Petuk Pothik - Rony

  • Home
  • Petuk Pothik - Rony

Petuk Pothik - Rony বাস্তবিক শিক্ষা গুলো প্রকৃতি থেকে মিলে..!

16/07/2025

নিজেকে কি খুব একা মনে হয়?

তবে ভূতের মুভি দেখুন!🤣
সব সময় মনে হবে পাশে কেউ আছে🤟🤣🤣

13/05/2025

দোষ টা তো আমাদেরই।
আমরা কেনো ভাই মেইন রোডে যেতে বলি?
ওরা তো আমাদের কথা তেই মেইন রোডে যায়। সবাইকেই সচেতন হতে হবে। আজ বেকারত্ব হ্রাস পেলে এতো অটোরিকশা চালক হতো না। কি বলবো বলে শেষ করা যাবে না।

30/04/2025

গুলিস্তানের বড় ভাই ঠোঙা থেকে নিঃশ্বাস নিচ্ছে।🤣

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলতে না পারার সমীকরণ। শেষ ৫ ম্যাচের সবগুলায় আর্জেন্টিনাকে হারতে হবে এবং ১৫ গোল খেতে ...
23/03/2025

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলতে না পারার সমীকরণ।

শেষ ৫ ম্যাচের সবগুলায় আর্জেন্টিনাকে হারতে হবে এবং ১৫ গোল খেতে হবে কিন্তু কোন গোল দেয়া যাবে না,
বলিভিয়াকে শেষ ৫ ম্যাচের সবগুলাতে জিততে হবে এবং ১৭ গোল দিতে হবে। 😨

তাহলেই আর্জেন্টিনার বিশ্বকাপ খেলার সপ্ন শেষ 😭😭

Actually ব্যপারটা কি?নাকি অন্য রকম কিছু?
20/03/2025

Actually ব্যপারটা কি?
নাকি অন্য রকম কিছু?

19/03/2025

ইয়া আল্লাহ অচিরেই তুমি এই জালিমদের বিচার করো। 😥🤲রোজার খুশি যারা নষ্ট করেছে তুমি তাদের সেরা শাস্তিটাই দাও 😭🤲

All The Best 🇧🇩🇧🇩💕💕
18/03/2025

All The Best 🇧🇩🇧🇩💕💕

গত এক বছর আগে:১ কেজি আলু - ২০ টাকা১ কেজি পিয়াজ - ৪০ টাকা১ কেজি রসুন - ৬০ টাকা১ ডজন ডিম - ৯০এখন:১ কেজি আলু - ৬০ টাকা১ কেজ...
04/07/2024

গত এক বছর আগে:
১ কেজি আলু - ২০ টাকা
১ কেজি পিয়াজ - ৪০ টাকা
১ কেজি রসুন - ৬০ টাকা
১ ডজন ডিম - ৯০

এখন:
১ কেজি আলু - ৬০ টাকা
১ কেজি পিয়াজ - ৯৫ টাকা
১ কেজি রসুন - ২০০ টাকা
১ ডজন ডিম - ১৭০ টাকা

আগের ২১০ টাকার জিনিস কিনতে আপনাকে এখন খরচ করতে হচ্ছে ৫২৫ টাকা।

মূল্যস্ফীতি কত পারসেন্ট হলো?
আর আপনার বেতন কত পারসেন্ট বাড়লো?

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এখনো পর্যন্ত যেসব বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেছে…১. প্রথমে বলেছেন মৃতদের পেটে কাটাছেঁড়ার ...
29/04/2024

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এখনো পর্যন্ত যেসব বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেছে…

১. প্রথমে বলেছেন মৃতদের পেটে কাটাছেঁড়ার দাগ মিথ্যা (কালবেলা)। পরে স্বীকার করেছেন দাগ থাকে (যমুনা, সময় টিভি)।

২. আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেয়া হয় না (এটিএন নিউজ)। কিন্তু চিকিৎসা বাবদ মাসে ৩০/৩৫ লাখ টাকার খরচ হয় (ফেস দ্যা পিপল)।

৩. ৮৩৫টি লাশের হিসাবে সম্পূর্ণ গরমিল (কালবেলা, ফেস দ্য পিপল)। কোনো বিশ্বাসযোগ্য ডকুমেন্ট তিনি এখনো দেখাতে পারেননি (বেশিরভাগ ডকুমেন্ট তার নিজের তৈরি করা)।

৪. নিজে ডেথ সার্টিফিকেট তৈরি করেন। ডাক্তারের সিল সাক্ষর জাল করেন (যমুনা টিভি, এটিন নিউজ, কালবেলা)।

৫. তিনি আশ্রমে কোনো চিকিত্‌সা দেন না (এটিএন নিউজ)। কিন্তু ডাক্তারদের জন্য ৬০ লাখ টাকার বিশালবহুল গাড়ি কিনেছেন। যা এখন অন্যের গ্যারেজে গোপনে রেখে এসেছে (কালবেলার ভিডিও)।

৬. তার কাছে রেখে আসা অন্ধ বৃদ্ধকে কার কাছে হস্তান্তর করেছে এখনো প্রমাণ দেখাতে পারেননি (কালেবেলার ভিডিও)।

৭. আশ্রমের মধ্যে টর্চার সেল বানিয়ে মিল্টন নিজে হাতে পিটিয়েছেন এমন অন্তত ৮/১০ জনের সাক্ষাতকার ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় এসেছে (সময় টিভি, এটিএন নিউজ, যমুনা, কালবেলা)।

