পাইকারি বই-Paikari Boi

পাইকারি বই-Paikari Boi দেশের সর্ববৃহৎ পাইকারি বইয়ের অনলাইন প্লাটফর্ম। সেরা অফারে যেকোনো বই সংগ্রহ করতে পেইজে ম্যাসেজ করুন

📚 রোমাঞ্চ, ইতিহাস আর রহস্যের অনন্য সংকলন!ছবি জুড়ে থাকা প্রতিটি বই যেন একেকটি অজানা জগতে পাঠকের পা ফেলার দাওয়াত।‘দ্য ভিঞ্...
05/08/2025

📚 রোমাঞ্চ, ইতিহাস আর রহস্যের অনন্য সংকলন!

ছবি জুড়ে থাকা প্রতিটি বই যেন একেকটি অজানা জগতে পাঠকের পা ফেলার দাওয়াত।
‘দ্য ভিঞ্চি কোড’ ও ‘নোরোজ’ পাঠককে টেনে নেয় চমকপ্রদ রহস্যজালে,
‘আমাজনিয়া’ আর ‘আত্রেয়ী’ নিয়ে যায় দুঃসাহসিক অভিযানে।
ইতিহাসপ্রেমীদের জন্য আছে ‘মোগলনামা’ ও ‘মৌলানামা’, আর ‘সাততলা’ আপনাকে নিয়ে যাবে এক নিঃশ্বাসে পড়ার মত রোমাঞ্চকর অভিযানে।

নিজেকে হারিয়ে ফেলুন এই বৈচিত্র্যময় বইগুলোর পাতায়!

🛒 এখনই সংগ্রহ করতে ইনবক্স করুন।

তরুণদের কেনো আহমদ ছফা পড়া উচিত? আপনি যদি এমন একজন তরুণ হন, যিনি এই সমাজ, এই শিক্ষা, এই জীবন,সবকিছুর একটু গভীরে গিয়ে বুঝত...
01/08/2025

তরুণদের কেনো আহমদ ছফা পড়া উচিত?

আপনি যদি এমন একজন তরুণ হন,
যিনি এই সমাজ, এই শিক্ষা, এই জীবন,
সবকিছুর একটু গভীরে গিয়ে বুঝতে আর জানতে চান, তাহলে আপনাকে আহমদ ছফার লেখা পড়তেই হবে।

কারণ আহমদ ছফা কেবল একজন লেখক নন, তিনি ছিলেন এক বিদ্রোহী চিন্তক, যিনি সাহস করে প্রশ্ন করেছেন, দাঁড়িয়ে গেছেন সত্যের পক্ষে, আর বারবার তরুণদের জাগিয়ে তুলেছেন বুদ্ধির দীপ্তি দিয়ে।

১/ সাহসী চিন্তার অনুশীলন শুরু হয় ছফার লেখা পড়ে।

এই সময়ে, যখন চারপাশে নকল চিন্তা, মুখস্থ বুলি আর ট্রেন্ডের পেছনে ছোটা চলছেই, তখন আহমদ ছফা আপনাকে বলবে, "নিজে ভাবুন।" "প্রশ্ন করুন।"
"যা সত্যি মনে হয়, সেটাই বলুন।"

আপনি যদি সত্যিকারের আত্মবিশ্বাস গড়তে চান, নিজের মাথায় বিশ্বাস রাখতে চান, তাহলে আহমদ ছফার লেখা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে।

২/ তিনি আমাদের মতো তরুণদের নিয়েই ভাবতেন।

ছফার সবচেয়ে বড় অবদান এই যে,
তিনি সবসময় তরুণদের নিয়ে চিন্তা করেছেন।

তিনি বিশ্বাস করতেন,

"এই দেশের ভবিষ্যৎ তরুণদের হাতে, কিন্তু সেই তরুণরাই যদি চিন্তাশক্তিহীন হয়, তবে জাতির সামনে কোনো আলো নেই।"

তাই তিনি লিখেছেন তরুণদের উদ্দেশে, তাদের সতর্ক করেছেন ,জাগিয়ে তুলেছেন, অনুপ্রেরণা দিয়েছেন।

৩/ আপনি যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে চান, আহমদ ছফা আপনাকে সেটাই শেখাবেন।

এই সমাজ চায় আপনি মাথা নিচু করে চলুন,
কিন্তু ছফা আপনাকে বলবেন,

"নিজের অবস্থান পরিষ্কার করুন।"
"ভয়ে নয়, যুক্তিতে কথা বলুন।"
"সত্যের পাশে দাঁড়ানো শিখুন - even when it hurts."

