Drug Info

Drug Info এই পেজ এর ভিডিও গুলো শুধুমাত্র তথ্যমূলক। কোন ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না।

'ভাইরাল' জিনিস টা সব সময় 'ভালো' টা নিয়ে আসে না..অনেক সময় 'বি-প-দ' ও ডেকে আনে...এই ভদ্রলোক কে চিনবেন হয়তো..আপনার হোমপেইজে...
12/08/2025

'ভাইরাল' জিনিস টা সব সময় 'ভালো' টা নিয়ে আসে না..অনেক সময় 'বি-প-দ' ও ডেকে আনে...

এই ভদ্রলোক কে চিনবেন হয়তো..আপনার হোমপেইজে তার ভিডিও গিয়েছে হয়তো..তবুও পরিচয় করিয়ে দিচ্ছি..উনি ঢাকায় একটা ভাতের হোটেল চালায়..উনি অন্য সবার চেয়ে 'আলাদা' কারন উনার হোটেলে উনি ছাড়া আর কেউ না-ই..কোনো স্টাফ ও না-ই..মানুষজন উনার হোটেলে এসে নিজে নিজে ভাত,মাংস নেয়, আবার একটা ডিব্বার মধ্যে টাকা দিয়ে চলে যায়..কেউ টাকা কম দিয়েছে কিনা এইটাও চেক করার সুযোগ উনার থাকেনা কারন হোটেল উনি একাই চালায়..মানুষ কে বিশ্বাস করে টাকা রাখার দায়িত্ব টাও মানুষের উপরেই দিয়ে দিয়েছে..
একটা টিভি চ্যানেল উনাকে নিয়ে নিউজ করে..সেটা ভাইরাল হয়ে যায়..তারপর থেকে অন্য টিভি চ্যানেল..ইউটিউবার থেকে শুরু করে যতো ভিউখোর আছে..সবাই উনাকে নিয়ে ভিডিও বানানো শুরু করে..

বি-প-দ টা আসে তারপরেই..পুলিশ আইসা উনাকে বলে 'এই হোটেল ভে-ঙ্গে ফেলতে হবে..আশেপাশে আরো অনেক দোকান আছে কিন্তু পুলিশের ভাষ্যমতে অন্য কারো টা না, শুধু উনার টাই ভে-ঙ্গে ফেলতে হবে..কেউ কেউ এসে সম্ভবত চাঁদাও চায়..উনি এখন সন্ধ্যার পরে বাইরে থাকতে পারেনা, বাসায় চলে যায়..কারন কি জানেন..উনাকে গাড়িতে করে উঠাইয়া নিয়ে যাবে,এই ভ-য়ে..

এখন সারাদেশের ভালো মানুষ..খা-রা-প মানুষ সবাই উনাকে চিনে..উনি নিজের মতোই চুপচাপ ব্যবসা করতো..কাউকে বলেও না-ই উনাকে নিয়ে নিউজ করার জন্য..ভদ্রলোক কা-ন্না করতে করতে বলে 'আমি তো বলি নাই আমাকে নিয়ে এইসব বানানোর জন্য..আপনারা আমাকে মাফ করেন..আমি ভুলে কোনো কথা বললে তার জন্য ও মাফ করেন..আমার বউ আমাকে কথা শুনায় এখন..

উনার জীবনের 'শান্তি' টা শে-ষ..ব্যবসা টাও বোধহয় যাবে..'ভাইরাল' সবার জীবনে 'আশীর্বাদ' হয়ে আসে না 🙂

Collected

আহা নারী কত অভিনয় করতে পারে। 😢এই সেই তনির প্রেমিক, যার সাথে ছিলো তনির পরকীয়া। এবং এর জন্য ই তনি তনির জামাইকে নিজ হাতে অয...
10/08/2025

