Md Miftah Uddin Choudhury Rumi

Md Miftah Uddin Choudhury Rumi
এডমিন প্যানেল দ্বারা পরিচালিত।

জনগণের সেবাই আমাদের প্রতিশ্রুতি একজন সৎ, পরিশ্রমী ও মানুষের কল্যাণে নিবেদিত প্রার্থী হিসেবে দিরাই-শাল্লার সাবেক সংসদ মিফ...
16/10/2025

জনগণের সেবাই আমাদের প্রতিশ্রুতি

একজন সৎ, পরিশ্রমী ও মানুষের কল্যাণে নিবেদিত প্রার্থী হিসেবে দিরাই-শাল্লার সাবেক সংসদ মিফতাহ উদ্দীন চৌধুরী (রুমি)। সবসময় ছিলেন মানুষের পাশে।
তিনি বিশ্বাস করেন— রাজনীতি মানে জনগণের আস্থা অর্জন করা, প্রতিশ্রুতি রক্ষা করা এবং উন্নয়নের পথে সবার অংশগ্রহণ নিশ্চিত করা।

🤝 আসুন, একসাথে গড়ে তুলি এক ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও সেবামুখী সমাজ।
দিরাই-শাল্লা এর উন্নয়ন, মানুষের অধিকার, এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে মিফতাহ উদ্দীন চৌধুরী (রুমি) আছেন দৃঢ় প্রত্যয়ে।

জগদল ইউনিয়নের জগদল বাাজারে মিফতাহ উদ্দীন চৌধুরী (রুমি) সাহেব। ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভায়।
16/10/2025

জগদল ইউনিয়নের জগদল বাাজারে মিফতাহ উদ্দীন চৌধুরী (রুমি) সাহেব।
৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভায়।

16/10/2025
জগদল ইউনিয়নের রতনপুর বাজারে মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি চাচাসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
16/10/2025

জগদল ইউনিয়নের রতনপুর বাজারে মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি চাচাসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক সংসদ সদস্য মো: মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি সাহেব এর দিকনির্দেশনায় চনারচর, নোয়াগাও,কার্তিকপুর...
15/10/2025

অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক সংসদ সদস্য মো: মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি সাহেব এর দিকনির্দেশনায় চনারচর, নোয়াগাও,কার্তিকপুর, বাজারে গণসংযোগ করেন, উনার বড় ছেলে ব্যারিস্টার মাহদিন চৌধুরী...!

এরকম হাজারো মানুষের ভালোবাসা কোটি টাকার চেয়েও দামী। জনগণের ভালোবাসায় আজ আমি Md Miftah Uddin Choudhury Rumi. তাই হয়তো এি...
11/10/2025

এরকম হাজারো মানুষের ভালোবাসা কোটি টাকার চেয়েও দামী। জনগণের ভালোবাসায় আজ আমি Md Miftah Uddin Choudhury Rumi. তাই হয়তো এি মাটি, বাতাস, প্রকৃতি আমায় বারবার টানে। শুকরিয়া 💗
আমাদের দিরাই-শাল্লাবাসীর জন্য দোয়া ও আপনাদের নেক হায়াত কামনা করি।

11/10/2025

কিছু কথা না শুনলেই নয়-
আসসালামু আলাইকুম,
প্রিয় দিরাই-শাল্লাবাসী,সুনামগঞ্জ-২

এই মাটি, এই হাওর, এই পথঘাট শুধু আমার জন্মভূমিই নয়
-এ আমার পরিচয়, এ আমার শিকড়।
আমি ব্যারিস্টার মাহদীন চৌধুরী, আজ আপনাদের সামনে রাজনীতিবিদ হয়ে নয়, আপনাদের সন্তান হয়ে এই কথা বলছি।

দিরাই-শাল্লার মানুষ মানেই সংগ্রামের মানুষ। যখন হাওরের বুক জুড়ে সোনা ফলানো ধান একদিনের জলোচ্ছ্বাসে ভেসে যায়, তখনো কৃষক মাথা নত করে না। যখন তরুণেরা কাজের অভাবে দূরদেশে পাড়ি জমায়, তখনো তারা আশা ছাড়ে না। যখন চিকিৎসার অভাবে কোনো মা তাঁর সন্তানের চোখের পানি মুছতে পারে না, তখনো তিনি আল্লাহর উপর ভরসা করে বেঁচে থাকেন। এ অঞ্চলের প্রতিটি মানুষ সংগ্রামী, এ অঞ্চলের প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে আছে হাজারো বেদনার গল্প।

আমি এসব গল্প খুব কাছ থেকে দেখেছি। আর দেখেছি আমার বাবা বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী-কে, যিনি শুধু একজন বিচারপতি নন, তিনি আজীবন বিএনপির একজন নিবেদিতপ্রাণ সৈনিক। তিনি ১৯৯৬ সালে বিএনপি মনোনীত সংসদ সদস্য ছিলেন, যিনি দিরাই-শাল্লার মানুষকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, যিনি এই এলাকার প্রতিটি দুঃখ-কষ্ট নিজের কাঁধে বইতে চেয়েছিলেন।

