18/09/2025
বাংলাদেশ খেলাফত মজলিস ৯নং কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন.
---------------------------------------
আজ ১৮ সেপ্টেম্বর‘২৫ ইং বৃহস্পতিবার, দুপুর ২ ঘটিকার সময় উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম সাহেবের সভাপতিত্বে ও মাওলানা ওলিউর রহমান এর পরিচালনায় বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়ন শাখার মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রধান অথিতির বক্তব্যে মাওলানা নুরুদ্দীন আহমদ বলেন বিগত ১৭ বছর দেশের জনগণ এক ফ্যাসিবাদী শাসনের অধীনে নিপীড়ন, বৈষম্য ও পরাধীনতার মধ্যে দিন কাটিয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল সেই অন্যায়ের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ। তিনি আর বলেন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে 'সোনার বাংলা', 'সবুজ বাংলা', 'নতুন বাংলা' এবং 'ডিজিটাল বাংলা' দেখেছি, কিন্তু শান্তি খুঁজে পাইনি। তাই এবার আমরা খেলাফতের অধীনে বাংলা দেখতে চাই।
অধিবেশনে আর উপস্থিত ছিলেন দিরাই উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম, সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমান রাজু, পৌর সভাপতি মাওলানা এবি এম নোমান, সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম, পৌর সাধারণ সম্পাদক হাফিজ ইয়াহইয়া বিন হাবীব, যুব মজলিস উপজেলা দায়িত্বশীল মাওলানা মেরাজুল হক্ব, মাওলানা রিয়াদ আহমদ, মোঃ হাদিউজ্জামান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস দিরাই উপজেলার সভাপতি শেখ মারুফ হাসান, সহ সভাপতি মোহাম্মদ রেজওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান, অফিস সম্পাদক সাদিক আহমদ রিয়াদ আহমদ, শাহিনুর রহমান প্রমুখ।
অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা লুৎফুর রহমান সাহেবকে সভাপতি ও মাওলানা ওলিউর রহমান সাহেবকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘটন করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিনন্দন জানিয়ে সংগঠনের কাজকে তৃনমূলে আরও জোরদার করে পরিচালনার আহবান জানান।