আহা নারী কত অভিনয় করতে পারে। 😢

এই সেই তনির প্রেমিক, যার সাথে ছিলো তনির পরকীয়া। এবং এর জন্য ই তনি তনির জামাইকে নিজ হাতে অযত্নে মেরে ফেলেন,।
এবং পাবলিক কে এমন ভাবেই বুঝিয়েছেন দেখিয়েছেন, কোনো কিছুর কমতি ছিলো না।

তনি তুমি অভিনয়ে সেরা রে... 🤣

নাতির ভিউ ব্যবসার বলী হয়েছেন নানা-নানী। ইনকামের আশায় ভিডিওটি নিজের ফেসবুক পেইজে ছড়িয়ে দেন। পরে...
09/08/2025

নাতির ভিউ ব্যবসার বলী হয়েছেন নানা-নানী। ইনকামের আশায় ভিডিওটি নিজের ফেসবুক পেইজে ছড়িয়ে দেন। পরে...

Divorce মানেই অযত্নে বেড়ে ওঠা নয়, Ayyash এই কথাটার এক জীবন্ত প্রমাণ।ছোটবেলা থেকেই ওর বেড়ে ওঠা আমি কাছ থেকে দেখেছি —ভা...
08/08/2025

Divorce মানেই অযত্নে বেড়ে ওঠা নয়, Ayyash এই কথাটার এক জীবন্ত প্রমাণ।
ছোটবেলা থেকেই ওর বেড়ে ওঠা আমি কাছ থেকে দেখেছি —
ভালবাসা, গাইডেন্স, এবং যত্নে গড়ে ওঠা এক বাচ্চা।

আমার বন্ধু Nazia Hassan, একজন অসাধারণ মা।
ওর motherhood journey সবসময় আমাকে গর্বিত করেছে।
সবকিছু একসাথে সুন্দরভাবে সামলানো, এবং এখন দুজন সন্তানের মা হয়েও ওর ভালোবাসা আর দায়িত্বে একটুও ঘাটতি নেই।

অন্যদিকে, Aupurbo ভাইয়াও সবসময় Ayyash-এর জীবনে সক্রিয় ছিলেন —ভালোবাসা, সময়, এবং গুরুত্ব দিয়ে ওর পাশে থেকেছেন সবসময়।

সম্প্রতি একটা ভিডিও নিয়ে কিছু judgemental পোস্ট আর বিকৃত শিরোনাম দেখে খুব কষ্ট পেয়েছি।
একবারও ভাবা হয় না, এখন এই বাচ্চাটা স্কুলে পড়ে, বড় হচ্ছে,
এই ধরনের ভুল তথ্য বা সেনসেশনাল শিরোনাম ওর উপর কেমন প্রভাব ফেলতে পারে।

সব কিছু জানার আগে শুধুমাত্র কন্টেন্ট বা ক্লিকের জন্য
একটা সন্তানের স্বাভাবিক ও সুন্দর শৈশবকে প্রশ্নবিদ্ধ করা —
এটা খুবই দুঃখজনক এবং অন্যায়।

Ayyash যেভাবে বড় হচ্ছে,
তাই প্রমাণ করে —সচেতন Co-parenting আর ভালোবাসা থাকলে, ‘broken family’ বলে কিছু থাকে না।

অথচ জা*তিসংঘ মানবাধিকারের নামে বুলি উড়ায়।
07/08/2025

অথচ জা*তিসংঘ মানবাধিকারের নামে বুলি উড়ায়।

যারা যৌথ ফ্যামিলিতে থাকেন, তারা কিভাবে স"ম"স্যা হ্যান্ডেল করেন? আমার মোট ফ্যামিলি মেম্বার ৭ জন।১। ধরেন, বৌ তার জন্য কোন ...
07/08/2025

যারা যৌথ ফ্যামিলিতে থাকেন, তারা কিভাবে স"ম"স্যা হ্যান্ডেল করেন? আমার মোট ফ্যামিলি মেম্বার ৭ জন।

১। ধরেন, বৌ তার জন্য কোন আইস্ক্রিম আনতে বলেছে, আসার সময় একটা নিয়ে আসলাম। এখন নিজের কাছেই খুতখুত লাগে, যে বাসায় আব্বু আম্মু আছে, তাদের নিয়ে খেতে পারলে ভাল লাগত, কিন্তু সবার জন্য কিনার সামর্থ নেই। ধরেন, চুপ করে বৌকে এনে দিলাম, বাসার অন্য কেও দেখে ফেললে মন খা"রা"প করে ফেলতে পারে যে, চুপ করে বৌকে এনে খাওয়াই। কি করা যায় এই সিচুয়েশনে?

