30/07/2025
জীবনে কোনোদিন কারও সাথে স্বার্থ নিয়ে মিশি নাই। ভবিষ্যতেও মিশবো না। কাউকে যদি সম্মান দিয়ে থাকি, ভালো ব্যাবহার করে থাকি, ভালোবেসে থাকি, তাহলে সেটা সবসময় মন থেকে নি:স্বার্থভাবে ছিলো। কারণ সেই মানুষগুলা সেটা অর্জন করে নিসে। আমি আমার ব্যাবহারের এর প্রতিদানে কোনোদিন কোনোকিছু আশা করিনি। ভবিষ্যতেও করবো না। ইনশাআল্লাহ