
29/05/2025
বর্তমান ঢাকার বাস্তবতা।
ছেলেটির পিঠে স্কুল ব্যাগ। পরনে পাঞ্জাবি আর ফুলপ্যান্ট। একটু পর দেখলাম ভালো মানের কিছু টুথব্রাশ বের করল ব্যাগথেকে। বাসে বিক্রি করতে লাগল। মনেহল প্রফেসোনাল কোনো হকার সে নয়।
অনতিদূরে একটি সিট খালি পেয়ে বসেছে সে। এতো ভদ্রটাইপ হকার কখনও দেখিনি ঢাকা শহরে। সুযোগ পেয়ে জিজ্ঞেস করলাম পড়ালেখা করে কি না। ছেলেটি বলল, জি ক্লাশ টেনে পড়ি।
- তো তুমি ফেরি করছো যে?
- আসলে আমার আব্বু স্কুল টিচার। বেসরকারি স্কুল। টিউশানিও বন্ধ, বেতনও বন্ধ। বাসা ভাড়া, খাওয়া খরচার ইনকামের সামর্থ্য নেই আব্বুর। শিক্ষক মানুষ অন্য কিছু করতেও লজ্জার ব্যপার হয়ে দাঁড়িয়েছে। তাই আমি পথে নেমেছি।
- এটা তোমার স্কুলব্যাগ?
- জি।
- কত থাকে দৈনিক?
- তা প্রায় ৬শ টাকার মত থাকে।
এরই মধ্যে আরেকটি স্টপেজ চলে এলে ছেলেটি নেমেগেল। আমি পিতৃত্বের চোখ দিয়ে চেয়ে রইলাম যতদূর দেখাযায়।
এখান থেকে শিক্ষা: আমরা অনেক সময় হকারদের অবজ্ঞার চোখে দেখি। কিন্তু এই ঘটনা দেখায়, একজন হকারও হতে পারে শিক্ষার্থী, ভদ্র, এবং দায়িত্ববান। বাইরের পোশাক নয়, মানুষের মূল্য মাপা উচিত তার মন ও আচরণ দিয়ে।
সারাংশে শিক্ষা:
সম্মানের সাথে পরিশ্রম করা লজ্জার নয় বরং গর্বের। পরিবার ও সমাজের দায়িত্ব নেওয়া সাহসের কাজ। এবং সমাজ হিসেবে আমাদের উচিত এমন সংগ্রামী মানুষদের পাশে দাঁড়ানো।❤️
Cp