Daudkandi Protidin

Daudkandi Protidin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daudkandi Protidin, Media/News Company, Daudkandi, Daudkandi.

একটি ক্যাপ এক বোতল পানি শ্রমিকের হাসিভরদুপুর। প্রচন্ড রোদ। উত্তাপ গরম। আমরা সড়কের পাশে দাঁড়িয়ে শ্রমিকের হাতে তুলে দিচ্ছি...
01/05/2024

একটি ক্যাপ এক বোতল পানি শ্রমিকের হাসি

ভরদুপুর। প্রচন্ড রোদ। উত্তাপ গরম। আমরা সড়কের পাশে দাঁড়িয়ে শ্রমিকের হাতে তুলে দিচ্ছি একটি ক্যাপ ও এক বোতল পানি। সামান্য এই সহযোগিতা তাদের মুখে হাসি ফুটেছে।

আজ বিশ্ব শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে 'নিরাপদ চিকিৎসা চাই' কুমিল্লা জেলা শাখার উদ্যোগে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে এই মানবিক কাজ করে স্বেচ্ছাসেবীগণ।

ধন্যবাদ, সংগঠনটির কুমিল্লা জেলা শাখার সভাপতি কবি আলী আশরাফ খানকে। মহৎ কাজটি করার জন্য উদ্যোগ গ্রহন করায়।

১ মে ২০২৪
গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা।

পেশাদার  ও অভিজ্ঞ গণমাধ্যমকর্মীদের নিয়ে পূর্ণগঠন হতে যাচ্ছে দাউদকান্দি প্রেস ক্লাব১৯৮৫ সালে হাতেগোনা কয়েকজন গণমাধ্যমকর্ম...
28/04/2024

পেশাদার ও অভিজ্ঞ গণমাধ্যমকর্মীদের নিয়ে পূর্ণগঠন হতে যাচ্ছে দাউদকান্দি প্রেস ক্লাব

১৯৮৫ সালে হাতেগোনা কয়েকজন গণমাধ্যমকর্মী নিয়ে পথ চলা শুরু হয় দাউদকান্দি প্রেস ক্লাবের। দীর্ঘ এ পথচলায় দেশে বেড়েছ গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীর সংখ্যা। তাই গত কয়েক বছরে দাউদকান্দিতে সংবাদকর্মীদের হয়েছে একাধিক সংগঠন।

স্মার্ট দাউদকান্দি গড়ার লক্ষ্যে বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সাংবাদিকদের ঐক্যের ডাক দেন। সেই ডাকে দাউদকান্দির সকল সংগঠনের নেতৃবৃন্ধ একমত পোষণ করেন।
এই ধারাবাহিকতায় দাউদকান্দির সাংবাদিকদের প্রথম সংগঠন ""দাউদকান্দি প্রেস ক্লাব"" পুনঃ গঠন করার সিদ্ধান্তে একমত হন।

সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য ছয় সদস্যের গঠনতন্ত্র এবং তিন সদস্য বিশিষ্ট তালিকা প্রনয়ণের জন্য পৃথক দু'টি উপকমিটি গঠন করা হয় । দুই কমিটির একাধিক বৈঠকে বর্তমানে দাউদকান্দিতে পেশাদার, স্বচ্ছ ও অভিজ্ঞ ২৭জন গণমাধ্যমকর্মীর নাম প্রথম পর্যায়ে তালিকাভুক্ত করা হয়।

এছাড়া বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কাজ করছেন এমন সংবাদকর্মীর নাম তালিকায় অন্তর্ভূক্ত করতে পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র গ্রহন করার সিদ্ধান্ত সর্বসস্মতভাবে গৃহিত হয়।

গতকাল( ২৬ এপ্রিল শুক্রবার) আমাদের সভা শেষ হয়। কিন্তু উদ্ভেগের বিষয় আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম কতিপয় ব্যাক্তি নিজেকে সংবাদকর্মী দাবী করে দাউদকান্দি প্রেস ক্লাব গঠনের লক্ষে তালিকাভুক্ত সংবাদকর্মীদের লক্ষ্য করে বিভিন্ন মানহানিকর, কুৎসা, অপপ্রচার ও প্রপাগান্ডা ছড়াচ্ছে।

অথচ এই ২৭ জনের তালিকার বাহিরে যারা গণমাধ্যমে কাজ করে নিজেকে গণমাধ্যমকর্মী হিসেবে দাবী করে, ওইসকল ব্যাক্তিগণ আদব বিনয় ও প্রফুল্লের সহিত তালিকার বিষয়টি সম্পর্কে তারা জানতে পারতো অথবা কিভাবে তালিকায় অন্তর্ভূক্ত হওয়া যায় সে বিষয়ে সিনিয়রদের নিকট থেকে পরামর্শ ও দিক নির্দেশনা নিতে পারতো।

