পুস্তক প্রকাশন - Pustok Prokashon

পুস্তক প্রকাশন - Pustok Prokashon প্রয়োজনে: 01866564483
আউটলেট: ২য় তলা, এন আলি টাওয়ার, ৩৮ বাংলাবাজার, ঢাকা।

Reminder Daffodilian. 20-22 May | Student Lounge, Knowledge Tower
19/05/2025

Reminder Daffodilian. 20-22 May | Student Lounge, Knowledge Tower

15/04/2025

-জরুরি বিজ্ঞপ্তি (কর্পোরেট অরগানাইজেশন/করপোরেট পার্সন।)

পুস্তক প্রকাশন'র সামগ্রিক কার্যক্রম আগামী ১লা মে, ২০২৫ পর্যন্ত সম্পূর্ণ স্থগিত। ২রা মে থেকে সকল কাজ পুনরায় শুরু হবে। ২রা মে থেকে আমাদের সম্মানিত ক্লায়েন্টদের সমস্ত সফট প্রোজেক্ট, যেমন বুক ইনার ডিজাইন এবং করপোরেট প্রিন্টিং সাপ্লাই হ্যান্ডওভার শুরু হবে। জমে থাকা সবগুলো প্রোজেক্ট ২ মে থেকে ১০ মে এর মধ্যে হ্যান্ডওভার সম্পূর্ণ শেষ হবে। এই বিজ্ঞপ্তি আমাদের নতুন পুরাতন সকল প্রোজেক্টের জন্যই। এই বিজ্ঞপ্তি বিশেষ করে আমাদের কর্পোরেট প্রতিষ্ঠান এবং কর্পোরেট ব্যক্তিবর্গের জন্য। অসুবিধার জন্য দুঃখিত সকলের কাছে। বেশ কিছু দিন সেলস কাউন্টার এবং ই-কমার্স অ্যাভাইলিবিলিটি ছাড়া অন্যান্য সমস্ত কার্যক্রম প্রায় বন্ধ ছিলো প্রতিষ্ঠানের ভেতরগত কিছু কারণে।

নোট: পূর্বের নিয়ম অনুযায়ি আমাদের সমস্ত বই ই-কমার্স প্লাটফর্মগুলোতে পাওয়া যাবে। এটা আয়ারা বছরের চলমান প্রক্রিয়া।

বি.দ্র. পুস্তক প্রকাশন'র প্রতি আপনার কোনো অভিযোগ অথবা পরামর্শ থাকলে নির্দ্বিধায় আমাদের সাথে শেয়ার করতে পারেন। সকল গ্রাহকের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। বলে রাখা ভালো, চলতি বছরের জুলাইয়ের শুরু থেকে আপনারা পুস্তক প্রকাশন থেকে টপনচ সার্ভিস পাবেন। আমাদের প্যানেল মেম্বাররা সেই লক্ষেই কাজ করে যাচ্ছে। প্রত্যেকটা প্রোজেক্ট অনটাইম ডেলিভারি এবং অ্যাভেইলেবল কাস্টমার সার্ভিস নিয়ে হাজির হবো আমরা।

বিশেষ নোট: শীঘ্রই বাংলাদেশের কার্টুনপ্রেমী তরুণদের নিয়ে বড় এক উদ্যোগে নামছে পুস্তক প্রকাশন। যার সম্পাদনা প্যানেলে থাকবে অভিজ্ঞ একজন কার্টুনিস্ট। আগামী জুলাই থেক পাঠকবান্ধব এবং ক্লায়েন্ট ফ্লেক্সিবল প্রকাশনা প্রতিষ্ঠান হওয়ার লক্ষে সম্পূর্ণরুপে কাজ করে যাবার অঙ্গীকার করছে পুস্তক প্রকাশন।
সালমান ফারসী
প্রকাশক ও প্রধান নির্বাহী,
পুস্তক প্রকাশন

