11/01/2023
👉কথাটা তিতা হলেও সত্যি 👈
আমরা ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে চাই কিন্তু আমরা ফ্রিল্যান্সিং শিখতে চাই না 🥰🥰
ফ্রিল্যান্সিং লাইফে আসার পর কিছু আল্ট্রা লেভেলের লিজেন্ডের সাথে পরিচয়। কিছু উদাহরণঃ
➡️ আপু মাসে কত বেতন পান?
▶️ আপু ফ্রিলান্সিং কোনো জব না, যে মাসিক বেতন দিবে। এইটা মুক্ত পেশা, মুক্তভাবে ইনকাম করবেন।
➡️ আপু আমি শিখতে চাই, ফ্রি তে শিখা যাবে?
⛔ বাঙালির স্বভাব হচ্ছে ফ্রি ফ্রি চাওয়া। জ্বি, ভাইয়া। ইনস্টিউট তো হাওয়ায় চলে, ইনস্টিটিউট এর কোনো খরচ নাই। আপনাকে ফ্রি তেই শিখিয়ে দিবে।
➡️ ভাইয়া, আমি ভর্তি হওয়ার ১ মাসের মধ্যে প্রতি মাসে কম করে ১০-১২ হাজার টাকা ইনকাম করতে পারব?
▶️ এরা কাজ ভালোভাবে না শিখেই ইনকাম এর জন্য অস্থির হয়ে যায়। কাজটা আগে ভালোভাবে শিখেন। শিখতে পারলে অবশ্যই পারবেন ।
➡️ আপু আমি কোর্সে ভর্তি হতে চাই, কিন্তু আমি চাচ্ছি আমি যদি ইনকাম করতে পারি তাহলে টাকা দিবো না হলে দিবো না।
▶️ ভাই, স্কুল কলেজে ভর্তির আগে কি কখনো বলেছিলেন, স্যার আমি যদি জব পাই তাইলে বেতন দিবো, না হলে দিবো না? তাহলে ফ্রিলান্সিং করতে এসে এই কথাটা বলা অসামঞ্জস্য নয় কি‼️
➡️ সবচেয়ে আল্ট্রা লেভেলের লিজেন্ড হচ্ছে - আমি শিখতে চাই কিন্তু ভাবছি আরেকটু বয়স হলে শিখব। এখন শিখে নাকি লাভ নাই, অনেকে বলে।
▶️ ভাইয়া, শেখার কোনো বয়স নাই, শুধু ইচ্ছাশক্তিটা থাকা দরকার ✨
⛔ এরকম আরো হাজার হাজার লিজেন্ড আমাদের চারপাশে ভরপুর।
সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এরা নিজেরাও কিছু করে না, অন্য কেউ কোন কিছু করতে গেলে তাদের নিরুৎসাহিত করে।
👉কাজের পেছনে দৌড়ান,, টাকার পেছনে না। দেখবেন একদিন টাকা আপনার পেছনে দৌড়াচ্ছে ।👈
সুতরাং, আপনারা আগে দক্ষতা অর্জন করেন, ইন শা আল্লাহ পরে ঠিক ই টাকা ইনকাম করতে পারবেন।