Romantik golpo

Romantik golpo Plz like may page

20/04/2025

"নীরব ভালোবাসার গল্প"

তাদের পরিচয় হয়েছিল হঠাৎ করেই, এক নির্জন দুপুরে, এক ছোট্ট ভুলে। ভুল মেসেজ, ভুল নাম, কিন্তু তবু যেন ঠিক ঠিক হৃদয়ে গেঁথে গেল সেই প্রথম যোগাযোগ।

প্রথমদিকে ছিল সামান্য কথাবার্তা—কেমন আছো, কী করো, কী ভালো লাগে। ধীরে ধীরে কথাগুলো রং পেলো, অনুভব পেলো, আর একসময় মনেও ঠাঁই পেলো।

সে ছিল খুব সাধারণ, চাহিদাহীন। কখনো কিছু দাবি করেনি, শুধু চেয়েছে একটু সময়, একটু ভালোবাসা। আর অন্যজন ছিল সেইরকম—যে কথা না বললেও অনুভব করতে পারতো তার হাসির আড়ালের কান্না।

তারা একসাথে গল্প করতো, ভবিষ্যতের স্বপ্ন আঁকতো, আর বিশ্বাস করতো—ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, নিঃশব্দে।

একদিন তারা চুপচাপ বসে ছিল, হাত ধরে। কিছু বলছিল না, কিন্তু সব কিছু বলেও দিচ্ছিল। কারণ ভালোবাসা সবসময় শব্দ চায় না, মাঝে মাঝে চোখের দিকে তাকানোই যথেষ্ট।

এখন তারা একসাথে—কোনো ঢাকঢোল নেই, কোনো বড় ঘোষণা নেই। শুধু হৃদয়ের গভীরতায় বাঁধা এক ভালোবাসা, যা প্রতিদিন আরও গভীর হয়।

"ভালোবাসা মানে শুধু প্রেমিক-প্রেমিকা হওয়া নয়, বরং একে অপরের সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠা, সারা জীবন ধরে।"

17/04/2025

“কেছি হও মেরি মোটি” 🤭❤️

17/04/2025

**শিরোনাম: "তোমার জন্য এক চুমুক চা"**

তারা দু'জনের প্রথম দেখা হয়েছিল এক বৃষ্টিভেজা সকালে, এক ছোট্ট চায়ের দোকানে। ছেলেটি ভেজা জামাকাপড়ে গরম চায়ের খোঁজে আর মেয়েটি... সে যেন হারিয়ে ছিল নিজের মনেই। ছেলেটি এক কাপ চা এগিয়ে দিল মেয়েটার দিকে, হেসে বললো,
“তোমার জন্য এক চুমুক চা, বৃষ্টিটা একটু কম কাঁদাক।”

মেয়েটা চেয়ে রইলো ছেলেটার চোখের দিকে। অদ্ভুত একটা শান্তি ছিল সেখানে। তারপর ধীরে ধীরে শুরু হলো কথা, শুরু হলো গল্প, শুরু হলো... ভালোবাসা।



বছর ঘুরে গেল। এখনো তারা সেই একই দোকানে যায়। ছেলেটি আজও এক কাপ চা এগিয়ে দেয়, আর বলে,
“তোমার জন্য, প্রতিদিন এক চুমুক ভালোবাসা।”

---

*ভালোবাসা সবসময় বড় কিছু হতে হয় না, অনেক সময় ছোট একটা চায়ের কাপেই লুকিয়ে থাকে হাজারটা অনুভব...*

17/04/2025

“একটি বাস্তব অভিজ্ঞতা” 🔥❤️

শিরোনামঃ তামজিদ & তাজনুভা: এক ছোট্ট প্রেমের শুরু, এক বিশাল জীবনের যাত্রা

আমাদের পরিচয় হয়েছিল ফেসবুকে—একটা সাধারণ “Hi” দিয়ে শুরু। তখন ভাবিনি, এই মেসেজটাই একদিন জীবনের সবচেয়ে সুন্দর গল্পের প্রথম বাক্য হয়ে দাঁড়াবে।
তাজনুভা—একটা নাম, যার সাথে ধীরে ধীরে জড়িয়ে গেছে আমার সকাল, আমার রাত, আমার প্রতিটা স্বপ্ন।