27/02/2025

২৫ ফেব্রুয়ারি, ২০২৫। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পুস্তক প্রকাশন আয়োজিত অমর একুশে বইমেলার দ্বার উন্মোচনের সময়। এই আয়োজন যৌথভাবে করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রেস এবং পুস্তক প্রকাশন।
ডিআইইউ প্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরির ডিরেক্টর ড. মিলন খান, এডিশনাল ডিরেক্টর ড. সাইয়েদ রবিউল বাশার, সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব রাশেদ নিজামি।
অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর অমিত চক্রবর্তী ছোটন, সিনিয়র এডমিন্সট্র‍্যাটিভ অফিসার ফাহমি হাসান, এসিস্ট্যান্ট এডমিন্সট্র‍্যাটিভ অফিসার কাউসার হামিদ, এডমিন্সট্র‍্যাটিভ অফিসার কাউসার আহমেদ, এডমিন্সট্র‍্যাটিভ অফিসার আশিক।

পুস্তক প্রকাশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকাশক ও প্রধান নির্বাহি সালমান ফারসী, চিফ অপারেটিং অফিসার রেদওয়ান রশিদ নাইস, জনসংযোগ কর্মকর্তা আমিনুল ইসলাম রাফি এবং লেখক জাকারিয়া কামাল।

বইমেলায় শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য পুস্তক প্রকাশন নানান বই হাজির করেছে। বইমেলায় ছিলো ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মোহাম্মদ সবুর খানের উদ্যোক্তাদের জন্য নির্দেশনা বিষয়ক বই। ৩দিনের চলমান এই বইমেলায় পাঠকদের মাঝে বই পৌঁছে দিতে পেরে তৃপ্ত পুস্তক প্রকাশন টিম।

ডিআইইউপিএস ফটোওয়াক অমর একুশে বইমেলাস্পন্সরড বাই: পুস্তক প্রকাশন
27/02/2025

ডিআইইউপিএস ফটোওয়াক অমর একুশে বইমেলা
স্পন্সরড বাই: পুস্তক প্রকাশন

📸 DIUPS ফটোওয়াক - অমর একুশে বইমেলা ২০২৫, সৌজন্যে পুস্তক প্রকাশন - Pustok Prokashon! 📚✨

📖 এবারের ফটোওয়াক আয়োজনে একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ৯৬ নম্বর স্টলে পুস্তক প্রকাশন - Pustok Prokashon তাদের সকল বইতে DIUPS এর বর্তমান ও প্রাক্তন সকল সদস্যের জন্য নিশ্চিত করছে ৪০% বিশেষ ছাড় এবং অন্যান্য পাঠকদের জন্যে ২৫% বিশেষ ছাড়! সঙ্গে থাকছে দারুণ সব বইয়ের সংগ্রহ আর আকর্ষণীয় বই ভিত্তিক কার্যক্রম!

ফটোগ্রাফি মানে বিশেষ মুহূর্ত ধরে রাখা, গল্প বলা আর অনুভূতি প্রকাশের মাধ্যম। তাই, যুক্ত হোন আমাদের অমর একুশে বইমেলা ফটোওয়াকে, যেখানে হবে সাহিত্য আর ফটোগ্রাফির অসাধারণ মেলবন্ধন!

📅 তারিখ: ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫
⏰ সময়: ২ টা - ৫ টা
📍 স্থান: সোহরাওয়ার্দী উদ্যান

📌 ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যেকোন শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আগ্রহী ফটোগ্রাফাররা তাদের বন্ধুদের (DIU-এর যেকোনো শিক্ষার্থী) সাথে নিয়ে অংশ নিতে পারবেন।

📌 স্ন্যাকস এবং অন্যান্য খরচ নিজ দায়িত্বে বহন করতে হবে।

📞যেকোনো সহায়তায়ঃ +8801721708834

25/02/2025

চলছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রেস এবং পুস্তক প্রকাশন আয়োজিত অমর একুশে বইমেলা। চলবে ২৫, ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পছন্দের বইগুলো সংগ্রহ করতে দ্রুত চলে আসুন।

জেরিন তাসনিমের নতুন কবিতার বই 'জেগে আছি বেঁচে নেই'। পাওয়া যাবে অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ৯৬ নম্বর স্টলে।
25/02/2025

জেরিন তাসনিমের নতুন কবিতার বই 'জেগে আছি বেঁচে নেই'। পাওয়া যাবে অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ৯৬ নম্বর স্টলে।

