Md. Jubairul Haque Mahdi

Md. Jubairul Haque Mahdi Lecturer (Arabic)
Darunnazat Siddikia Kamil Madrasah, Dhaka.

15/09/2025

আলিম (২০২৫-২৬) সবক প্রদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম

13/09/2025

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সীরাত প্রদর্শনী আলোচনা সভা ৩য় দিন।

12/09/2025

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে সীরতি প্রদর্শনী আলোচনা সভা ২য় দিন।

11/09/2025

পবিত্র ঈদে মীলাদুন্নবী স. উপলক্ষে সীরাত মাহফিল। আয়োজনে: বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ,

আলহামদুলিল্লাহ!দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে শ্রীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে আমার প্রথম লেখা বই "তাসহীলুল ফারায়েজ"।  কয়েক বছরের...
05/07/2025

আলহামদুলিল্লাহ!
দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে শ্রীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে আমার প্রথম লেখা বই "তাসহীলুল ফারায়েজ"। কয়েক বছরের ধারাবাহিক পাঠদানের আলোকে ব্যাপক চিন্তা ও গবেষণার সমন্বয়ে রচিত গ্রন্থটি। ইলমুল ফারায়েজকে কিভাবে ছাত্রদের নিকট সহজে, প্রাঞ্জল ভাষায়, ভীতিমুক্তভাবে উপস্থাপনা করা যায়, সে চিন্তা থেকেই বইটি লেখার সূচনা।

★ বইটিতে ফারায়েজের সকল বিষয় অত্যন্ত গোছালো এবং ইনফোগ্রাফিক স্টাইলে উপস্থাপন করা হয়েছে।

★ আলিম জামা'তের ছাত্র কিংবা আলিম পরীক্ষার্থীদের জন্য বইটি সহায়ক পুস্তক হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে-ইনশাআল্লাহ।

★ বইটি শুধুমাত্র মাদরাসার ছাত্র/শিক্ষকদের জন্য নয়; বরং সাধারণ শিক্ষিত ব্যক্তিদের বোধগম্য ভাষায় উপস্থাপন করা হয়েছে।

★ বইয়ের প্রতিটি পাঠ/অংশের ভিডিও ক্লাস প্রস্তুত হচ্ছে। যা ধারাবাহিক ইউটিউবে আপলোড করা হবে। ইনশাআল্লাহ। যা বইটি পাঠকের জন্য বুঝতে ব্যাপক ভূমিকা রাখবে।

বইটি ছাপাখানায় রয়েছে। খুব শ্রীঘ্রই বিতরণ শুরু হবে ইনশাআল্লাহ। আপনার কপিটি মিস করতে না চাইলে এখনি প্রি-অর্ডার করে রাখতে পারেন।

প্রি-অর্ডার লিংক:
https://forms.gle/6L24MP13VxTyYb7M6

05/02/2025

দারুননাজাত বইমেলা উদ্বোধন ও স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান-২০২৫

05/02/2025

বইমেলা উদ্বোধন ও স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান ২০২৫

26/01/2025

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫
দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, ঢাকা।

01/01/2025

সবক অনুষ্ঠান

05/12/2024

মাদরাসায় উচ্চ শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা।

আয়োজনে: দারুননাজাত সিদ্দীকিয়া

প্রধান অতিথি:
প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম।
মাননীয় উপ-উপাচার্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা।

বিশেষ অতিথি:
প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান
মাননীয় উপ-উপাচার্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা।

বিশেষ মেহমান:
প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ
ডিন (শিক্ষা,প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র), ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

প্রফেসর ড. সাজাআত উল্লাহ ফারুকী
ডিন (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ণ কেন্দ্র), ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

সভাপতি:
অধ্যক্ষ আ.খ.ম.আবুবকর সিদ্দীক
দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, ঢাকা।

20/11/2024

live

Address

East Boxnagar, Sarulia
Demra

Telephone

+8801948565467

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Jubairul Haque Mahdi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Jubairul Haque Mahdi:

Share