24/12/2025
গৌরবময় ছেচড়াপুকুরিয়া প্রিমিয়ার লীগ (এসপিএল - ২০২৫) সিজন - ১১ কাঁপাতে আগামীকাল মাঠের লড়াইয়ে নামছে “ব্রাদার্স ওয়ারিয়র্স” দল।
টানা দুইবারের শিরোপা চ্যাম্পিয়নসের ধারাবাহিকতা রক্ষায় এ আসরেও দুর্বার লড়াইয়ে দলকে “চ্যাম্পিয়নস" করতে খেলোয়াড়রা প্রতিজ্ঞাবদ্ধ।
আগামীকাল ১০টায় “কিংস এলিভেন পারভেজ 🆚 ব্রাদার্স ওয়ারিয়র্স” মাঠে নামবে।
এবং বিকাল ২ টা থেকে লড়াই করবে “মিয়া ভাইকিংস 🆚 ব্রাদার্স ওয়ারিয়র্স” -এর সাথে।
সবাইকে উক্ত খেলা দেখার জন্য বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি।