Derai Times দিরাই টাইমস

Derai Times দিরাই টাইমস Derai Times : Your Trusted Source for Local News.

দিরাই গ্যাস এন্ড চুলাঘর থেকে এক ব্যক্তি তিন বস্তা চাল নিয়ে যান, টাকা আনার কথা বলে আর ফেরেননি। কেউ চিনে থাকলে যোগাযোগ করু...
04/11/2025

দিরাই গ্যাস এন্ড চুলাঘর থেকে এক ব্যক্তি তিন বস্তা চাল নিয়ে যান, টাকা আনার কথা বলে আর ফেরেননি। কেউ চিনে থাকলে যোগাযোগ করুন: 📞 01715-417219

জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই???
30/10/2025

জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই???

24/10/2025

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাগলা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চাঁদপুরের এক মা ও তার মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

শিশির মনিরের প্রচেষ্টায় নদীভাঙনে আশার আলোফয়েজউল্লাহপুরের দুঃখী তীর আজ পেয়েছে স্বস্তির খবর। দিরাই-শাল্লার মানুষের প্রিয় ম...
21/10/2025

শিশির মনিরের প্রচেষ্টায় নদীভাঙনে আশার আলো

ফয়েজউল্লাহপুরের দুঃখী তীর আজ পেয়েছে স্বস্তির খবর। দিরাই-শাল্লার মানুষের প্রিয় মুখ মোহাম্মদ শিশির মনিরের নিরলস প্রচেষ্টায় নদীভাঙন রোধে এসেছে জরুরি বরাদ্দ।

নদীর গর্ভে বিলীন হতে থাকা গ্রামগুলোয় যখন মানুষ ছিল আতঙ্কে, তখন তিনি পাশে দাঁড়িয়ে আশ্বাস দিয়েছিলেন পদক্ষেপের। সেই আশ্বাস আজ বাস্তবে রূপ নিয়েছে — সরকার অনুমোদন দিয়েছে জরুরি বরাদ্দের।

ভাঙনের বুক চিরে জেগে উঠছে আশার নতুন তীর। 🌿

চন্ডিডহর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৩ অক্টোবরদিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর—তিন উপজেলার মানুষের যাতায়াতের একমাত্র ...
20/10/2025

চন্ডিডহর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৩ অক্টোবর

দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর—তিন উপজেলার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম মহাসিং নদী। এখনো খেয়া নৌকায় পারাপার হতে হয় এলাকাবাসীকে। দীর্ঘদিনের দাবির পরও চন্ডিডহরে সেতু নির্মাণ হয়নি।

এ দাবিকে সামনে রেখে আগামী ২৩ অক্টোবর, বৃহস্পতিবার, চন্ডিডহর এলাকায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।

– দিরাই টাইমস

দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত তিন দিনের নির্বাচনী স...
20/10/2025

দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত তিন দিনের নির্বাচনী সফরে দিরাই ও শাল্লার বিভিন্ন এলাকায় অবস্থান করবেন। সফরের শুরুতেই তিনি ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ২টা ১০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন এবং দিরাইয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে মতবিনিময় করবেন।

২৪ অক্টোবর (শুক্রবার) তিনি জারলীয়া, রাঙ্গামাটিয়া, চন্দ্রপুর, নাচনীসহ বিভিন্ন এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় এবং ধনপুর বাজারে গণসংযোগ করবেন। জুমার নামাজ আদায় করবেন সরমঙ্গল জামে মসজিদে।

সফরের শেষ দিন ২৫ অক্টোবর (শনিবার) বোরহানপুর, ভাঙ্গাডহর, ভাটিধল ও ধল উচ্চ বিদ্যালয় মাঠে জনসাধারণের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সন্ধ্যায় সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন।

এই সফরের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে তার অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

কে হবেন তারেক রহমানের চূড়ান্ত পছন্দ?
20/10/2025

কে হবেন তারেক রহমানের চূড়ান্ত পছন্দ?

দিরাই মডেল মসজিদ
20/10/2025

দিরাই মডেল মসজিদ

19/10/2025

বিএনপির মনোনয়ন বৈঠকে শেষে সুনামগঞ্জের ৫ টি আসনে তারেক রহমানের নির্দেশানায় প্রাথমিকভাবে ১১ জনকে মনোনিত করা হয়েছে এবং তাদেরকো মাঠে করতে বলা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপি স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস অ্যাড মো আব্দুল হক।
সুনামগঞ্জ-১ সালমা নজির, আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল।
সুনামগঞ্জ-২ নাসির উদ্দীন চৌধুরী, তাহির রায়হান চৌধুরী পাভেল।
সুনামগঞ্জ-৩- একক ভাবে এম কয়সর আহমদ কে কাজ করতো বলা হয়েছে
সুনামগঞ্জ ৪- অ্যাড মো আব্দুল হক, এডভোকেট নুরুল ইসলাম নুরুল ও জয়নুল জাকেরিন।
সুনামগঞ্জ-৫ কলিম উদ্দিন আহমেদ মিলন , মিজানুর রহমান চৌধুরী।
তাদের সবাইকে মাঠে কাজ করতে বলা হয়েছে এখান থেকেই একজন পাবেন চুড়ান্ত মনোনয়ন।

19/10/2025

তিন দফা দাবিতে দিরাই'য়ে শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত।

18/10/2025

ধানের শীষের চূড়ান্ত যুদ্ধ! আগামীকাল ঢাকা যাচ্ছেন সুনামগঞ্জ-২ এর প্রত্যাশীরা

18/10/2025

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপির দুই গ্রুপের মধ্যে মা*রা*মা*রি

Address

Derai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Derai Times দিরাই টাইমস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share