যদি ভাবো আমি খারাপ
তাইলে তোমার কাছে খারাপ
যদি ভাবো ভালো তাহলে ভালো।।।
26/08/2025
🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest among my fans!
23/08/2025
সময় সবসময় একি ভাবে যায়না।
খারাপ যাবে ভালো যাবে এরই নাম
জীবন Masud Rana
23/08/2025
আরবি কফি কিভাবে বানাই।।
কুয়েত 🇰🇼🥀
18/08/2025
✌️💔
18/08/2025
My friend 🇰🇼🥀💔
18/08/2025
অসমাপ্ত ভালোবাসা।
গল্পটা ভিন্ন রকম
গল্পের শুরুটা ২০০২..
শেষ টা!!!
২০০২ সাল তখন আমি গ্রামে ব্রাক স্কুলে লেখাপড়া করি।
বাল্যকাল তখন থেকেই গল্পের শুরু।।
আমার সাথে একটা স্যামলা বরন মায়া নামের মেয়ে পরতো ।
এক সাথে স্কুলে যাই আসি এক সাথেই খেলাধুলা করি।।।।
স্কুল শেষ করে বাড়ি গিয়ে দুপুরে ফ্রেস হয়ে খাওয়া দাওয়া করে।। বিকেল হলেই বের হতাম খেলাদুলা করতে।। মায়া নামের মেয়েটির বাড়ির পাশেই।।
আবার শুক্রবার হলে টিভি দেখতে যেতাম মায়ার বাড়িতে
আহ কি সুন্দর সোনালী দিন।। শুক্রবার হলেই সালমানশাহ শাবনুরের ছবি।। প্রেমের ছবি হলে দেখতাম। না হলে দেখতাম না।
এভাবে খুব সুন্দর দিন কাটছে।
মনের অজান্তেই মায়ার প্রতি প্রেম যেগে উঠলো।।
ভালোভাবে বুজিনা প্রেম ভালোবাসা কি।।
কিন্তু মায়ার প্রতি কেনো জানি দিন দিন ভালোলাগা শুরু হলো।।তাকে না দেখলে ভালোলাগেনা তার পাশে না বসলে #@ # ভালোলাগেনা।একদিন না দেখলে খুব খারাপ লাগতো।।
হ্যা ফাইনালি আমি তাকে ভালোবেসে ফেলেছি।
মায়া মায়া ওকে ছাড়া আমি কিছুই বুজতাম না।।
এ কেমন ভালোবাসারে সেতো জানেই না আমি যে তাকে এত ভালোবাসি।।
চিন্তা করলাম আমি তাকে আমার ভালোবাসার কথা বলে দেবো।।
না কোন ভাবেই বলতে পারিনা!
আমি তোমাকে ভালোবাসি।
ভাবলাম এভাবে তো হবেনা।
অন্য একজন কে দিয়ে বলে দেখি কি বলে।
তারপর একজন কে বলতে বললাম সে সরাসরি মানা করে দিছে যে না আমি তাকে ভালোবাসতে পারবোনা।।
তখন চিন্তা করলাম নিজে না বললে হবেনা।।
আর সেই সাহস হয়ে উঠলোনা।।।
নিজে গিয়ে বলা।
এভাবেই বহুদিন কেটে গেলো সেও বুজে গেলো যে
আমি তাকে অনেক ভালোবাসি।
কথা হয় দেখা হয় ভালোবাসি বলা হয়না😥
একদিন চিঠি লিখলাম চিঠির মাধ্যমে মনের সব কথা বলে দিলাম এরপর কোন উত্তর পেলাম না।
অথচ দেখা হলে কথা বলে সন্দায় বাড়ির সামনে ডাক দিলে বের হয়।। অনেক চঞ্চলতা ছিলো মায়া কথা শেষ না হতেই চলে যেতো।
একদিন সরাসরি বলে দিলাম আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি তখন সে বলেআমি জানি।
বললাম তুমি আমাকে ভালোবাসো কি না বলো।উত্তরে বলে আমি জানিনা।।।তাহলে কি বুজে নেবো বুজে নিলাম ভালোবাসে মুখ ভুটে বলতে পারছেনা।।
এভাবেই শেষ হয়ে গেলো ৪ বছরের স্কুল 😓😓
এরপর আমি আর স্কুলে ভর্তি না হয়ে মাদ্রাসা লাইনে ভর্তি হলাম।।
মায়া ভর্তি হলো স্কুলে।। দুজন হয়ে গেলাম আলাদা।।
তবে সকাল বেলা সে। আমি যে মাদ্রাসা পরি সেই মাদ্রাসা মক্তব পরতে আসে।আমি শুধু দেখি কিন্তু কথা হয়না😥
মায়ার সাথে আর আগের মত কথা হয়না দেখাও হয়না।
এভাবে আর ২ বছর কেটে গেলো।।
এর পর আমি ভাবলাম মাদ্রাসা পরা ছেড়ে দিয়ে ওর স্কুলে ভর্তি হবো।
ফাইনালি একই স্কুলে ভর্তি হলাম মায়ার দুই ক্লাস নিচে ভর্তি হলাম।।
ক্লাস শুরু হলো আমার মাথায় অংক ডুকেনা
কোন ভাবেই আমি অংক পারিনা।
এরপর সাতদিনের মাথায় স্কুলে যাওয়া বন্দ করে দিলাম।।
শুরু হলো আজাইরা ঘোড়া ফেরা আর মায়ার বাড়ির সামনে দোকানে আড্ডা দেওয়া।। মায়া এখন আর বেসি কথা বলেনা আমার সাথে।।
তারপরও আমি মায়ার কাছে ছুটে যাই মায়ার মায়াবী মুখ না দেখলে ভালোলাগেনা।।এভাবে এক তরফা ভালোবাসা চলতেই থাকলো অনেক দিন।। দিন যায় আর আমি খারাপের দিক যাই সেও আমাকে অবহেলা করে। আমার আর কোন কিছুই ভালোলাগেনা।।next part coming..
18/08/2025
নিজের যত্ন নিও.....
জানি কখনো আমাকে মনে পড়বে না, তবুও মনে পড়লে আমার করা খা'রা'প ব্যবহার গুলো মনে কইরো! তারপর নাহ্ হয় আবার নতুন কইরা ঘৃণা কইরো.!😔💔🥀
18/08/2025
-আমার ভালোবাসা তোমার প্রতি এতোটাই ছিলো যে, তুমি কষ্ট দিয়েও আমার কাছে প্রিয় ছিলে.!😊🖤
18/08/2025
যে ঠকে সেও হাসে, যে ঠকায় সেও হাসে" পার্থক্য শুধু মনমানুষ সিকতার.!😅💔🥀
Be the first to know and let us send you an email when RANA 0.3 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.