27/10/2025
প্রথম ছবিতে যেটা উপরে দেখতে পারছেন সেটি হচ্ছে 🏗️ গার্ডার!
মাটি থেকে যেটা উপরের দিকে উঠে গেছে — ওটার নাম পিলার।
এই গার্ডার আর পিলারের মাঝখানে থাকে বিয়ারিং প্যাড।
যেটি দেওয়া হয় ওজন সুষমভাবে বণ্টন এবং কম্পন শোষণ করার জন্য।
ঢাকার মেট্রোরেলে ব্যবহৃত হয়েছে রাবারের বিয়ারিং প্যাড।
এই প্যাড বিশাল ওজনের গার্ডারের নিচে থাকার কারণে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
দুর্ঘটনার হারও একেবারে কম।
তবুও ফার্মগেট সংলগ্ন ৪৩৩ নাম্বার পিলারে থাকা এক বিয়ারিং প্যাড হঠাৎ এক পথচারীর মাথার উপর পড়ে যায়। যার ওজন প্রায় ১৫০ কেজি!
ফলাফল — পথচারী ঘটনাস্থলেই নিহত, পাশে থাকা দুইজন আহত।
মৃত্যুর খবর রাজ দরবারে পৌঁছালে
তারা ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে স্বস্তির চুমুক দেয় চায়ের কাপে ☕
একটা ভয়াবহ মৃত্যুকে “দুর্ঘটনা” বলে দায় সেরে নেয় সবাই।
---
❓ কিন্তু এটা কি আসলেই দুর্ঘটনা?
নাকি নির্মাণকালীন দুর্নীতি আর রক্ষণাবেক্ষণের অবহেলার ফল?
বিয়ারিং প্যাড কি হঠাৎ সরে গেছে, না কি ধীরে ধীরে সরতে সরতে ভূপাতিত হয়েছে?
সঠিক গাইডলাইন মেনে ইনস্টল করা হয়েছিল তো?
নাকি চৌকির পায়ের নিচে ইট গুঁজে দেওয়ার মতো দায়সারা কাজ করা হয়েছিল?
এসব প্রশ্নের উত্তর কখনোই পাওয়া যাবে না।
যে দেশে একজন মানুষের দাম মাত্র ৫ লাখ টাকা, সেই দেশে কারও প্রাণ যাওয়াটা কোনো বিষয়ই নয়!
মরুক, ক্ষতিপূরণ তো আছে — মাত্র ৫ লাখ টাকা।
এইভাবেই সব ঠিক আছে… যেন কিছুই হয়নি। 😔
---
আমরা এমন এক দেশে বাস করি, যেখানে টাইফয়েডের ফ্রি টিকা নিতে মানুষকে জোর করা হয়, কিন্তু রাস্তায় চলাচল করা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ন্যুনতম সেইফটি পর্যন্ত রাখা হয় না!
এ কোন পাগলের দেশ!
কোন ছাগলের পাল চালায় এই দেশ!? 🐐
---
⚖️ শরীয়াহ কী বলে জানেন?
অনিচ্ছাকৃতভাবে কারও দ্বারা কেউ নিহত হলে তার ক্ষতিপূরণ নির্ধারিত আছে — ১০০ উট বা সমপরিমাণ অর্থ।
বর্তমান বাজারমূল্যে সেটা ১.৫-২ কোটি টাকারও বেশি!
এরপরও আমাদের তথা আপনাদের কাছে শরীয়াহ আইন ভালো লাগে না! ভালো লাগে শুধু মৃত্যুর পর ভিক্ষার মতো ৫ লাখ টাকার অনুদান। “জোর যার মুল্লুক তার” — এই সিস্টেমেই আপনারা খুশি।
থাকুন আপনাদের ভালো নিয়ে… 🕯️
আমরা তো মরেই যাবো, দুনিয়াতে আপনারাও দায়মুক্তি নিয়ে ছলে-বলে-কৌশলে বেচে যাবেন। কিন্তু মনে রাখবেন এক জায়গায় আপনাদের জবাব দিতেই হবে, কোন ছাড় পাবেন না তখন....