
21/07/2025
এই দেশে একজন মানুষ সকালবেলা সুস্থ শরীরে ঘর থেইকা বের হয়, মনে থাকে হাজারো ভাবনা, ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু কে জানে, সে আর ফিরবে তো আদৌ? এই শহরে আকাশ থেকে কখনও পড়ে ইট, কখনও রড, গ্ল্যাডার কিংবা হয়তো প্লেনও—. জীবন থেমে যায় এক নিমিষে। হাসিমুখটা জমে যায় নিথর দেহে। এমন অনিশ্চয়তা এমন অদ্ভুত নাটকীয়তা— একমাত্র বাংলাদেশেই সম্ভব। এটাই বাস্তবতা,
এটাই আমাদের দেশের নিঃশব্দ ইতিহাস🫡💔।
Pray for MILESTONE SCHOOL & COLLEGE.🤲 আল্লাহ হেফাজত করুক সকলকে।