09/10/2025
"নিশ্চিন হয়ে দাঁড়াও: তোমার আর কেউ তোমাকে ম্লান করতে পারবে না"
প্রতিটি নিঃশ্বাসে তুমি পড়ো এই শক্তিশালী ব্ল্যাক ম্যাজিক মন্ত্রটি.....
জীবন কখনো কখনো বিষ-ঝরানো মুহূর্তও থাকে। কেউ যদি তোমার বাতাস কেটে দেয়, তোমার নাম অদৃশ্য করে দিতে চায়, কিংবা গ্রহন করে তোমার মূল্য—তাহলেও ভয় পাওয়ার নেই। কারণ তুমি একদিনই নয়, প্রতিদিনই লড়াই করে তৈরি করো নিজেকে। এই মন্ত্র শক্তি তোমার কার্যক্ষমতা দ্বিগুণ বাড়িয়ে দিবে!!
শক্ত না দেখালেই বিপথ নয়, কিন্তু শক্ত হয়ে উঠে দাঁড়ানোই সাহস। নিজের প্রতি বিশ্বাস রাখো — তুমি নিঃসন্দেহে সেই আলো, যা অন্ধকারকে ছেঁড়ে দিয়ে পথ বানায়। প্রতিপক্ষ যতই শব্দ করে, তুমিই চুপচাপ কাজ করে বদলে দেবে তোমার ভাগ্য।
প্রথমে ধরো নিজের নিরাপত্তা: যেখানে দরকার, সেখানে দূরত্ব নাও; যেখানে অনাচার ঘটে, সেখানে আইনের দ্বার খোঁজো; যেখানে কথা বোঝায় না, সেখানে শক্তভাবে 'না' বলতেই শিখো।
দ্বিতীয়ত — নিজের মানসিক শান্তির জন্য কাজ করো: ধ্যান, যোগ, প্রিয় কাজগুলো করো, ভালো মানুষের সঙ্গে সময় কাটাও। তৃতীয়ত — শক্ত হও; পেশাগতভাবে দক্ষতা বাড়াও, নিজের আর্থিক ও সামাজিক অবস্থান মজবুত করো। এরই মধ্যে শত্রু নিজে নিজেই ক্ষীণ হয়ে যাবে। কারণ সত্যিকারের শক্তি আসে—নিজেকে গড়ে তোলার মধ্য দিয়ে।
একজন মানুষকে ধ্বংস করে দেয়া মানে তুমি নিজের নৈতিকতা হারাবে। তুমি চাই না যে অন্যের কষ্ট দেখে তোমার জয় নির্মিত হোক। সত্যিকারের বিজয় হলো — নির্ভীকভাবে, অনৈতিকতাকে না বলে, নিজের পথ আলোকিত করা।
যারা তোমাকে কষ্ট দিয়েছে, তাদের প্রতি ক্ষোভ থাকবে — আমি সেটা নাকচ করছি না। কিন্তু সেই ক্ষোভকে কাজে লাগাও: নিজেকে আরও শিক্ষিত করো, নিজের কণ্ঠে শক্তি আনো, নিজের গল্প লিখে দাও যাতে সবাই শুনতে পারে। বদলা নয় — পরিবর্তন তৈরি করো।
শেষে: রব/প্রকৃতি/নিজের অন্তর whatever তে ভরসা রাখো; কিন্তু কাজ করো নিজের পায়ে দাঁড়িয়ে। কারণ যখন তুমি নিজের স্রষ্টা হয়ে উঠবে, তখন কেউ আর তোমায় রাস্তায় নামিয়ে আনতে পারবে না—তুমি নিজেরই গন্তব্য হবে।
"তুমি যদি আজ হাল ছেড়ে দাও, তবে কেউই তোমার নাম ভুলে যাবে না; কিন্তু তুমি আত্মসম্মান হারাবে। তাই লড়াই করো—ষড়যন্ত্র নয়, মানুষজীবনের মর্যাদা রক্ষা করো।"
এই ব্ল্যাক ম্যাজিক টি প্রয়োগ করলে শত্রু রাস্তায় বসে যাবে,অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক সকল দিক দিয়ে বার বার পথে বসে যাবে.....
#ভিরালড়েএলসবাংলা
#প্রিয়মানুষফিরে_আসুক
#শত্রু
#বানবিদ্যা
#বশিকরণ