Arosha's world

Arosha's world My name is Arosha.I am a student and little bloggers.

19/06/2025

নিজেকে ভালো রাখার জন্য কিছু দরজা বন্ধ রাখাই শ্রেয়

সবাইকে ধরে রাখতে হয় না।
সব সময় সদয় থাকলে, মানুষ সেটা অধিকার ভাবতে শুরু করে।
একটা সময় বুঝেছি—নিজের মনের জানালা সব সময় খোলা রাখলে, ধুলা-বালি ঢুকবেই।
তাই এখন দরজা জানালা বুঝে খুলি। সম্পর্ক বুঝে রাখি।

আগে ভাবতাম, সম্পর্ক মানেই নিরন্তর খোঁজ নেওয়া, সময় দেওয়া, আপস করা।
এখন বুঝি—মানুষের কিছু আচরণ নিজের সম্মানের সাথে যায় না।

কিছু অভিজ্ঞতা শেয়ার করি:
❶ এক আপু ছিল, প্রায়ই টাকা ধার নিত।
ফেরত দিতে ভুলে যেত, মনে করিয়ে দিলে বলত—“আরে না, দিয়ে দিয়েছি তো!”
কিন্তু মাসের পর মাস কেটে যেত, টাকাও আসত না, দৃষ্টিও বদলাত।
অদ্ভুত ব্যাপার, সে প্রায়ই আমার বাসায় আসত, খেত-দিতাম, গল্প করতাম।
কিন্তু আমি একবার ওর বাসায় গেলাম , প্লাস্টিকের গ্লাসে পানি দিয়ে বলেছিল, ‘কাজ আছে, পরে দেখা হবে।’
সেদিনই বুঝেছিলাম—মানবিকতা একতরফা হলে, সেটা বোকামি হয়ে দাঁড়ায়।”

❷ এক বন্ধু ছিল, শুধু নিজের সুবিধামতো যোগাযোগ রাখত।
ওর প্রেমে ঝামেলা, তখন আমি therapist!
ওর বাড়ির সমস্যা, আমি lawyer!
কিন্তু আমি যখন একটু মন খারাপ করে বলি, “আজকে খারাপ লাগছে”—সে reply করে, “আমি একটু busy”।
আজও ইনস্টায় দেখে, ক্যাফেতে বসে latte খাচ্ছে।
আমি আর বিরক্ত হই না, কারণ বুঝে গেছি—কারো কাছে তুমি প্রয়োজন, কারো কাছে তুমি মানুষ। আমি দ্বিতীয় দলে থাকতে চাই।

❸ এক আত্মীয়, সবসময় ছুটি পেলেই আমার বাসায় আসত,
বাচ্চারা খেলত, আমি রান্না করতাম, গল্প করতাম, ওরা খুশি হতো।
একবার হঠাৎ আমার বাসায় গ্যাস নেই, ভেবেছিলাম, ওদের বাসায় খেয়ে আসব।
গিয়ে দেখি, ও বলছে “আমরা একটু বাইরে যাচ্ছি, আরেকদিন এসো।”
তখনই বুঝলাম—সব ‘আপনজন’ আসলে আপন না, অনেকে শুধু সুবিধাজনক জায়গা খোঁজে।
সেই দিন থেকে আমি শুধু দূর থেকেই সালাম দেই, ঘর পর্যন্ত আর ঢুকি না।

❹ এক কলিগ, আমার থেকে বারবার ফাইল তৈরিতে সাহায্য নিয়েছে।
নিজের কাজ শেষ না হওয়া পর্যন্ত ফোন করে ধরিয়ে রাখত,
আর আমার কাজের সময়? বলত, “তুই তো পারিস! তোর জন্য এটা কি এমন কঠিন?”
কিন্তু অফিসে প্রমোশনের প্রশ্নে একবার আমাকে বাদ দিয়ে নিজের নাম প্রস্তাব করেছিল।
সেই দিনই বুঝেছিলাম—যাদের কাছে তুমি ‘পারফেক্ট মেশিন’, তারা কখনও তোমাকে মানুষ ভাবে না।
সেই সম্পর্কের তার কেটে দিয়েছি, শান্তিতে আছি।

❺ এক বান্ধবী, সব সময় আমার কাছ থেকে সাজগোজ, শপিং, ছবি তোলা—সব কিছুতেই সাহায্য নিত।
সে একবারও আমার কাজের বিষয়ে জিজ্ঞেস করেনি।
আমার একটি প্রজেক্টে সাহায্য চাইলে বলেছিল, “এই সময় আমার শরীর ভালো না।”
অথচ আমি তাকে ইনস্টায় দেখলাম ব্রাইডাল ট্রায়ালে ব্যস্ত।
সেদিন বুঝলাম—কিছু মানুষ তোমার উদারতাকে ব্যবহার করে, যতক্ষণ না তুমি সীমারেখা টানো।
আমি সেটা করেছি, সময় মতো।

কিছু সম্পর্ক, যেগুলোর ভার কেবল একপাশে পড়ে থাকে:
এক পরিচিত আপু ছিলেন, সব সময় ফোন দিতেন শুধুই নিজের দুঃখ শোনাতে।
একদিন যখন আমিই ভেঙে পড়েছিলাম, আর তাকে বলতে চেয়েছিলাম, তখন তিনি বলেছিলেন, “আরে এসব বিষয় আমি বুঝি না, পরে কথা বলি।”
আমি বুঝে গেছি, উনি আমার দুঃখের জন্য না, নিজের আরাম খোঁজার জন্য যোগাযোগ রাখেন।

এক বন্ধুর জন্মদিনে আমি কেক নিয়ে গেলাম, অথচ আমার জন্মদিনে সে একবারও ফোন দেয়নি। বলেছিল, ওই দিন নেটওয়ার্ক ছিল না। আমি মনে মনে বলেছি—বন্ধুত্ব যদি নেটওয়ার্কের ওপর নির্ভর করে, তাহলে সেটা রাখারও দরকার নেই।

একবার এক আত্মীয়ের বাসায় দাওয়াতে গিয়েছিলাম।
চোখে মুখে হাসি, কিন্তু কথার ভেতরে ছিল কাঁটা।
একটা মন্তব্য—“তুমি তো কিছু করো না, বাসাতেই থাকো বেশি”—সেই একটা বাক্য আমাকে বুঝিয়ে দিয়েছিল, সব দাওয়াত সম্মান নয়, কিছু দাওয়াত শুধুই ফর্মালিটি।সেই থেকে আমি ‘না’ বলতে শিখেছি।

✅ কী করা উচিত:
• নিজের ইচ্ছার বাইরে কাউকে খুশি করতে যেও না।
সম্মান তখনই থাকে, যখন তা আত্মসম্মান নষ্ট না করে।
• সময়মতো দূরত্ব তৈরি করো।
একবারের অপমান সহ্য করলে, মানুষ দ্বিতীয়বার সেটা অভ্যাস করে ফেলে।
• যারা কেবল নিজের প্রয়োজনে খোঁজ নেয়, তাদের জন্য আলাদা বাউন্ডারি রাখো।
ওদের কথা শুনো, হাসো, কিন্তু মন খুলে দিও না।
• ‘না’ বলাটা শিখে ফেলো—এটা আত্মরক্ষা।
‘না’ বললে অনেকে দূরে সরে যাবে, কিন্তু ওদের না যাওয়াটাই বিপদ।

