10/07/2025
আসসালামুলাইকুম
অভিভাবকদের নিয়ে কিছু কথা বলতে চাই.. প্রথমেই ক্ষমা চেয়ে নেই.. 🙏
আজকে আপনার সন্তানের এসএসসি পরিক্ষার রেজাল্ট দিছে.. কারো সন্তান A+ পেয়েছে আবার কারো সন্তান 3.00 থেকে 4.95 পযর্ন্ত পেয়েছে আবার কারো কারো সন্তান ফেইল করেছে.. সবার মা বাবার ইচ্ছে থাকে তার সন্তান ভালো রেজাল্ট করবে.. যাদের সন্তান ফেইল করেছে তাদের অবশ্যই মন খারাপ এবং অনেক কষ্টও পেয়েছেন। আপনার সন্তানকে সান্ত্বনা দিন আপনি যদি রাগারাগি করেন আপনার সন্তানের সাথে সে খারাপ কিছুও করতে পারে। 🥺 দয়া করে কেউ কারো সন্তানের সাথে রাগারাগি করবেন না 🙏 তাদের সান্ত্বনা দিন যেনো সামনে ভালো কিছু করে। আর যাদের সন্তান 3.00 থেকে 4.95 পযর্ন্ত পেয়েছে তারা আশা করছিলেন আপনার সন্তান A+ পাবে। দয়া করে আপনারা আপনার সন্তানের সাথে রাগারাগি করবেন না কেউ ইচ্ছা করে রেজাল্ট খারাপ করে না। আপনি আপনার সন্তানকে সাপোর্ট করুন। সান্ত্বনা দিন যেনো সামনে ইন্টারে সে ভালো কিছু করতে পারেন। আপনার রাগারাগির জন্য আপনার সন্তান ভুল পদক্ষেপ নিতে পারে দয়া করে কোনো অভিভাবক তার সন্তানের সাথে রাগারাগি করবেন না। 🙏🙏🙏🙏