ফেব্রুয়ারি মাস। ভাষা শহিদদের আত্নত্যাগের মাস, অমর একুশে বইমেলার মাস। সবকিছু ঘিরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প...
24/02/2025

ফেব্রুয়ারি মাস। ভাষা শহিদদের আত্নত্যাগের মাস, অমর একুশে বইমেলার মাস। সবকিছু ঘিরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রেস এবং পুস্তক প্রকাশনের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের নলেজ টাওয়ারের স্টুডেন্ট লাউঞ্জে কাল থেকে ৩দিন চলবে অমর একুশে বইমেলা। ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই বইমেলা। এই বইমেলায় পুস্তক প্রকাশনের বইতে পাবেন সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়। পাওয়া যাবে গল্প, উপন্যাস, কবিতা, থ্রিলার, রম্য, প্রবন্ধ, ইসলামি, আত্নউন্নয়নমূলক, ব্যবসা শেখার বই, কমিক, গ্রাফিক নভেল, জাপানিজ অনুবাদ, ইংরেজি অনুবাদ, ভারতীয় লেখকদের বইসহ দেশী-বিদেশী নানান বই। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত ড. মোহাম্মদ সবুর খানের লেখা অসাধারণ বইগুলোসহ অন্যান্য সব বই সংগ্রহ করতে চলে আসুন বইমেলায়।

এত বিশাল ছাড়ে বই কেনার সুযোগ সবসময় থাকে না। দেরি না করে চলে আসুন নলেজ টাওয়ারের স্টুডেন্ট লাউঞ্জে আপনার পছন্দে বই সংগ্রহ করতে।

22/02/2025

দেশের প্রথম ওয়ার্ডলেস গ্রাফিক নভেল নক! নক!! নিয়ে বলছেন বইটির লেখক, কার্টুনিস্ট আহসান হাবীব।
বইমেলা থেকে সংগ্রহ করতে ৯৬নম্বর স্টলে চলে আসুন। অনলাইনে পাওয়া যাচ্ছে রকমারি ডট কম, প্রথমা ডট কম, পিবিএস ডট কম, দূর্বার ডট কমে।

গতকাল প্রকাশিত হলো জাকারিয়া কামালের উপন্যাস বিশ্বস্ত প্রতারক। একইদিনে প্রকাশ হয়েছে লেখকের কবিতার বই প্রেম কিংবা অপ্রেম। ...
16/02/2025

গতকাল প্রকাশিত হলো জাকারিয়া কামালের উপন্যাস বিশ্বস্ত প্রতারক। একইদিনে প্রকাশ হয়েছে লেখকের কবিতার বই প্রেম কিংবা অপ্রেম। অরুণ এই লেখকের বই সংগ্রহ করতে চলে আসুন সোহরাওয়ার্দী উদ্যানের ৯৬নম্বর স্টলে।

প্রকাশিত হলো প্রথম বাংলাদেশি ওয়ার্ডলেস গ্রাফিক নভেল Knok! Knock!!জনপ্রিয় কার্টুনিস্ট ও লেখক আহসান হাবীবের গ্রাফিক নভেলটি...
15/02/2025

প্রকাশিত হলো প্রথম বাংলাদেশি ওয়ার্ডলেস গ্রাফিক নভেল Knok! Knock!!
জনপ্রিয় কার্টুনিস্ট ও লেখক আহসান হাবীবের গ্রাফিক নভেলটি সংগ্রহ করতে চলে আসুন পুস্তক প্রকাশন - Pustok Prokashon এর স্টলে। একুশে বইমেলার স্টল নম্বর ৯৬ তে সকলের আমন্ত্রন।

১৫.০২.২০২৫

রকমারি ডট কম থেকে সংগ্রহ করতে: https://www.rokomari.com/book/455655/knock-knock

Address

2nd Floor, N Ali Tower, 38 Banglabazar
Dhaka-1100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801866564483

Website

Alerts

Be the first to know and let us send you an email when পুস্তক প্রকাশন - Pustok Prokashon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পুস্তক প্রকাশন - Pustok Prokashon:

Share

Category