Md Minhaj Miah

Md Minhaj Miah Security isn’t a product; it’s a mindset. Stay alert, stay protected. Mail : [email protected]

10/07/2025

আসসালামুলাইকুম
অভিভাবকদের নিয়ে কিছু কথা বলতে চাই.. প্রথমেই ক্ষমা চেয়ে নেই.. 🙏
আজকে আপনার সন্তানের এসএসসি পরিক্ষার রেজাল্ট দিছে.. কারো সন্তান A+ পেয়েছে আবার কারো সন্তান 3.00 থেকে 4.95 পযর্ন্ত পেয়েছে আবার কারো কারো সন্তান ফেইল করেছে.. সবার মা বাবার ইচ্ছে থাকে তার সন্তান ভালো রেজাল্ট করবে.. যাদের সন্তান ফেইল করেছে তাদের অবশ্যই মন খারাপ এবং অনেক কষ্টও পেয়েছেন। আপনার সন্তানকে সান্ত্বনা দিন আপনি যদি রাগারাগি করেন আপনার সন্তানের সাথে সে খারাপ কিছুও করতে পারে। 🥺 দয়া করে কেউ কারো সন্তানের সাথে রাগারাগি করবেন না 🙏 তাদের সান্ত্বনা দিন যেনো সামনে ভালো কিছু করে। আর যাদের সন্তান 3.00 থেকে 4.95 পযর্ন্ত পেয়েছে তারা আশা করছিলেন আপনার সন্তান A+ পাবে। দয়া করে আপনারা আপনার সন্তানের সাথে রাগারাগি করবেন না কেউ ইচ্ছা করে রেজাল্ট খারাপ করে না। আপনি আপনার সন্তানকে সাপোর্ট করুন। সান্ত্বনা দিন যেনো সামনে ইন্টারে সে ভালো কিছু করতে পারেন। আপনার রাগারাগির জন‍্য আপনার সন্তান ভুল পদক্ষেপ নিতে পারে দয়া করে কোনো অভিভাবক তার সন্তানের সাথে রাগারাগি করবেন না। 🙏🙏🙏🙏

09/07/2025

দেশে চলমান বৃষ্টিপাত আগামীকাল সন্ধ্যা/রাতে কমে আসতে পারে।

অর্থাৎ আরো 24 থেকে 36 ঘন্টা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে।

এতে ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, কুমিল্লা ও এর পার্শ্ববর্তী এলাকায় জলাবদ্ধতার অবনতি এবং নদ নদীর পার্শ্ববর্তী নিচু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

ইতোমধ্যে ফেনী জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে।

©BWOT

পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যে ও প্রচুর বৃষ্টি হচ্ছে যার পানির Flow বাংলাদেশেই আসছে।

ত্রিপুরায় তারা Red Alert জারি করে কিছু এলাকার মানুষকে সরিয়ে নিয়েছে।

07/07/2025

কেন ফেসবুক থেকে ইনকাম কমে যাচ্ছে?

বেশিরভাগ ক্রিয়েটরদের বাংলাদেশ-ভারত থেকে বেশি ভিউ আসছে (Low CPM Country)

ভিডিওতে যদি বেশি View বাংলাদেশ বা ভারত থেকে আসে, তাহলে Facebook অনেক কম টাকা দেয়।

এই দেশগুলোতে বিজ্ঞাপনদাতারা কম টাকা খরচ করে, তাই প্রতি ১ লাখ ভিউতে ইনকাম খুব কম হয়।
তাছাড়া ক্রিয়েটররা একই ধরনের কন্টেন্ট বারবার দিচ্ছে অ্যালগরিদম ভাবে এই পেজে নতুন কিছু নাই মানুষ আগ্রহ হারাচ্ছে ফলে কনটেন্ট আর সবার News Feed বা Suggestion-এ তেমন দেখায় না → Reach কমে → ইনকামও কমে।


07/07/2025

ক্যাপশনে লিংক নয়, কমেন্টে দিন!

Warning/Alert দেখা যেতে পারে যখন আপনি পোস্টের ক্যাপশনে লিংক দেন।

এর কারণ কী?

1. External Link দিলে Facebook ধরে নেয় আপনি ইউজারদের Facebook থেকে বাইরে নিয়ে যেতে চাচ্ছেন।

2. এতে ইউজার engagement কমে — তাই Facebook algorithm পোস্টের reach কমিয়ে দেয়।

3. অনেক সময় "This post may violate community standards" বা "Check your link" টাইপের warning আসতে পারে।

তাই পোস্টের সাথে কোনো ধরনের লিংক যুক্ত করবেন না এতে আপনার রিচ সমস্যা বা একাউন্ট /পেইজে Warning ইস্যু দেখা যেতে পারে।

07/07/2025

ব্রেকিং নিউজ
নকল করলে ৪ বছর পরীক্ষা দিতে পারবেন না শিক্ষার্থীরা

05/07/2025

গাজাবাসীর জন্য তৈরি হচ্ছে রুটি। সেই রুটি তৈরির টাকা পাঠাচ্ছেন বাংলাদেশের একজন প্রবীণ চিকিৎসক। যিনি আমার শিক্ষক ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজে।

Md Minhaj Miah
Abdullah Al Jaber

04/07/2025

একাকিত্ব, ডিপ্রেশন অথবা জীবনের সবচেয়ে খারাপ সময়ে এই ৪টা কথা মাথায় রাখবেন।

কোনভাবেই এ সময়টাতে ভুল ডিসিশন নেওয়া যাবে

Md Minhaj Miah

03/07/2025

মুরাদনগরের নতুন আরো একটি ঘটনার পোস্ট চারদিকে খুব ছড়িয়ে পড়েছে।

তবে বেশীর ভাগ মিডিয়া নিউজটা অন্যরকম টাইটেলে করেছে এবং ভিতরে ও বিস্তারিত তেমন কোন তথ্য দেয়নি।

লোকাল মানুষের তথ্য অনুযায়ী তারা নাকি অনেক লম্বা সময় ধরে মাদকের ব্যবসা করতো এজন্যই জনগণ ক্ষিপ্ত হয়ে এই ঘটনা করে।

আবার লোকাল থানার ওসিও বলেছেন লোকাল জনগণের দাবী তারা লম্বা সময় ধরে মাদকের ব্যবসা করতেন।

তাদেরকে অনেক বার না করার পরেও তারা নাকি থামেনি এক পর্যায়ে গণপিটুনিতেএমনঘটনা হয়। তবে তদন্ত করে বিস্তারিত ও সত্যি ঘটনা জানা যাবে তিনি বলেন।

এখন কথা হচ্ছে তারা মাদক ব্যবসায়ী হলেও তাদেরকে আটক করে থানায় দেওয়া জরুরী ছিলো এইরকম ভাবে প্রাণহানী করা উচিৎ হয়নি।

যাইহোক আশাকরি আইনপ্রয়োগকারী সংস্থা বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সরকারের সাথে মিলে।

সেখানে আপাতত অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা আছে।
Abdullah Al Jaber Bhai 🌺

02/07/2025

তোমরা দুর্বল হয়ো না এবং দুঃখিত হয়ো না‌ যদি তোমরা ঈমানদার হও, তবে তোমরাই বিজ'য়ী হবে।

— সূরা আলে ইমরান, আয়াত ১৩৯

01/07/2025

সারাদেশে সোশ্যাল মিডিয়া মনিটরিং করে আবারও গ্রেফতার অভিযান শুরু করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে যারা উল্টো পাল্টা পোস্ট দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিপদ নিজেরা ডেকে আনতেছেন।

Address

Tangail
Delduar
1936

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Minhaj Miah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share