Drug Info

Drug Info এই পেজ এর ভিডিও গুলো শুধুমাত্র তথ্যমূলক। কোন ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না।

চিকিৎসা করতে বাংলাদেশে আসছেন ১ হাজার আহত ফিলি*স্তিনি
20/04/2025

চিকিৎসা করতে বাংলাদেশে আসছেন ১ হাজার আহত ফিলি*স্তিনি

যারা যৌথ ফ্যামিলিতে থাকেন, তারা কিভাবে স"ম"স্যা হ্যান্ডেল করেন? আমার মোট ফ্যামিলি মেম্বার ৭ জন।১। ধরেন, বৌ তার জন্য কোন ...
19/04/2025

যারা যৌথ ফ্যামিলিতে থাকেন, তারা কিভাবে স"ম"স্যা হ্যান্ডেল করেন? আমার মোট ফ্যামিলি মেম্বার ৭ জন।

১। ধরেন, বৌ তার জন্য কোন আইস্ক্রিম আনতে বলেছে, আসার সময় একটা নিয়ে আসলাম। এখন নিজের কাছেই খুতখুত লাগে, যে বাসায় আব্বু আম্মু আছে, তাদের নিয়ে খেতে পারলে ভাল লাগত, কিন্তু সবার জন্য কিনার সামর্থ নেই। ধরেন, চুপ করে বৌকে এনে দিলাম, বাসার অন্য কেও দেখে ফেললে মন খা"রা"প করে ফেলতে পারে যে, চুপ করে বৌকে এনে খাওয়াই। কি করা যায় এই সিচুয়েশনে?

২। বৌ খেতে পছন্দ করে, তার বাপের বাড়ি থেকে তার জন্য মাঝে মাঝে নানা জিনিস রান্না করে দেয়, সে আমাকে নিয়ে খায়, কিন্তু বাসার সবাইকে নিয়ে খাওয়ার সুযোগ হয় না, পরিমানে কম থাকে তাই। কি করা যায় এই সিচুয়েশনে?

৩। বাড়িতে ছোট ভাই থাকে, যথেষ্ঠ বে"য়া"দ'বি করে, কিন্তু মা সব সময় তার পক্ষেই থাকে। বাসায় কোন জিনিস আনলে মা সব সময় তার জন্য আগে নেয়, তার টান বেশি টানে, কি করা যায় এই সিচুয়েশনে?

৪। বাবা মা, অনেক ক্ষেত্রেই ভু"ল থাকেন, অথচ ভু"ল-কে ভু"ল বলা যায় না, মনে ক''ষ্ট নেন, বুঝাতে চাইলে বুঝ নেন না, কি করা যায় এই সিচুয়েশনে?

নোট: আলাদা হতে চাই না, উনারা বয়স্ক মানুষ, অ"সু"স্থ থাকেন, আলাদা হওয়া সম্ভব না। আমি জাস্ট করনীয় জানতে চাচ্ছি। 🙏

>নাম প্রকাশে অনিচ্ছুক

সবাই বেশি বেশি শেয়ার দিন..... এই মেয়েটি কিছুক্ষন আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় মারা গ...
12/04/2025

সবাই বেশি বেশি শেয়ার দিন.....
এই মেয়েটি কিছুক্ষন আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় মারা গেছেন।এখনো পরিচয় সনাক্ত করা যায়নি।
বর্তমানে লাশটি বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে আছে
কারো পরিচিত হলে পরিবারে খবর পৌঁছে দিন। অথবা পরিবার খুঁজে পেতে সবাই বেশি বেশি শেয়ার দিন....

উনাকে কেউ চিনেন?মাওয়া রোডে এই এভাবে পড়ে আছে। উনার সাথের যেসব ফ্রেন্ড ছিল, তারা ভয়ে উনাকে রেখে চলে গেছে। পালস পাওয়া যাচ্ছ...
12/04/2025

উনাকে কেউ চিনেন?
মাওয়া রোডে এই এভাবে পড়ে আছে। উনার সাথের যেসব ফ্রেন্ড ছিল, তারা ভয়ে উনাকে রেখে চলে গেছে। পালস পাওয়া যাচ্ছে না। কেউ সাহসও করছে না আগানোর।

তাও একটা এম্বুলেন্স যাচ্ছিলো , তাকে আটকিয়ে ঢাকা মেডিক্যাল পাঠানো হচ্ছে। কিন্তু উনার ওয়ালেটে কোনো ইনফরমেশন নাই।
ফোনের লক খোলা যাচ্ছে না। কেউ চিনলে ঢাকা মেডিক্যাল খোজ নিন প্লিজ। উনার জন্য সবাই দোয়া করবেন।