সে কখনোই অতিরিক্ত কিছু চায়নি, তার ভালোবাসা ছিল সহজ, নির্মল। সে সবসময় আমার পাশে থেকেছে—আমার খারাপ দিনে, হতাশার রাতে, স্বপ্ন ভাঙা মুহূর্তে। সে শুধু আমার ভালোবাসার মানুষ নয়, সে আমার শান্তি, আমার আত্মার ঠিকানা।

আর আজ... আমি গর্ব করে বলছি, সেই মেয়েটি এখন আমার স্ত্রী।
আর সবচেয়ে মিরাকেল বিষয়—সে এখন একজন মা হতে চলেছে।
আমাদের গল্পে এখন আর শুধু আমি আর সে নেই, আমাদের মাঝে আসছে আরেকটা ছোট্ট প্রজাপতি, আমাদের ভালোবাসার পরিপূর্ণ প্রতিচ্ছবি।

অনেকেই বলে, সত্যিকারের ভালোবাসা এখন আর টিকে না।
আমি শুধু মুচকি হেসে বলি, “আমাদের দিকে তাকাও...”

"ভালোবাসা তখনই পরিপূর্ণ হয়, যখন তা শুধু দু'জনের মধ্যে না থেকে তিনজনের স্বপ্ন হয়ে ওঠে..."
“ভালোবাসা তখনই সত্যি হয়, যখন সে শুধু স্বপ্নে না, বাস্তবেও পাশে থাকে।"

17/04/2025

#তুমি_বৃষ্টি_হয়ে_নামলে

#পর্ব_২



অনু একবার পিছন ফিরে আবিরের দিকে তাকিয়ে চুল নাড়িয়ে চলে গেলো৷

রুমিঃঅনু ওই ছেলেটা তোকে ডাকলো তুই শুনলি না কেন৷
ধুর চেনা নাই জানা নাই কী দরকার তার সাথে কথা বলার আর আমি জানি নিশ্চয় অপমান করার জন্য ডেকেছিলো ভালো হয়েছে চলে আসছি৷
হুম৷আচ্ছা আমি যে তোর কাছে আমার ডায়েরি দিয়েছিলাম ডায়েরিটা দে৷
অনু হাতের দিকে তাকিয়ে দেখলো ওর হাতে শুধু বায়োলজি বই আর আরেকটা খাতা পড়ে আছে৷ ডায়েরির চিহ্নও নাই৷
কী রে দে৷
আসলে ডায়েরি আমার কাছে নাই তো৷
কী করেছিস আমার ডায়েরির?
হারিয়ে ফেলেছি মনে হয়৷
হারিয়ে ফেলেছিস মানে৷ তুই জানিস ডায়েরির ভিতরে কত টাকা ছিলো৷
কত ছিলো৷
এক টাকা না দুই টাকা না পাঁচ টাকা ছিলো৷
ওহ মাই গড তাহলে তো আমি তোর কোটি টাকা হারিয়ে ফেলেছি যত্তসব৷ চল দেখি আশে পাশেই আছে হয়তো৷

অনু আর রুমি এদিক ওদিক তাকাতে তাকাতে আবার শপিং মলে গেলো৷

"আমার কী মনে হয় জানিস তখন যে তোকে ছেলেটা ডাক দিয়েছিলো সেটা মেইবি ডায়েরির জন্যই ডেকেছিলো হয়তো সেখানেই পড়েছিল৷