❌ কী করা উচিত নয়:
• বেশি ভদ্র হতে গিয়ে নিজেকে ছোট করো না।
“ভদ্র” হবার চেষ্টায় অনেকেই নিজের অনুভূতির কবর দিয়ে ফেলে।
• যারা একবার আঘাত করেছে, তাদের বারবার সুযোগ দিও না।
‘দ্বিতীয় সুযোগ’ মানে অনেক সময় ‘দ্বিতীয়বার কষ্ট’।
• ভুল মানুষদেরকে ঠিক করার দায়িত্ব নিও না।
তুমি কাউন্সেলর নও, থেরাপিস্ট নও—তুমি একজন মানুষ, যার নিজের অনুভূতির যত্ন নেওয়াও জরুরি।
• নিজের অবস্থান বোঝাতে গিয়ে চোখে জল এনো না।
যে বোঝে না, সে কান্না দেখেও ব্যস্ত থাকবে অন্য কাজে।

আজ আমি কেমন?
• নিজের জায়গা বোঝাতে শিখেছি।
• ভালোবাসা দিতে আগে ভালোবাসা পাওয়ার যোগ্যতা দেখি।
• অপরাধবোধ ছাড়াই ব্লক করি, মিউট করি, দূরে যাই—কারণ সেটা আমার মানসিক স্বাস্থ্যের জন্য দরকারি।

🔚 সব সম্পর্ক পবিত্র নয়,
সব সম্পর্ক গুরুত্বপূর্ণ নয়,
সব সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়াও জরুরি নয়।

তোমার জীবনের প্রতিটা মানুষ যদি তোমার স্পেস, সম্মান আর সংবেদনশীলতা বুঝতে না পারে—তবে সেই সম্পর্ক শুধু নামমাত্র একটা বোঝা।

জীবন ছোট, সময় অল্প। সব জায়গায় খুশি ছড়াতে গিয়ে নিজেকে ধ্বংস কোরো না।

নিজেকে ভালোবাসো, নিজের মনকে গুরুত্ব দাও।
কিছু দরজা বন্ধ রাখো—সেটা তোমার শান্তির জন্য।
Facebook copy

সময়ের চেয়ে বড় কোন ঔষুধ পৃথিবীতে নেই। কত ক্ষত। কত ব্যথা। কত অভিমান। অভি*শা*প। কতটা নি:সঙ্গতা বুকে চেপে রেখে মানুষ একসম...
09/05/2025

সময়ের চেয়ে বড় কোন ঔষুধ পৃথিবীতে নেই। কত ক্ষত। কত ব্যথা। কত অভিমান। অভি*শা*প।
কতটা নি:সঙ্গতা বুকে চেপে রেখে মানুষ একসময় একা বাঁচতে শিখে যায়, সে খবর কখনোই কারো কাছে পৌছায় না।

সময় একসময় জগতের সকল ক্ষ*ত মুছে ফেলে। কারো জন্যই অনেক সময় পর আর বুকের ভেতর হাসফাঁস লাগে না।
কারো অবহেলায় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটি মনে হয় না।
কারো অযত্নেই কিছু যায় আসে না।
সময়ের বিনিয়োগ মানুষকে ঘুরে দাঁড়াতে শেখায়।
বুঝতে শেখায়; পৃথিবীতে কোনো কিছুই তো আমি সাথে করে নিয়ে আসিনি; কোনো কিছুই আমার নয়।
কোনো কিছুর প্রতিই আমার একার অধিকার নেই।
যেটুকু পাচ্ছি, সেটুকুই বরং আমার পাওয়ার কথা না।
যেটুকু হারাচ্ছি, সেটুকু আসলে কখনো আমার ছিলোই না।

29/04/2025
আল্লাহ আমি মানুষ রুপী শয়তানদের বিচার এই দুনিয়ায় দেখে যেতে চাই 🤲🏻
03/04/2025

