29/12/2023
দাখিল ২০২৪ ব্যাচের শেষ মূহুর্তের প্রস্তুতি অনলাইন কোর্স!!
পড়তে বসবে বসবে করেই পরীক্ষা চলে এসেছে তাই না!! একে তো সময় হাতে নেই, এখনো পড়ার বাকি আছে অনেককিছু! শেষ মূহুর্তে এসে মনে হচ্ছে কিছুই পড়া হয়নি। আলিমে ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্যে প্রয়োজন ভালো ফলাফল। তার জন্য সময় হাতে মাত্র কয়েকমাস। এই অল্প সময়ে এতো পড়া শেষ করা কি আদৌ সম্ভব!! এই সকল সমস্যা থেকে তোমাদের চিন্তা মুক্ত করতে আমরা নিয়ে এসেছি দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অভিজ্ঞ উস্তাদদের তত্বাবধানে “দাখিল ২৪ শেষ মূহুর্তের প্রস্তুতি কোর্স”।
এই কোর্সে আমরা কুরআন মাজিদ, হাদিস শরিফ, আরবি ১ম, আরবি ২য় এবং আকাইদ ও ফিকহ, ইংরেজি ১ম, ইংরেজি ২য়, বাংলা ১ম, বাংলা ২য় এই ৯টি বিষয়ের উপর আমাদের অভিজ্ঞ ওস্তাদদের তৈরিকৃত স্পেশাল সাজেশন অনুযায়ী পড়ানো হবে।
আমরা খেয়াল করে দেখেছি, বিগত দাখিল পরীক্ষাগুলোতে শিক্ষার্থীরা বেশ কিছু সমস্যায় পরেছে। এই যেমন সময়মতো MCQ এর উত্তর করতে না পারা, সৃজনশীল শুরু করে পুরোটা শেষ করতে না পারা, প্রথমে প্রশ্ন উত্তর বড় করে লেখে শেষে এসে নির্ধারিত সময়ে শেষ করতে না পারা ইত্যাদি । এই বছর যাতে তোমাদের এই সমস্যা ফেইস করতে না হয় সেজন্যে তোমাদের প্রয়োজন একটি সঠিক দিক নির্দেশনা। তাই এই কোর্সে আমাদের ওস্তাদগণ নিয়ে এসেছে একটি কমপ্লিট একাডেমিক প্ল্যান।
পরিক্ষায় প্রশ্ন কেমন হবে, কি ধরনের আসতে পারে, কোন প্রশ্নের আগে উত্তর করবো, কোন প্রশ্ন উত্তর করলে নাম্বর ভালো পাওয়া যাবে এরকম হাজারো প্রশ্নের উত্তর পেয়ে যাবে লাইভ ক্লাসে। লাইভ ক্লাস শেষে তোমাদের প্রশ্নোত্তরের জন্য থাকবে সিক্রেট মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে সার্বক্ষণিক উস্তাদগণ তোমাদের সব প্রশ্নের উত্তর প্রদান করবেন।
আমাদের ওস্তাদগণ তাদের পূর্বের অভিজ্ঞতার আলোকে তোমাদের জন্য তৈরী করেছেন প্রতিটি বিষয়ের শর্ট সাজেশন। তুমি চাইলেই আমাদের দেয়া সাজেশন ফলো করে তোমার টার্গেট Achieve করতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু, তোমাকে ১০০% কমিটেড থাকতে হবে।
কোর্সে যা যা থাকছে:
★ ৯টি বিষয়ের লাইভ ক্লাস।
★ ১০০টি+ লাইভ ক্লাস।
★ লাইভ ক্লাসের রেকর্ড ভার্সন।
★ মডেল টেস্ট পরীক্ষা।
★ প্রতি ক্লাসের লেকচার শীটের পিডিএফ ফাইল।
★ বিষয় ভিত্তিক শর্ট সাজেশন।
★ পরিক্ষা পর্যন্ত সাপোর্ট।
তাই আর দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও আমাদের দাখিল ২০২৪ ‘শেষ মুহূর্তের প্রস্তুতি’ কোর্সে।
কোর্স ফি সহ বিস্তারিত জানতে ও ভর্তি হতে ফর্মটিতে ক্লিক করুন: https://forms.gle/GxxX5uJxpZ7b5FBq6
কোর্স সংক্রান্ত যেকোনো প্রয়োজনে: 01878199911