২। বৌ খেতে পছন্দ করে, তার বাপের বাড়ি থেকে তার জন্য মাঝে মাঝে নানা জিনিস রান্না করে দেয়, সে আমাকে নিয়ে খায়, কিন্তু বাসার সবাইকে নিয়ে খাওয়ার সুযোগ হয় না, পরিমানে কম থাকে তাই। কি করা যায় এই সিচুয়েশনে?

৩। বাড়িতে ছোট ভাই থাকে, যথেষ্ঠ বে"য়া"দ'বি করে, কিন্তু মা সব সময় তার পক্ষেই থাকে। বাসায় কোন জিনিস আনলে মা সব সময় তার জন্য আগে নেয়, তার টান বেশি টানে, কি করা যায় এই সিচুয়েশনে?

৪। বাবা মা, অনেক ক্ষেত্রেই ভু"ল থাকেন, অথচ ভু"ল-কে ভু"ল বলা যায় না, মনে ক''ষ্ট নেন, বুঝাতে চাইলে বুঝ নেন না, কি করা যায় এই সিচুয়েশনে?

নোট: আলাদা হতে চাই না, উনারা বয়স্ক মানুষ, অ"সু"স্থ থাকেন, আলাদা হওয়া সম্ভব না। আমি জাস্ট করনীয় জানতে চাচ্ছি। 🙏

>নাম প্রকাশে অনিচ্ছুক

আমাকে কোনো পুরুষ দেখেনা। কিন্তু,আমি দুনিয়ার অর্ধেক পুরুষ দেখে ফেলেছি।আমি দেখতে কেমন মাহরাম ছাড়া কেউ জানেনা। কিন্তু,আমি প...
07/08/2025

আমাকে কোনো পুরুষ দেখেনা। কিন্তু,আমি দুনিয়ার অর্ধেক পুরুষ দেখে ফেলেছি।

আমি দেখতে কেমন মাহরাম ছাড়া কেউ জানেনা। কিন্তু,আমি পাশের বাসার মেয়েটার ভাই কেমন জানি। কোন নায়ক গায়ক কেমন দেখতে জানি!

আমার অবয়ব কেমন আমার মাহরামও সঠিক জানেনা। কিন্তু,আমি পাশের বাসার ভাবির জামাই মোটা এটা জানি!

আমার পর্দা দ্বারা অন্য পুরুষ হেফাজত হচ্ছে ঠিকই। কিন্তু আমি হেফাজত হতে পারছিনা!

অন্য পুরুষকে কুদৃষ্টি,কুমন্ত্রণা,যিনা থেকে হেফাজত করলেও নিজে হেফাজত হইনি। আমি দেহকে হেফাজত করলেও দৃষ্টিকে সংযত করতে পারিনি।

সত্যিকার অর্থে আমি দৃষ্টি হেফাজতে ব্যর্থ!

-সংগৃহীত

 #আল্লাহর পরীক্ষা বুঝি এমনও হয়?আল্লাহ উনাকে ধৈর্য ধারন করার তাওফিক দান করুনমাত্র কয়েক ঘন্টার ব্যাবধানে স্বপ্নের এমন পরিস...
06/08/2025

#আল্লাহর পরীক্ষা বুঝি এমনও হয়?

