04/08/2025
ছবিতে থাকা ছেলেটার নাম রিয়াদ, বাড়ি সরাইল থানার পানিস্সর গ্রামে ।বাবা মার একামাত্র সন্তান, ঢাকার শহরে একটি হোটেলে কাজ করে, গত ৬ মাসে একবার ও বাড়ি ফেরা হয়নি রিয়াদের। ঈদ করার সুযোগ ও হয়নি মা বাবার সাথে, এত দিন পরে বাড়ি যাবে তাতে ও নাকি একমাত্র সন্তানের জন্য কোনো আবেগ আকুতি নাই তার বাবা মায়ের। ট্রেনে ভিতরে প্রচুর মানুষ থাকার কারনে ছাদে উঠে আসতে হচ্ছে আমাদের, ছেলেটা কেঁদে কেঁদে তার জীবনেের গল্প বলছিল আমার কাছে। খুব ছোট থেকেই সাংগ্রামী জীবনের সাক্ষী হয়েও নাকি পাচ্ছে না বাবা মার আদর সোহাগ। 😭😭অথচ যে হোটেলে কাজ করে, সেই হোটেল মালিক নাকি তাকে আদর করে সন্তারের মত।