৮. তার কোনো হাসপাতালের অনুমোদন না থাকলেও ভেতরে অপারেশন থিয়েটার রয়েছে। এই অপারেশন থিয়েটার বেআইনি ও অবৈধ। তিনি এখানে কী করেন জানা দরকার (কালবেলা, যমুনা, এটিএন)।

৯. মসজিদে বিনামূল্যে লাশ গোসল-জানাজা করালেও কাটাছেঁড়া নিয়ে প্রশ্ন করায় তিনি এখন ২/৩ হাজার টাকা করে খরচ করে আশ্রমের মধ্যে ২/৩ জন নিয়ে কাজ সেরে ফেলেন। কারণ কী? (প্রায় সকল মিডিয়া)

১০. বেশিরভাগ সময় তিনি রাতে লাশ দাফন করেন। কারণ কী? (যমুনা টিভি)

১১. তিনি হোমকেয়ার নামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় করে ৬৬ লাখ টাকা বৃদ্ধাশ্রমে দান করেছেন বলে সাক্ষাতকার দিয়েছেন। কিন্তু বাস্তবে তার হোমকেয়ারের কোনো সার্ভিস নেই। শুধু লাইসেন্স আছে। তাহলে তিনি কার টাকা কাকে দেন? (কালবেলা)।

১২. খ্রিষ্টান ধর্মের চার্চ দখল করতে তিনি মন্ত্রণালয়ের নামে ভুয়া চিঠি তৈরি করেছিলেন। এটার বিষয়ে কোনো উত্তর দেননি। (যমুনা টিভি, কালবেলা)

১৩. একজন মানবতাবাদী মানুষ কী করে নিজের হাতে লাঠি দিয়ে মানুষকে নির্মমভাবে পেটাতে পারে? (ভিডিও প্রকাশ হয়েছে)।

১৪. মিল্টন সমাদ্দার আটক হয়েছিলেন।সেই ঘটনা শেষ পর্যন্ত কী হয়েছিল জানা দরকার। (ছবি সংযুক্ত)

- আমরা এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করছি।

যারা ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ লাগাবেন,তারা এই বর্ষাকাল অব্দি অপেক্ষা করেন।কারণ বেস্ট সময়ে লাগালে survival rate অনেক বেশি ...
23/04/2024

যারা ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ লাগাবেন,তারা এই বর্ষাকাল অব্দি অপেক্ষা করেন।কারণ বেস্ট সময়ে লাগালে survival rate অনেক বেশি হবে।হুজুগে লাগালেন,কিন্তু গাছ বাঁচলো না,লাভ নাই ত।

সকল গাছ সব জায়গায় লাগানোর জন্য উপযুক্ত নয়।ধরেন এমন গাছ রাস্তার divider এ লাগালেন যেগুলোর শিকড় অনেক বড় হয় বা গভীরে যায়,তাহলে হবে না।খুব বেশি শাখা প্রশাখা হয় এমন গাছ লাগালেও দেখা যাবে যানবাহন চলাচলে সমস্যা হবে।

একটা লিস্ট দিচ্ছি,চাইলে ফলো করতে পারেন।
চারা সংগ্রহের সময় অবশ্যই ভালো কোয়ালিটির চারা নিবেন।এতে ভালো ফলাফল পাওয়া যাবে বলে আশা রাখি।

____________________________________________________

রাস্তার ধার (Roadside):
1. নিম ()
2. রেইন ট্রি ( )
3. জারুল ()
4. কদম()
5. সিলভার ওক ( )
6.সোনালু


রাস্তার বিভাজক (Road Divider):
1. জবা ()
2. কান্টিকারা ( )
3. রতনগাছ ( )
4.রাধাচূড়া ()
5.দেবদারু()

পার্ক (Park):
1. বটগাছ ( )
2. কদম ()
3. চাপালিশ ()
4. কনক চাঁপা ()
5. অশোক ()

ফুটপাথ (Footpath):
1. পারুল
2. সিঙ্গাপুরের চেরি
3. ক্রিসমাস ট্রি
4.দেবদারু


খোলা জায়গা (Open Space):
1. মেহগনি ()
2. কৃষ্ণচূড়া ()
3. শিমুল ()
4. অর্জুন গাছ ()

শিক্ষা প্রতিষ্ঠান (Institutional Areas):
1. আম ()
2. কাঁঠাল ()
3. জাম্বুল ()
4. বেল ()
5. পাকুড় ()

বাড়ির আঙ্গিনা (Homestead):

ফলের গাছ
1. আম
2. কাঁঠাল
3. লিচু
4. পেয়ারা
5. নারিকেল
6. কলা গাছ
7. পপাই
8. জাম্বুল
9. কামরাঙ্গা
10. বেল

কিছু ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্ট থেকে মিক্স করেও লাগাতে পারেন।
সবাই অন্তত ৫-১০ টি গাছ লাগানোর প্রস্তুতি নেই।
ধন্যবাদ
©Post
Shadhin
Forestry,Chittagong University


Address

Alamin Road

1361

Telephone

+8801719144923

Website

Alerts

Be the first to know and let us send you an email when Petuk Pothik - Rony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Petuk Pothik - Rony:

  • Want your business to be the top-listed Media Company?

Share