আল্লাহ উনাকে ধৈর্য ধারন করার তাওফিক দান করুন

মাত্র কয়েক ঘন্টার ব্যাবধানে স্বপ্নের এমন পরিসমাপ্তি ঘটবে কে জানতো, মাত্র কয়েক ঘন্টা আগে এয়ারপোর্টে ট্রলি ভর্তি স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে! আর কয়েক ঘন্টা পরে নিজের সজনদের ব্যাগ ভর্তি লাশ নিয়ে স্বপ্নের সমাধি😭

স্বজনরা আসছিলো উনাকে রিসিভ করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সবাই ঠিকই বাড়ি যাচ্ছে কিন্তু লাশ হয়ে।

এই শিশুটির নাম ফায়াজ।খাবারের অভাবে শিশুটি মারা যায়।এই শিশুটির জায়গায় নিজের সন্তানকে ভাবলে আমাদের অনুভূতিটা কেমন হবে।হে আ...
06/08/2025

এই শিশুটির নাম ফায়াজ।খাবারের অভাবে শিশুটি মারা যায়।এই শিশুটির জায়গায় নিজের সন্তানকে ভাবলে আমাদের অনুভূতিটা কেমন হবে।হে আল্লাহ আমাদের অনুধাবন করার তৌফিক দিন।এই বিশ্ব মানবের অন্তরে আপনার রহমত ঢেলে দিন।শিশুটিকে জান্নাতুল ফেরদাউস দান করুন,আমীন।

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Azharuddin Arju, Gazi Ziarul Islam, Farha...
06/08/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Azharuddin Arju, Gazi Ziarul Islam, Farhana Khalil, Imran Khan, বাউল রাজু ফকির, Anowar Anowar, FT Noyon Rana, Md. Alamin Sorker, Munny Munny, Afsana Mahamud Mimi, শ্রী গনেশ চন্দ্র দাস, Sopna Sopna, Nobir Ahmed, Mahi Mahi, Rupa Meia, মনের মতো বন্ধু চাই, Hasan Hawlader, MD Tamzed Tamzed, Rana Islam, Sohel Khan, Shofikul Lslam, Rana Mondol, Ansur Shorts, Momin Ali, Sk Adom, Farhan Islam, Islam Kisi Kisi, মোঃ ফারুক, নবীউল্লাহ চৌধুরী, Shapla Sarkar

এরকম একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণ খোঁজে। আজ আমিরে জামায়াত ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন এনজিওগ্রাম করার জন্য। মূল...
05/08/2025

এরকম একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণ খোঁজে। আজ আমিরে জামায়াত ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন এনজিওগ্রাম করার জন্য। মূলত হার্টে রিং পরানোর উদ্দেশ্যেই যাওয়া। কিন্তু পরীক্ষার পর জানা যায়, তার হার্টে ৫টি ব্লক।

খবর শুনে প্রায় একশত হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসক হাসপাতালে ছুটে আসেন। জরুরি ভিত্তিতে বোর্ড গঠন করে সিদ্ধান্ত নেওয়া হয়, উন্নত চিকিৎসার জন্য উনাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

তবে আমিরে জামায়াত স্পষ্ট ভাষায় বলেন,
"আমি যদি চিকিৎসার জন্য বিদেশে যাই, তবে দেশের সাধারণ মানুষের এদেশের চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে। আমি দেশের ডাক্তারদের হাতেই চিকিৎসা নিতে চাই, ইনশাআল্লাহ।"

আগামী শনিবার ইউনাইটেড হাসপাতালেই তার ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা রয়েছে।

হে আল্লাহ আমাদের রাহবারকে সুস্থতা দান করো। তার সার্জারিকে তুমি কল্পনাতীত সহজ করে দাও। এই দেশের খেদমতে তুমি তাকে কবুল করে নাও।

শবনম ফারিয়ার প্রথম আলোতে বলা কিছু কথা একদম সত্যি।
03/08/2025

শবনম ফারিয়ার প্রথম আলোতে বলা কিছু কথা একদম সত্যি।

Address

Faydabad
Dakshin Khan

Telephone

+8801629279336

Website

Alerts

Be the first to know and let us send you an email when Drug Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Drug Info:

Share

Nearby media companies