অনু আর রুমি বর বড় কদম ফেলে এগিয়ে গিয়ে দেখল ডায়েরি ঠিক সেখানেই আছে৷

অনুঃডায়েরি তো পেয়ে গেছিস এবার চল বাসায় ফিরে যাই৷
🍁
অনু বাসায় ঢুকে দেখলো দুটি ছেলে সোফায় বসে আছে৷ অনু তাদের দেখে এক মুহুর্তে নিস্তব্ধ হয়ে গেলেও পরে গিয়ে জড়িয়ে ধরলো৷

"ভাইয়া তোমরা কখন এলে?
আদিলঃএকটু আগে এসেছি৷
তোমরা আজ ফিরছো বললে না যে৷
আদনানঃসারপ্রাইজ৷
হঠাৎ কেনো ফিরলে কারনটা কী৷

আদিলঃআবির আসলো আর আমরা আসবোনা তা কী করে হয়৷

অনু মন খারাপ করে চলে গেলো৷ সে ভেবেছিলো তাই ভাইরা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছে৷
অনু রুমে গিয়ে দেখলো ছোঁয়া ওর খাটে বসে বসে চিপস খাচ্ছে৷

অনুঃকী তোর না পেটে ব্যাথা তাহলে চিপস খাচ্ছিস যে৷
ছোঁয়াঃপেটে ব্যাথা কমে গেছে৷বাই দ্যা ওয়ে তুই এতো তারাতাড়ি চলে এলি যে৷
ক্লাস করিনি৷
ওহ৷ আজ আমরা সবাই আবির ভাইয়াকে দেখতে যাবো৷
তাকে দেখার কী দরকার৷ এতই যখন দরকার তাহলে সে আসুক না আমরা কেন যাব ন্যাকা৷
এসব কী বলছিস অনু৷ দেখতে যাব এতে ন্যাকার কী আছে৷ আর হে তুইও যাচ্ছিস৷
জীবনেও না৷
তাহলে আমিও যাব না৷ তুই তো জানিস তোকে ছাড়া আমি কোথাও যাইনা৷ অনেকদিন ধরে মামার বাসায় যাইনা তাদের দেখিনা৷
আমি পারবনা ছোঁয়া
তাহলে আমিও যাব না৷
ছোঁয়া মন খারাপ করে ফেললো৷ অনু ছোঁয়ার কাঁধে হাত রেখে বললো সে যাবে৷ ছোঁয়া তো।অনুর যাওয়ার কথা শুনে সেই লেভেলের খুশি৷
🍁
আবিরদের বাড়িতে এসে অনুর মনে শুধু ধুকপুক ধুকপুক করছে৷ না জানি কখন আবার আবিরের সামনে পরে যায়৷

অনুঃছোঁয়া সামান্তা আর আরুহি কোথায় ওদের তো দেখছিনা৷
জানিনা রে৷ দেখ কোনো রুমেই বসে আছে হয়তো৷
অনু দেখে দেখে সিড়ির বাম রুমের পাশে গিয়ে দাঁড়ালো৷

"সিঁড়ির ডান পাশের রুমে আবির ভাইয়া থাকতো৷ দেখি বাম পাশের রুমে আছে কী না৷

অনু দরজা টেলে রুমে গিয়ে দেখলো রুম একেবারে অন্ধকার৷পাশের রুমের আবছা আলোতে কিছু কিছু দেখা যাচ্ছে৷

"এই দিনের বেলা রুমটাকে কে এতো অন্ধকার করে রেখেছে৷

অনু টেবিলে কাছে গিয়ে দেখলো দুই সেট বই৷ এক সেটে আরুহির নাম লিখা আরেক সেটে সামান্তার।

"তাহলে তো এই রুমে আরুহি আর সামান্তা থাকে৷

অনু আস্তে আস্তে খাটের দিকে এগিয়ে গিয়ে দেখলো কে যেনো কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে৷

"এটাতো নিশ্চিত সামান্তা৷ ওরই দিনের বেলায় ঘুমানোর অভ্যাস৷
অনু আর কিছু না ভেবে ব্যক্তিটির পাশে গিয়ে শুয়ে পরলো৷আস্তে আস্তে পিছন থেকে হাল্কা জড়িয়ে ধরলো৷