আল্লাহ আমি মানুষ রুপী শয়তানদের বিচার এই দুনিয়ায় দেখে যেতে চাই 🤲🏻

25/03/2025
24/03/2025
17/12/2024

📌📌পেইজের পিনপোস্টঃ
আসসালামু আলাইকুম, গার্লস এটিটিউড পেইজ টি স্কিনকেয়ার & মেকাপ আইটেম রিলেটেড রিভিউ + অথেন্টিক প্রোডাক্ট সেলিং পেইজ। পেইজে স্কিনকেয়ার আইটেম নিয়ে proper ধারনা দেয়া হবে।
কেউ যদি কোনো প্রোডাক্ট কিনতে চান আমাদের পেজ থেকে অথেন্টিক প্রোডাক্ট purchase করতে পারবেন..!🤍

পেইজের পোস্টগুলো, গার্লস এটিটিউড গ্রুপের মোডারেটর দের অনেক রিসার্চ & কস্ট করে লিখা তাই পেইজের পোস্ট কপি করার কোন অনুমতি নেই। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন বাট নো কপি পেস্ট🚫❌

📌পেইজে কেউ কোন পোস্ট করবেন না। তবে কমেন্ট করতে পারবেন। পেইজের পোস্ট গুলোর নোটিফিকেশন এডমিনের কাছে আসে না তাই পোস্ট করতে হলে 💕Girls attitude 💕 💕 গ্রুপে করবেন। গ্রুপ টা শুধুমাত্র মেয়েদের জন্য। নামের উপর ক্লিক করলেই গ্রুপ পাবেন।

পিনপোস্টে পেইজের সব ইম্পর্ট্যান্ট পোস্টগুলোর লিংক দিয়ে দেয়া হলো যেন সহজেই পোস্ট খুঁজে পেতে পারেন।

📌স্কিন টাইপ বোঝার জন্য এই লিংক দেখুনঃ
https://m.facebook.com/story.php?story_fbid=804148698384038&id=100063667466042&mibextid=Nif5oz

📌patch test নিয়ে জানতে এই লিংক দেখুনঃ

https://m.facebook.com/story.php?story_fbid=802614881870753&id=100063667466042&mibextid=Nif5oz
📌সেরামাইড ময়েশ্চারাইজার নিয়ে জানতে এই লিংক দেখুন:

https://m.facebook.com/story.php?story_fbid=814593694006205&id=100063667466042&mibextid=Nif5oz

📌অয়েলি স্কিনকেয়ার রুটিন লিংক:
https://m.facebook.com/story.php?story_fbid=803269975138577&id=100063667466042

📌ড্রাই স্কিন রুটিন লিংক:
https://m.facebook.com/story.php?story_fbid=803535255112049&id=100063667466042&mibextid=Nif5oz

📌কম্বিনেশন স্কিন রুটিন লিংকঃ
https://m.facebook.com/story.php?story_fbid=803123771819864&id=100063667466042

📌কোন কোন উপাদান একসাথে ইউজ করা যাবে বা যাবেনা সেটা জানতে এই লিংক দেখুন:

https://m.facebook.com/story.php?story_fbid=772569938208581&id=100063667466042&mibextid=Nif5oz

📌সান্সক্রিন নিয়ে জানতে এই লিংক দেখুনঃ

https://m.facebook.com/story.php?story_fbid=802809415184633&id=100063667466042&mibextid=Nif5oz

📌ডাবল ক্লিনজিং নিয়ে জানতে এই লিংক দেখুনঃ
https://m.facebook.com/story.php?story_fbid=802771321855109&id=100063667466042&mibextid=Nif5oz

📌নাইটক্রিম নিয়ে জানতে এই লিংক দেখুন:

https://m.facebook.com/story.php?story_fbid=817006100431631&id=100063667466042&mibextid=Nif5oz

📌UV index নিয়ে জানতে এই লিংক দেখুন:
https://m.facebook.com/story.php?story_fbid=803546158444292&id=100063667466042&mibextid=Nif5oz

📌টোন আপ সান্সক্রিন নিয়ে জানতে এই লিংক দেখুন:

https://m.facebook.com/story.php?story_fbid=811987304266844&id=100063667466042&mibextid=Nif5oz

