18/11/2023
🖤🖤
20 December 2019 দিনটি ছিলো আজ পর্যন্ত আমার নেওয়া সব থেকে বড় Decision এবং সব থেকে ভালো Decision কারণটা বলতেছি এখন-
বিয়ে ব্যাপারটা আল্লাহর কাছ থেকে নির্ধারিত সেটা আমরা সবাই জানি কিন্তু তারপরও আমি মাঝে মাঝে অবাক হয়ে যায় তিনি কিভাবে আমার কপালে এতো ভালো একটা মানুষ লিখে রেখেছেন,আমি সব সময় নিজেকে অনেক ভাগ্যবান মনে করি , তবে সেটা এই জন্য না যে আমি দেশের বড় কোনো youtuber বা আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি আসলে ব্যাপারটা হলো মহান আল্লাহ পাক আমাক জীবনসঙ্গী হিসেবে এমন একটা মানুষ দিয়েছেন যে আমার থেকেও বেশি আমাকে বুঝে,আমার পরিবারকে বুঝে,আসলে আমি মানজিয়াকে আমার স্ত্রী হিসেবে পাওয়ার পর থেকে নিজেকে বেশি ভাগ্যবান মনে করি।
বিয়ের ব্যাপারটা এতোদিন শুধু আল্লাহ্ পাক জানেন সাথে আমার পরিবার ও কিছু কাছের মানুষ,আল্লাহর হুকুম এবং দুই পরিবারের সম্মতিতে আমরা 2019 এর ২০ December বিবাহ বন্ধনে আবদ্ধ হয়,
ব্যপারটা এতো জলদি হয়েছিলো যে সবাইকে কিভাবে জানাবো উপর থেকে আমার স্ট্রাগলের সময় ছিলো তখন
সহজ কথায় কোনো অনুষ্ঠান করে যে সবাইকে নিয়ে বড় করে বিয়ের আয়োজন করব সেই সামর্থ ছিলোনা,
যদিও মেয়েটা অল্পতে খুব খুশি ছিলো তখন কিন্তু আমার মাঝে একটু কষ্ট ছিলো কেননা আমার ইচ্ছে ছিলো অনেক সুন্দর করে তাকে ঘরে তুলে আনবো, যাইহোক যা হবার হয়েছে যদিও বর্তমান সময়ে ভালোবেসে বিয়ে করা পর্যন্ত নিয়ে যাওয়া অনেক কঠিন,আলহামদুলিল্লাহ আমাদের পরিবারগুলোর চিন্তাভাবনা ভালো তাই আমাদের সম্পর্কটা তারা মেনে নিলো।
এখন আপনাদের কথায় আশা যাক,শুরুতেই সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি এই কথাটা আগে না জানানোর জন্য , যখন থেকে বুঝলাম আপানারাও আমার আরেকটা পরিবার আপনাদেরও সব কিছু জানার অধিকার আছে কিন্তু অনেক দেরি করে ফেলাই বুঝতে পারছিলামনা কিভাবে জানাবো তারপরও অনেকবার বলার চেষ্টা করেছি বা বুঝিয়েছি কিন্তু ভাবলাম যে আর কত সবাই এমনিতেও জানে আমরা বিবাহিত এবার না হোক আপনাদের কাছে স্বীকারই করে দেই।
ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চান কোনো একদিন বড় করে আমি মানজিয়াকে আবার আমার ঘরে বরণ করব ওর কোনো স্বপ্ন যেনো আমার জন্য না পূরণ হয় এমন কিছু আমি হতে দিবোনা , সবাই দোয়া করবেন আমাদের জন্য❤️😇