Life.ツ

Life.ツ তুমি এসো কোন এক ক্লান্তময় বিকালে,
আমি তোমার কাঁধে মাথা রেখে,
প্রশান্তি খুঁজে নিবো।

স্বাগতম Life.ツ (Real Life) পেজে!

এই পেজটি তাদের জন্য, যারা জীবনে এগিয়ে যেতে চায়, কিন্তু মাঝে মাঝে হারিয়ে ফেলে অনুপ্রেরণা।
আমরা এখানে শেয়ার করি প্রতিদিনের মোটিভেশনাল লেখা, বাস্তব জীবনের গল্প, সফল ব্যক্তিদের উক্তি, এবং মন ভালো করার বার্তা — যা আপনাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে।

আমাদের লক্ষ্য:
✅ হতাশা কাটিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করা
✅ তরুণ সমাজকে অনুপ্রেরণা দিয়ে গড়ে তোলা
✅ জীবনের নানা চ্যালে

ঞ্জে ইতিবাচক মনোভাব তৈরি করা
✅ প্রতিদিনের পোস্টের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ানো

🌟 মনে রাখবেন, আপনি পারলে – আপনিও পারবেন।
📌 প্রতিদিন এক চিমটি মোটিভেশন পেতে আমাদের সাথে থাকুন!

13/09/2025

জীবনের সব শিক্ষা শত্রুর কাছ থেকে নয়,
বরং সবচেয়ে প্রিয় মানুষের
অপেক্ষা-বহির্ভূত আঘাত থেকেই এসেছে।🤔

12/09/2025

জীবনের আফসোস একটাই—আমাকে যারা আঘাত করেছে, তারা কেউই আমার শত্রু ছিল না,
বরং আপন মনে ভেবেছিলাম।☺️

12/09/2025

11/09/2025

আবেগ - স্বভাব নষ্ট করে!
🤔

09/09/2025
09/09/2025

শূন্য দুপুরে আকাশ তাকিয়ে থাকি,
মনে হয় সবকিছু থেমে গেছে,
শুধু হাওয়ার শব্দ আর নিস্তব্ধতা,
মনটা ডুবে যায় এক অদ্ভুত শান্তিতে,
মায়ার মতো নরম লাগে সময়টা 🍃

08/09/2025

রাতের আকাশে হাজারো তারা জ্বলে,
তবুও চোখে শুধু তুমি।
দূরে থাকলেও, তোমার ছায়া আমার সঙ্গে থাকে।
ভালোবাসা কখনো শব্দে প্রকাশ পায় না,
শুধু নিঃশব্দ চোখের দিকে তাকিয়েই বোঝা যায়।
হয়তো তুমি জানো না,
কিন্তু আমার হৃদয় তোমার জন্যই ভেঙে ভেঙে বেঁচে থাকে।

08/09/2025

জীবনটা আসলে ছোট্ট একটা গল্প,
যেখানে স্মৃতিগুলোই আসল সম্পদ।
ভালোবাসা দাও, হাসি বিলাও,
একদিন সবই ফিরে আসবে।🤗

বিয়ে তাকেই করো, যার কাছে অর্থের অভাব হলেও কোনোদিন ভালোবাসার অভাব হবে না!!😍🥀
14/05/2024

বিয়ে তাকেই করো, যার কাছে অর্থের অভাব হলেও কোনোদিন ভালোবাসার অভাব হবে না!!😍🥀

07/05/2024

বেঁচে থাকাটা তখনই সুন্দর হয়ে ওঠে। যখন আপনি সবাইকেই তার প্রাপ্য ভালোবাসা টুকু মিটিয়ে দেন।🖤🥀

06/05/2024

জীবনে হঠাৎই এমন কিছু মূহুর্তে চলে আসে!!
যখন নিরবতা ছাড়া আর কিছু অবশিষ্ট থাকেনা।😥🥀

04/05/2024

যেদিন প্রান খুলে হাসতে গিয়েও চিন্তা করবেন হাসাটা ঠিক হবে কিনা,😇
তখনই বুঝবেন আপনি বড় হয়ে গেছেন।🙂

Address

B. L College Road
Mongla
9202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life.ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share