📌ডার্ক আইলিডের প্রব্লেমের জন্য এই লিংক দেখুন:

https://m.facebook.com/story.php?story_fbid=808245924640982&id=100063667466042&mibextid=Nif5oz

📌ডার্ক সার্কেল সমাধান নিয়ে জানতে এই লিংক দেখুনঃ
https://m.facebook.com/story.php?story_fbid=802710591861182&id=100063667466042&mibextid=Nif5oz

📌এক্সফলিয়েটর নিয়ে জানতে এই লিংক দেখুনঃ

https://m.facebook.com/story.php?story_fbid=803358275129747&id=100063667466042&mibextid=Nif5oz
📌 কপালের বলিরেখা বা ফাইনলাইন নিয়ে জানতে এই লিংক দেখুন:

https://m.facebook.com/story.php?story_fbid=809507881181453&id=100063667466042&mibextid=Nif5oz

📌প্রেগ্ন্যাসির /ব্রেস্টফিডিং মায়েদের স্কিনকেয়ারঃ
https://m.facebook.com/story.php?story_fbid=807587338040174&id=100063667466042&mibextid=Nif5oz

📌ফাংগাল একনে সেফ কেয়ার প্রোডাক্ট নিয়ে জানতে এই লিংক দেখুনঃ
https://m.facebook.com/story.php?story_fbid=804021605063414&id=100063667466042&mibextid=Nif5oz

📌একনে স্কার/ পোর্স নিয়ে জানতে এই লিংক দেখুন

https://m.facebook.com/story.php?story_fbid=807582938040614&id=100063667466042&mibextid=Nif5oz

📌সেবাসিয়াস ফিলামেন্ট নিয়ে জানতে এই লিংক দেখুনঃ

https://m.facebook.com/story.php?story_fbid=808201907978717&id=100063667466042&mibextid=Nif5oz

📌সিরাম নিয়ে জানতে এই লিংক দেখুনঃ
https://www.facebook.com/646636045976819/posts/1127773364529749/?app=fbl

📌 Teenage স্কিনকেয়ার রুটিনঃ
https://m.facebook.com/story.php?story_fbid=804011925064382&id=100063667466042&mibextid=Nif5oz

📌ড্যামেজ স্কিন রিপেয়ার নিয়ে জানতে এই লিংক দেখুনঃ
https://m.facebook.com/story.php?story_fbid=818242020308039&id=100063667466042&mibextid=Nif5oz

📌বিল্ডআপ নিয়ে জানতে এই পোস্ট লিংক:

https://m.facebook.com/story.php?story_fbid=822247796574128&id=100063667466042&mibextid=Nif5oz

📌ফাংগাল একনে কেয়ার নিয়ে জানতে এই লিংক দেখুন:

https://m.facebook.com/story.php?story_fbid=804021605063414&id=100063667466042&mibextid=Nif5oz

📌স্কিনকেয়ার নেসেসারি টিপসঃ
https://www.facebook.com/646636045976819/posts/1107352596571826/?app=fbl

📌ত্বক চর্চায় বিভিন্ন এসিড নিয়ে জানতে এই লিংক দেখুনঃ
https://www.facebook.com/646636045976819/posts/1105909050049514/?app=fbl

📌মেছতার সমাধান নিয়ে জানতে এই লিংক দেখুন:

https://m.facebook.com/story.php?story_fbid=772033431595565&id=100063667466042&mibextid=Nif5oz

📌 বডিকেয়ার নিয়ে জানতে এই লিংক দেখুনঃ

https://m.facebook.com/story.php?story_fbid=803305191801722&id=100063667466042&mibextid=Nif5oz

📌বডিওয়াশ/ শাওয়ার জেল নিয়ে জানতে এই লিংক দেখুন:

https://m.facebook.com/story.php?story_fbid=774599934672248&id=100063667466042&mibextid=Nif5oz