কিন্তু তা না করে শিষ্টাচার ও পেশাদারিত্বের বাহিরে গিয়ে করা এমন অনৈতিক কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তালিকায় অন্তর্ভূক্ত গণমাধ্যমকর্মীগন।

03/04/2024

#শোক সংবাদ #
দাউদকান্দি উপজেলা সদর সবজিকান্দি গ্রামের সাংবাদিক আবু তাহের নয়নের মা, কিছুক্ষণ আগে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার'এ নতুন বই উপহার দিলেন ইউএনও আরাফাতুল আলমআসছে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দাউদকান্দি উপজেলার ক...
03/04/2024

সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার'এ নতুন বই
উপহার দিলেন ইউএনও আরাফাতুল আলম

আসছে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দাউদকান্দি উপজেলার কাদিয়ারভাঙ্গা গ্রামে অবস্থিত "সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার-এ বই উপহার দিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাতুল আলম।

তিনি আজ দুপুরে নিজ কার্যালয়ে পাঠাগার-এর প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধানের হাতে উপহারের বইগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান।

পাঠাগার-এর প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধান বলেন, আসছে ঈদ-উল ফিতর উপলক্ষে "গ্রামের শিশু-কিশোরদের ঈদ সালামি হিসেবে নতুন বই দেয়ার একটি পরিকল্পনা করেছি। কারন, ঈদে অনেকেই নতুন জামা ও নতুন টাকা দেয়। কিন্তু নতুন বই কেউ দেয় না।

সমাজের শিশু-কিশোরদের বই মূখী করতে এবং বই পড়ার আগ্রহ গড়ে তুলতে এই উদ্যোগ নিয়েছে "সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার। এই বিষয়টি সম্পর্কে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাতুল আলম মহোদয়কে জানালে তিনি আনন্দচিত্তে তাৎক্ষনিক ১১টি নতুন বই আমার হাতে তুলে দেন। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।

ভয়েজার ইংলিশ স্কুল এন্ড কলেজ দাউদকান্দি শাখার  উদ্যোগে পবিত্র রমাদানের গুরুত্ব, তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল...
24/03/2024

ভয়েজার ইংলিশ স্কুল এন্ড কলেজ দাউদকান্দি শাখার উদ্যোগে পবিত্র রমাদানের গুরুত্ব, তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্কুলের দাউদকান্দি ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হয়।

দাউদকান্দিতে সমাজ উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতারকুমিল্লার দাউদকান্দি উপজেলার অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী-উন্নয়নমূলক...
24/03/2024

দাউদকান্দিতে সমাজ উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার

কুমিল্লার দাউদকান্দি উপজেলার অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী-উন্নয়নমূলক সংগঠন "বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে পবিত্র রমাদান উপলক্ষে ওই ইউনিয়নের প্রবীন-মুরুব্বী, আলেম-শিক্ষক-সাংবাদিক, আইনজীবী-রাজনৈতিক, স্বেচ্ছাসেবী-জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদের সন্মানে "সমাজ উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. নুরআলম ভূঁইয়া (আলম)'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গৌরীপুর এসএ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি মো. খোরশেদ আলম টাইগার, সংগঠনের উপদেষ্টা মো. শাহিন আহাম্মেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদার, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম মিজান।

সংগঠনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাসে রাফী, সদস্য হাবিবুর রহমান, মো. শরীফুল ইসলাম, রাশেদুল ইসলাম, সজিব তালুকদার, ওমর ফারুক প্রধান। আলোচনা শেষে দোয়া ও মুনাজাত করেন সংগঠনের উপদেস্টা আল্লামা সাইফুল ইসলাম জিহাদী।

www.prodhankhabor.comএখনই লগিং করুন, নতুন নতুন খবর জানুন।
14/12/2023

www.prodhankhabor.com
এখনই লগিং করুন, নতুন নতুন খবর জানুন।

10/10/2023
ব্লাড ফর দাউদকান্দি সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এমএ সাত্তার বলেন, আপনারা হলেন রক্ত দানবীর। এটা এ...
30/09/2023

ব্লাড ফর দাউদকান্দি সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এমএ সাত্তার বলেন, আপনারা হলেন রক্ত দানবীর। এটা একটা মহৎ কাজ। ধনী মানুষ হলেই রক্ত দেওয়া যায় না। কিন্তু আপনারা দিতে পারছেন। এটা সৌভাগ্যের বিষয়। আপনারা দীর্ঘ ১০ বছর ধরে রক্তদান করে যাচ্ছেন। এটা একটা বিশাল ত্যাগ।

