16/09/2025
তার চেহারা দেখে মায়া হচ্ছে আবার খুব খারাপ ও লাগছে আসলে দোষ টা তার না দোষ টা এই সমাজের এই সমাজের নিয়ম গুলোই আজ এই মানুষ গুলো কে তৈরি করছে পরিস্থিতির শিকারে। তার জীবন টা তো পারতো সুন্দর রাজকন্যা দের মত হতে সে যা করেছে সেটা বড় অপরাধ। এই অপরাধীরা কি এমনিতেই তৈরি হয়েছে?
রাষ্ট্র তাদের যত্ন নিতে ব্যর্থ হয়েছে।
*মিরপুর কলেজ মার্কেটের একটি দোকানে টাকা চুরি করতে গিয়ে ধরা খেলো মেয়েটি। মেয়েটির নাম আনিকা, বাড়ি বরিশাল ওজিরপুর। মেয়েটি গার্মেন্টসে কাজ করতো, তার খালা শাশুড়ী বলছে নাকি এই বেতনে হবে না, চুরি করলে অনেক টাকা, তাই মেয়েটি এই চুরির ব্যবসায় নামছে! এর জন্য সে নয় তাকে দেয়া উপদেশ কারী আর এই সমাজের সিস্টেম গুলা 🥺