতা নেত্রীরা ছিল কতজনকে দেখাইতে পারবেন পাগলামি করছে ???
ওয়াজের মাঠ কে আমরা রাজনীতির মঞ্চ বানাবো না পাগলামির মঞ্চ বানাবো না।

اللَّهُمَّ اهْدِنَا وَاهْدِ بِـنَا، وَجَعَلْنَا سَبَبًا لِمَنِ اهْتَدَى

18/10/2025

আমারা যদি ঠিক থাকি তবে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ।
#বাংলা_ওয়াজ_২০২৫ #হাফেজমাওলানাফয়জুল্লাহতামীম #ওয়াজ_২০২৫

Address

Dakhalduar
100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafiz Maulana Faizullah Tamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share