আল্লাহ কিরকম বন্ধু এরা?
জায়গায় ডে*ড দেখেও কিভাবে ফেলে গেলো?
প্লিজ শেয়ার করে পরিবারের কাছে পৌঁছাতে সাহায্য করুন।

09/04/2025
জুতা চোর
07/04/2025

জুতা চোর

এই ছেলেটা হারায় গেছে। কোথায় বাসা বলতে পারছে নাহ।উওরা ওকে পাওয়া গেছে। কেউ চিনে থাকলে যোগাযোগ করুন উওরা পশ্চিম থানাAdmin a...
07/04/2025

এই ছেলেটা হারায় গেছে। কোথায় বাসা বলতে পারছে নাহ।উওরা ওকে পাওয়া গেছে। কেউ চিনে থাকলে যোগাযোগ করুন উওরা পশ্চিম থানা
Admin approved please

06/04/2025

আগামীকাল Gazar ভাইদের ডাকা বিশ্বব্যাপি হরতালে
দলমত নির্বিশেষে
দলে দলে যোগদান করুন।

আমরা ভীষণ খাচ্ছি-দাচ্ছি।সোনার চামচে তুলে নিচ্ছি গরম খাবার,মাংসের সুগন্ধ ভাসছে বাতাসে,পানির গ্লাসে কাঁচের প্রতিফলন জ্বলজ্...
06/04/2025

আমরা ভীষণ খাচ্ছি-দাচ্ছি।
সোনার চামচে তুলে নিচ্ছি গরম খাবার,
মাংসের সুগন্ধ ভাসছে বাতাসে,
পানির গ্লাসে কাঁচের প্রতিফলন জ্বলজ্বল করছে
আমাদের টেবিলে আলো জ্বলছে,
আমাদের জানালায় বসন্তের হাওয়া।

আর ওখানে, অনেক দূরে,
একটা শহর আছে—
যার রাত এখন আর কালো নয়,
আগুনের লেলিহান শিখায় লাল হয়ে আছে আকাশ।
সেখানে কারো টেবিল নেই,
শুধু উল্টে যাওয়া থালার পাশে
একজোড়া ছোট্ট হাত নিস্তেজ হয়ে পড়ে আছে।

দুই শহরে আজানের সুর।
এক শহরে—
সুরের ঢেউ বয়ে যায় বাতাসে,
শান্তিময় কণ্ঠ ভেসে আসে মিনার থেকে,
আর আমরা তা শুনতে শুনতে চায়ের কাপে চুমুক দেই।

অন্য শহরে—
আজান ওঠে, কিন্তু ভেঙে পড়ে শব্দের শরীর।
মিনারের পাশে এক বৃদ্ধ বসে থাকেন,
তার কপালে রক্ত জমাট—
আজান শেষ হবার আগেই
আকাশ ফেটে পড়ে আগুনে।
আজানের শব্দ মিলিয়ে যায় বোমার বিস্ফোরণে,
সেখানকার শিশুরা জানে না,
আজান আগে আসে, না ধ্বংস?

আমরা খাচ্ছি-দাচ্ছি,
রেস্টুরেন্টের উজ্জ্বল আলোর নিচে
হাসিমুখে কেউ বলে—
"আজ খাবারের স্বাদ দারুণ!"
কিন্তু গাজার শিশুরা এখন আর স্বাদ বোঝে না,
তারা শুধু জানে,
মাটির নিচে কতটুকু জায়গা পেলে
একজন মানুষ লুকিয়ে থাকতে পারে।

দুই শহর,
কিন্তু একটায় রাত মানে বিশ্রাম,
অন্যটায় রাত মানে—
এটাই হয়তো শেষ রাত।
একটায় ঘুম মানে স্বপ্ন দেখা,
অন্যটায় ঘুম মানে—
চিরতরে শুয়ে পড়া।

আমরা বাস করছি একটিতে,
আর অন্যটি জ্বলছে,
আমরা কেবল দেখতে পাচ্ছি ধোঁয়া,
কিন্তু গন্ধ পাচ্ছি না পোড়া মাংসের।
আমাদের রাত শেষে সকাল আসে,
ওদের রাতের পরে আসে শোকের নতুন সংখ্যা।

দুই শহরে আজান হয়,
একটায় প্রার্থনার জন্য,
অন্যটায় বেঁচে থাকার আকুতি নিয়ে।
সবার আকাশ একটাই,
সবার আল্লাহ একজনই,
তবু কেন এতো রক্ত ঝরে?

Address

Faydabad
Dakshin Khan

Telephone

+8801629279336

Website

Alerts

Be the first to know and let us send you an email when Drug Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Drug Info:

Share

Category