"সামান্তা এখনো ঘুমাবি নাকি৷ এতোদিন পর তোদের বাসায় আসলাম কোথায় একটু ভালো মন্দ গল্প করবো তা না পরে পরে ঘুমাচ্ছে৷

অনুর হাত গেলো ওর পাশে শুয়ে থাকা ব্যক্তিটির মাথায়৷

"এমা এর দেখি চুল ছোট ছোট তারমানে এটা ছেলে কিন্তু কে এটা৷

অনু লাফ দিয়ে খাট থেকে নেমে জুতা পায়ে না দিয়ে হাতে নিয়ে ভো দৌড়৷

পথেই সামান্তার সাথে দেখা৷

সামান্তাঃকী রে তুই এমন পাগল ছাগলের মতো ছুটছিস কেন৷
তুই এখানে তাহলে রুমে কে৷
রুমে তো আবির ভাইয়া৷ ভাইয়ার রুমে শ্রাবন ভাইয়া ঘুমিয়ে আছে তাই ভাইয়া আজ আমার রুমে ঘুমিয়েছে৷
ওহ ঠিক আছে৷ আচ্ছা রুহি কোথায়
ও ছোঁয়ার সাথে ছাঁদে আছে৷
অনু সিড়ি বেয়ে নিচে নামছে আর নিজেকে বকাঝকা করছে৷

"ও আল্লাহ গো আমি কী না আবির ভাইয়াকে জড়িয়ে ধরেছি৷ ওই ক্ষ্যাত কে৷ ছিঃ ছিঃ ভাবতেই কেমন গা গুলিয়ে আসছে৷

আবিরের মাঃকী হয়েছে অনু কী বকবক করছো৷
কিছু না মামি৷ এমনি৷
আবিরের সাথে দেখা হয়েছে৷
না মামি৷
🍁
রাতে~~~~

ছাঁদে একা দাড়িয়ে আছে অনু৷ আর একমনে আকাশের দিকে তাকিয়ে আছে৷ বিকেলে এসেছিলো রাত হয়ে গেছে একবারো আবিরের সাথে দেখা হয়নি৷ অনুরও কেন জানি আবিরকে দেখতে খুব মন চাইছে৷ এই প্রথম আবিরদের বাড়িতে এসে সে মন খারাপ করেছে৷ আগে যখন আসতো তখন আবির অনুকে নিয়ে ছাঁদে যেত খেলা করতো ওর জন্য ফুল এনে কানে গুজে দিতো৷ কিন্তু এখন এসব কিচ্ছু নেই৷ ছাঁদে অন্য কারও উপস্থিতি টের পেয়ে পাশে তাকিয়ে দেখলো একটা ছেলে কিছুটা দূরে পিছন ফিরে দাঁড়িয়ে আছে৷ অনু ছেলেটির দিকে এগিয়ে গেলো৷

"কে আপনি?

কোনো মেয়েলি কন্ঠ শুনে আবির ফিছন ফিরে তাকালো৷

আবিরকে দেখে অনু যেমন শক খেয়েছে তেমন আবিরও৷

চলবে,,,,,

(আজকের পার্ট ছোট হওয়ার জন্য আমি দুঃখিত৷ অনেক বিজি ছিলাম আজ। তারপরও একটু একটু করে যেটুকু লিখেছি ততটুকুই পোস্ট করেছি৷বানান ভুল আছে দয়া করে নিজ দায়িত্বে বুঝে নিবেন)

Big shout out to my new rising fans! শিশির ভেজা ঘাস
03/04/2025

Big shout out to my new rising fans! শিশির ভেজা ঘাস

Address

Daudkandi
3517

Telephone

+8801744624859

Website

Alerts

Be the first to know and let us send you an email when Romantik golpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Romantik golpo:

Share

Category