তিনি আরো বলেন, রক্ত দিতে অনেক সময় আপনারা নিজের পকেটের টাকা খরচ করেন। এখানে অনেক শিক্ষার্থী ভাই রক্ত দিচ্ছেন। আপনারা অসহায় মানুষের জন্য রক্ত দিতে দূরদূরান্তের পথে যাতায়াত করেন।

এই যাতায়াত খরচের জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সংগঠনে ১ লক্ষ টাকা অনুদান দিবো। আপনারা এই মহৎ কাজ চালিয়ে যান। আপনাদের যে কোন প্রয়োজনে পাশে থাকবো।

গতকাল শুক্রবার বিকালে ব্লাড ফর দাউদকান্দি' নামক স্বেচ্ছাসেবী সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষে গোমতী-মেঘনা নদীতে নৌভ্রমণে মিলনমেলা, আলোচনা সভা ও মন্মান ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক তৌফিক রুবেল, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার, মেহেদী হাসান রনি, ডিকে হাসপাতালের পরিচালক নুরুজ্জামান, এ্যাপলো হাসপাতালের পরিচালক নাজমুল আলম প্রমূখ।

আলোচনা শেষে সেরা ১০জন রক্তদাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। রক্তদাতারা হলেন, ডিকে সবুজ, নাজমুল আলম, অ্যাডভোকেট সুমন, শামীম চৌধুরী, তৌফিক রুবেল, জোবায়ের চৌধুরী, মমিন, হিমু, মনির হোসেন ও মোহাম্মদ রবিন। এছাড়াও অতিথিদের সম্মাননা স্মারক ও বিভিন্ন ইভেন্টের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

"আপনারা হলেন রক্ত দানবীর: এমএ সাত্তার"

https://www.prodhankhabor.com/909
25/09/2023

https://www.prodhankhabor.com/909

পাঁচ বছরে সাড়ে ৫ হাজার কুটি টাকার উন্নয়ন করেছি: একান্ত সাক্ষাৎকরে সাবেক এমপি আমির হোসেন ভূঁইয়া

24/09/2023

"কবি-রাণী"~~~~~~~
কাজী নজরুল ইসলাম

তুমি আমায় ভালোবাসো
তাই তো আমি কবি।
আমার এ রূপ-সে যে
তোমায় ভালোবাসার ছবি।

আপন জেনে হাত বাড়ালো-
আকাশ বাতাস প্রভাত-আলো,
বিদায়-বেলার সন্ধ্যা-তারা
পুবের অরুণ রবি,-
তুমি ভালোবাস বলে ভালোবাসে সবি।

আমার আমি লুকিয়েছিল
তোমার ভালোবাসায়,
তুমিই আমার মাঝে আসি’
অসিতে মোর বাজাও বাঁশি,

আমার পূজার যা আয়োজন
তোমার প্রাণের হবি
আমার বাণী জয়মাল্য, রাণি! তোমার সবি।
তুমি আমায় ভালোবাস তাই-তো আমি কবি।
আমার এ রূপ-সে যে তোমার ভালোবাসার ছবি।

#কবি #কবিতা #কাজী নজরুল ইসলাম
#বই #গল্প #ইতিহাস #পাঠাগার #শিক্ষা khabor #কাদিয়ারভাঙ্গা
#সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার
#দাউদকান্দি সাহিত্য সংসদ
#কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশন
#বেগম রহিমারোশন গার্লস মাদরাসা।

https://www.prodhankhabor.com/901
23/09/2023

https://www.prodhankhabor.com/901

"সড়কে ফিটনেস বিহীন কোন গাড়ী চলবে না: এসপি খাইরুল আলম

23/05/2023
"৭৫ বোতল ফেন্সিডিল একটি প্রাইভেটকার ও ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার" গত ২২/০৫/২০২৩খ্রিঃ তারিখে দাউদকান্দি মডেল থানার এসআই...
23/05/2023

"৭৫ বোতল ফেন্সিডিল একটি প্রাইভেটকার
ও ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার"

গত ২২/০৫/২০২৩খ্রিঃ তারিখে দাউদকান্দি মডেল থানার এসআই(নিঃ) নাজমুল হাসান এবং সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করে দাউদকান্দি মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কস্থ আমিরাবাদ মোড়ে ঢাকাগামী রাস্তার উপর তল্লাশি করে ৭৫ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী মোঃ হিমেল (২৩), কে গ্রেফতার করা হয়।

এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Address

Daudkandi
Daudkandi
3516

Alerts

Be the first to know and let us send you an email when Daudkandi Protidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daudkandi Protidin:

Share