
09/05/2025
সময়ের চেয়ে বড় কোন ঔষুধ পৃথিবীতে নেই। কত ক্ষত। কত ব্যথা। কত অভিমান। অভি*শা*প।
কতটা নি:সঙ্গতা বুকে চেপে রেখে মানুষ একসময় একা বাঁচতে শিখে যায়, সে খবর কখনোই কারো কাছে পৌছায় না।
সময় একসময় জগতের সকল ক্ষ*ত মুছে ফেলে। কারো জন্যই অনেক সময় পর আর বুকের ভেতর হাসফাঁস লাগে না।
কারো অবহেলায় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটি মনে হয় না।
কারো অযত্নেই কিছু যায় আসে না।
সময়ের বিনিয়োগ মানুষকে ঘুরে দাঁড়াতে শেখায়।
বুঝতে শেখায়; পৃথিবীতে কোনো কিছুই তো আমি সাথে করে নিয়ে আসিনি; কোনো কিছুই আমার নয়।
কোনো কিছুর প্রতিই আমার একার অধিকার নেই।
যেটুকু পাচ্ছি, সেটুকুই বরং আমার পাওয়ার কথা না।
যেটুকু হারাচ্ছি, সেটুকু আসলে কখনো আমার ছিলোই না।