📌পাউডার নিয়ে জানতে এই লিংক দেখুন:

https://m.facebook.com/story.php?story_fbid=767968975335344&id=100063667466042&mibextid=Nif5oz

📌ডিহাইড্রেট স্কিন নিয়ে জানতে এই লিংক দেখুনঃ
https://m.facebook.com/story.php?story_fbid=472344298231148&id=100063667466042

📌বিবি/ সিসি ক্রিম নিয়ে জানতে এই লিংক দেখুনঃ
https://m.facebook.com/story.php?story_fbid=1127826064524479&id=646636045976819

📌হাইড্রাফেশিয়াল নিয়ে জানতে এই লিংক দেখুনঃ

https://m.facebook.com/story.php?story_fbid=1126253364681749&id=646636045976819

📌চুলের ধরন / পরোসিটি বোঝার জন্য এই লিংক দেখুনঃ

https://m.facebook.com/story.php?story_fbid=806267558172152&id=100063667466042&mibextid=Nif5oz

📌কটন প্যাড নিয়ে জানতে এই লিংক দেখুন:
https://m.facebook.com/story.php?story_fbid=803389558459952&id=100063667466042&mibextid=Nif5oz

📌বেসিক হেয়ারকেয়ার নিয়ে জানতে এই লিংক দেখুন:

https://m.facebook.com/story.php?story_fbid=781042064028035&id=100063667466042&mibextid=Nif5oz

📌হেয়ারগ্রোথ রেমিডি নিয়ে জানতে এই লিংক দেখুন:

https://m.facebook.com/story.php?story_fbid=810091977789710&id=100063667466042&mibextid=Nif5oz

📌চুলের আগা ফাটা সমস্যার জন্য এই লিংক দেখুন:

https://m.facebook.com/story.php?story_fbid=772483294883912&id=100063667466042&mibextid=Nif5oz

📌প্রোটিন প্যাক রেসিপি ১:

https://m.facebook.com/story.php?story_fbid=806372864828288&id=100063667466042&mibextid=Nif5oz

📌প্রোটিন প্যাক রেসিপি ২:

https://m.facebook.com/story.php?story_fbid=804840038314904&id=100063667466042&mibextid=Nif5oz

📌এলোভেরা জেল তৈরির রেসিপি:

https://m.facebook.com/story.php?story_fbid=788723989926509&id=100063667466042&mibextid=Nif5oz

📌কিছু DIY হেয়ার প্যাক রেসিপি:

https://m.facebook.com/story.php?story_fbid=774776471321261&id=100063667466042&mibextid=Nif5oz

📌প্রিকন্ডিশনিং মাস্ক নিয়ে জানতে এই লিংক দেখুনoz

https://m.facebook.com/story.php?story_fbid=773360611462847&id=100063667466042&mibextid=Nif5oz

📌ডিপকন্ডিশনার নিয়ে জানতে এই লিংক দেখুন:

https://m.facebook.com/story.php?story_fbid=771974628268112&id=100063667466042&mibextid=Nif5oz

📌চুলে তেল ব্যবহারের নিয়ম নিয়ে জানতে এই লিংক দেখুন:

https://m.facebook.com/story.php?story_fbid=811386480993593&id=100063667466042&mibextid=Nif5oz

📌চুলে কন্ডিশনার ব্যবহারের নিয়ম:

https://m.facebook.com/story.php?story_fbid=814850200647221&id=100063667466042&mibextid=Nif5oz

📌চুলে শ্যাম্পু ব্যবহারের নিয়ম:

https://m.facebook.com/story.php?story_fbid=812061120926129&id=100063667466042&mibextid=Nif5oz

এভাবেই কিছু মানুষকে চিনতে না পারা আমি🙂
11/12/2024

এভাবেই কিছু মানুষকে চিনতে না পারা আমি🙂

27/11/2024

Address

Demran
1362

Alerts

Be the first to know and let us send you an email when Arosha's world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arosha's world:

Share