এই আত্মবিশ্বাস, এই শক্তি, তার লেখাগুলো থেকে যখন আপনার জীবনে আসবে, তখন আপনি আর আগের আপনি থাকবেন না।

৪/ ছফা ছিলেন এক অসাধারণ 'মেন্টর' - যিনি পাশে থাকেন বইয়ের পাতায়।

অনেকেই তো আছেন যারা লেখেন নিজের জন্য।
কিন্তু ছফা লিখেছেন আমাদের জন্য, যেন আমরা হারিয়ে না যাই, এই চাটুকারিতা, দুর্নীতি আর মেকি শিক্ষার ভিড়ে।

ছফার প্রতিটি লেখা যেন আপনার অজানা দ্বিধা, অস্পষ্ট প্রশ্ন, ভিতরের হতাশা- সব কিছুর প্রতিধ্বনি।
তিনি কোনো লাইক-পপুলারিটির জন্য লিখতেন না।
তিনি লিখতেন প্রয়োজনীয় সত্যগুলো নিয়ে,
যা কেউ বলে না, কিন্তু বলতেই হয়।

আপনি যখন তাঁর লেখা পড়বেন, মনে হবে,
"এই কথাগুলো তো আমিই ভাবি, কিন্তু কখনো হয়তো বলতে পারিনি!"

আহমদ ছফার বই পড়া মানে নিজেকে চিনে ফেলা।
এটা কোনো সাজানো সাহিত্যভ্রমণ নয়- এটা একটা কঠিন অথচ দরকারি যাত্রা, যেখানে আপনি নিজেকে প্রশ্ন করবেন, কাঁপবেন, আবার দাঁড়াবেন।

তবে সাবধান, একবার যদি আপনি আহমদ ছফা পড়া শুরু করেন, আহমদ ছফা আপনাকে আর আগের জায়গায় থাকতে দেবেন না। তিনি টেনে বের করে আনবেন, আপনার ভেতরের সত্যিকারের মানুষটিকে।

আহমদ ছফার যে বইগুলো আপনি পড়তে পারেন -

১/ গাভী বিত্তান্ত

২/ যদ্যপি আমার গুরু

৩/ বাঙালি মুসলমানের মন

৪/ সাম্প্রতিক বিবেচনা : বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস

৫/ মরণ বিলাস

৬/ পুষ্প বৃক্ষ ও বিহঙ্গ পুরাণ

৭/ অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী

৮/ অলাতচক্র

৯/ ওঙ্কার

১০/ একজন আলি কেনানের উত্থান-পতন

লিখেছেন - আসাদুজ্জামান জয়

রামাদান নিয়ে চমৎকার সব বই আছে বাজারে। কিন্তু এতোগুলো বইয়ের মধ্যে একটি বই বরাবরই থেকে যায় একেবারে আলাদা। রামাদান নিয়ে এমন...
02/03/2025

রামাদান নিয়ে চমৎকার সব বই আছে বাজারে। কিন্তু এতোগুলো বইয়ের মধ্যে একটি বই বরাবরই থেকে যায় একেবারে আলাদা। রামাদান নিয়ে এমন জীবন্ত বই, এতো অন্তর ছুঁয়ে যাওয়া বই সম্ভবত আর কেউ পড়েননি। বইটার নামই সেই হৃদয়ছোঁয়া অনুভূতির প্রথম পরশটি বুলিয়ে দেয়—ধূলিমলিন উপহার রামাদান!

সেরা অফারে দ্রুত অর্ডার করতে ক্লিক করুন- https://www.durbarshop.com/book/371/dhulimolin-upohar-ramadan/

Address

Banglabazar
Dhaka-1100

Alerts

Be the first to know and let us send you an email when পাইকারি বই-Paikari Boi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share