04/07/2025
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ ভোরে TEAM JAWBREAKERS-এর সদস্য এবং ই-স্পোর্টসের একজন লেজেন্ড JB-CHEETAH এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন।
২০২১ এর FFBC থেকে ২০২৫ FFBC পর্যন্ত তার ম্যাচ দেখার জন্য আমরা অনেকেই টুর্নামেন্ট লাইভ এ যেতাম। তাকে হয়তো আর দেখা যাবেনা। কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে তার সেই ম্যাচগুলি , তার MVP গুল।
আমরা সবাই তার রূহের মাগফিরাত কামনা করছি।আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।
সবাই তার জন্য দোয়া করবেন এবং ভুল-ত্রুটি হলে মাফ করে দিয়েন।