আমার বাবা কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, কখনো ভয়কে বরণ করেননি। তিনি বিশ্বাস করেন, রাজনীতি মানেই মানুষের জন্য লড়াই, রাজনীতি মানেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো।

আজ আমি তাঁর সন্তান হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে কেবল একটি অনুরোধ জানাই—আপনারা তাঁর পাশে থাকুন। আপনারা তাঁকে সমর্থন করুন, ভালোবাসা দিন, শক্তি দিন। কারণ দিরাই-শাল্লার পরিবর্তন একা সম্ভব নয়, তা সম্ভব কেবল আপনাদের সম্মিলিত শক্তিতে।

আমি স্বপ্ন দেখি এমন এক দিরাই-শাল্লার, যেখানে কোনো তরুণকে জীবিকার জন্য ভিনদেশে যেতে হবে না, যেখানে প্রতিটি মায়ের মুখে থাকবে সন্তানের সুস্থতার নিশ্চয়তা, যেখানে কৃষকের ঘামে ভেজা ফসলের ন্যায্য দাম তার হাতে পৌঁছাবে, যেখানে আমাদের সন্তানরা শিক্ষার আলোয় আলোকিত হবে।

প্রিয় দিরাই-শাল্লাবাসী,
আমরা যদি একসাথে হই, তবে দিরাই-শাল্লাকে আর পিছিয়ে রাখা যাবে না। আমাদের এই মাটি হবে ন্যায়, উন্নয়ন আর সমৃদ্ধির দৃষ্টান্ত।

আসুন, আমরা সবাই মিলে নতুন সূচনার পথে হাঁটি। আসুন, দিরাই-শাল্লাকে এমন একটি জায়গায় নিয়ে যাই, যেখানে থাকবে আশার আলো, থাকবে ভালোবাসা, থাকবে সত্য ও ন্যায়ের জয়।

আমি একজন সন্তান হিসেবে আপনাদের দোয়া, ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থন প্রার্থনা করছি।



⚠️ Disclaimer
The purpose of this video is just for the political publicity awareness/education/information and it does not intend to objection, harm or promote any unsafe behavior.
Only suitable for audiences 18+

10/10/2025

উত্তাল হাওরের ঢেউকে সঙ্গী করে বড় হয়ে ওঠা মিফতাহ উদ্দিন চৌধুরীর জীবনের প্রতিটি বাঁকে লুকিয়ে আছে সংগ্রামের গল্প। মিফতাহ উদ্দিন চৌধুরী—নিজের পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে গড়েছেন এক অনুপ্রেরণার ইতিহাস।

আপনি কি প্রস্তুত?👈আপনার সমর্থন ও একটি ভোট বদলে দিতে পারে (দিরাই-শাল্লা=সুনামগঞ্জ ২) এলাকার ভবিষ্যৎ। মিফতাহ উদ্দিন চৌধুরী...
07/10/2025

আপনি কি প্রস্তুত?👈
আপনার সমর্থন ও একটি ভোট বদলে দিতে পারে (দিরাই-শাল্লা=সুনামগঞ্জ ২) এলাকার ভবিষ্যৎ।

মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি।
(সাবেক সাংসদ, সাবেক বিচারপতি, এডভোকেট)

​আসুন, কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজি: দিরাই শাল্লার উন্নয়নের জন্য।
★​আমরা কি আমাদের এলাকার জন্য এমন একজন নেতা চাই, যিনি আইন ও বিচার ব্যবস্থা সম্পর্কে সর্বোচ্চ জ্ঞান রাখেন?
★​আমরা কি এমন একজন সংসদ সদস্য চাই, যার পূর্বের অভিজ্ঞতা রয়েছে এবং যিনি জানেন কীভাবে উন্নয়ন আনতে হয়?
★​আমরা কি এমন একজন প্রতিনিধি চাই, যিনি সৎ, নির্ভীক এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে আপসহীন?
☝️👉​যদি এই তিনটি প্রশ্নের উত্তর "হ্যাঁ" হয়, তবে আমাদের সামনে'ই বিকল্প আছেন,
👉জনাব-মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি।
​তাঁর পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। তাঁর কাজই তাঁর পরিচয়।
এবার সিদ্ধান্ত আপনার। আপনি কি একজন পরীক্ষিত, জ্ঞানী ও ন্যায়পরায়ণ নেতাকে বেছে নেবেন?
​আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে পোস্টটি শেয়ার করুন।

​ #প্রশ্নআপনারউত্তরওআপনার #যোগ্যনেতা #এলাকারভবিষ্যৎ #মিফতাহউদ্দিনচৌধুরীরুমি #দিরাই_শাল্লা #সুনামগজ্ঞ_২ #সুনামগজ্ঞ

07/10/2025

৪ অক্টোবর ২০২৫
টানাখালি বাজারে পথসভায় মিফতাহ উদ্দীন চৌধুরী (রুমি)।

06/10/2025

Address

Derai
Derai
3040

Alerts

Be the first to know and let us send you an email when Md Miftah Uddin Choudhury Rumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share