Nirvik It Institute

Nirvik It Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nirvik It Institute, Gaming Video Creator, 888/A, Hazi Ashraf Ali Super Market, Level-07, East Shewrapara, Dhaka-1216.

06/06/2025
বর্তমান কিছু বেকার এর এই অবস্থা। :(
20/07/2024

বর্তমান কিছু বেকার এর এই অবস্থা। :(

👌মোবাইল দিয়েই আয়👌Micro Freelancing Online👉মূলত এই কোর্স ডিজাইন করা হয়েছে বিগেনারদের জন্য যারা অনলানে কাজ করে বাড়তি আয় কর...
06/05/2023

👌মোবাইল দিয়েই আয়
👌Micro Freelancing Online

👉মূলত এই কোর্স ডিজাইন করা হয়েছে বিগেনারদের জন্য যারা অনলানে কাজ করে বাড়তি আয় করতে চায়।
👉কারা এই কোর্স করতে পারবেঃ চাকুরীজীবী, ছাত্র-ছাত্রী , গৃহিণী বা যাদের অনলানে আয় করার ইচ্ছা আছে।

নওগাঁয় নতুন ব্রাঞ্চ শুরু ও মাহে রমজানের স্পেশাল ৭২% ছাড়ে ৫ হাজার টাকার কোর্স ফি এখন মাত্র ১ হাজার ৪ শত টাকায়। এই অফার সী...
30/03/2023

নওগাঁয় নতুন ব্রাঞ্চ শুরু ও মাহে রমজানের স্পেশাল ৭২% ছাড়ে ৫ হাজার টাকার কোর্স ফি এখন মাত্র ১ হাজার ৪ শত টাকায়।

এই অফার সীমিত সময়ের জন্য!!!

👉সিসিটিভি ইন্সটলেশন ও মেইনটেনেন্স কোর্স।
👉লাইভ ডিভাইস দিয়ে কাজ শেখানো হয়।
👉মোট ক্লাসঃ ১০ টি (লাইফ টাইম সাপোর্ট)
👉কোর্স শেষে সনদপত্র দেয়া হবে।

এখন প্রায় প্রতিটি অফিস, বাসাবাড়িতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা এড়াতে সিসিটিভি বা আইপি ক্যামেরার ব্যাবহার করা হচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ক্যামেরার কাজ পারে এমন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান এর প্রচুর চাহিদা রয়েছে। তাই চাইলে আপনি এই কোর্স শুরু করতে পারেন।
👉এই কোর্স শেষ করে আপনি নিজেই সিসিটিভি ক্যামেরার ব্যাবসা শুরু করতে পারবেন এবং নিজেই ইন্সটলেশন ও যে কোন সিসিটিভি রিলেটেড সমস্যার সমাধান সহজে নিজেই করতে পারবেন।
👉কোর্স শুরুর আগে আমরা ধরে নিই, যে কেউ কিছুই জানে না। তাই একদম শূণ্য থেকে শুরু করা হয়।
✅ আপনি কোর্স টি করতে চাইলে জানাবেন।
এছাড়াও ব্যাবসা শুরু করার জন্য কিভাবে কোটেশন দিবেন, ভ্যাট+ট্যাক্স কিভাবে যোগ করবেন, কিভাবে প্রফেশনালী আফটার-সেল-সার্ভিস প্রদান করবেন এককথায় ব্যাবসা করতে যত ধরনের হেল্প লাগে আমরা করব ইনন্সাল্লাহ।
👌আমাদের কোর্স করে যা যা পাবেনঃ⤵️
1. Basic Safety Systems
2. Basic Electricity
3. Basic Networking
4. Elements/Tools for CCTV/IP Surveillance System
5. Types of CCTV System & Architecture, Difference.
6. CCTV Installation Process
7. DVR & NVR Configuration
8. Router/Network Setup (Normal)
9. Computer and Mobile Phone Application Setup
Maintenance and troubleshooting
10. Job/Business Related Help.
🙏ভর্তি বা কোর্স সম্পর্কে আরো কিছু জানার থাকলে কল দিন - +8801515687915

নওগাঁ ব্রাঞ্চ অফিসঃ
মা টাওয়ার (১ম তলা), হোয়াইট হাউস রোড,
টিনপট্টি, নওগাঁ।

হেড অফিস লোকেশনঃ
নির্ভিক টেকনোলজি
৮৮৮/এ, হাজী আশ্রাফ আলী সুপার মার্কেট, ৭ম তলা, শেওড়াপাড়া মেট্ররেল স্টেশন, ঢাকা। (মেট্ররেল স্টেশন এর সাথে লাগানো)
বিস্তারিত জানতে কথা বলুন।
+8801515687915, WhatsApp: +8801515687915
Google Map: https://goo.gl/maps/MaHpfdFxGSmK2p3e8

28/03/2023

জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয়, জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে।

27/03/2023

সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করো।

26/03/2023

নিজের ইতিহাস লেখার জন্য কলম নয় সাহসের প্রয়োজন।

25/03/2023

নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয়।

25/03/2023

“তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হল সমস্ত হারের যোগ্য জবাব।”

আপনার ইকিগাই খুঁজে পেতে চান ? নিজেকে নিম্নলিখিত প্রশ্নগুলি করুন-১. আমি কী ভালোবাসি ?২. আমি কীসে দক্ষ ?৩. পৃথিবীর কী দরকা...
24/03/2023

আপনার ইকিগাই খুঁজে পেতে চান ? নিজেকে নিম্নলিখিত প্রশ্নগুলি করুন-

১. আমি কী ভালোবাসি ?
২. আমি কীসে দক্ষ ?
৩. পৃথিবীর কী দরকার ?
৪.আপনি নিজেকে প্রশ্ন করুন কেন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন ?
৫.“আপনাকে কোন বিষয়টি অনুপ্রাণিত করে ?”

24/03/2023

১.সক্রিয় থাকুন এবং অবসর গ্রহণ করবেন না।

২. তাত্ক্ষণিকতার পিছন ত্যাগ করুন এবং জীবনে ধীর গতি অবলম্বন করুন।

৩. পরিমিত আহার করুন, এবং খাদ্য তালিকায় প্রচুর পরিমাণ শাক সবজি রাখুন। ৮০ শতাংশ পেট পূর্ণ হলেই খাওয়া ত্যাগ করুন।

৪. সর্বদা ভাল বন্ধুদের সঙ্গে নিজেকে ঘিরে রাখুন।

৫. দৈনিক মৃদু অনুশীলনের মাধ্যমে নিজেকে সক্রিয় রাখুন।

৬. হাসুন এবং আপনার চারপাশের লোকদের স্বীকৃতি দান করুন।

৭ .প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করুন।

৮. ধন্যবাদ জ্ঞাপন করুন সেই সব জিনিসের প্রতি যা আপনার দিনটিকে উজ্জ্বল বানায় এবং এবং আপনাকে উজ্জীবিত রাখে ।

৯. বর্তমানে থাকুন।

১০. আপনার ইকিগাইকে অনুসরণ করুন।

Address

888/A, Hazi Ashraf Ali Super Market, Level-07, East Shewrapara
Dhaka-1216

Alerts

Be the first to know and let us send you an email when Nirvik It Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nirvik It Institute:

Share